WB Election LIVE Updates: পূর্ব মেদিনীপুরে আজ ফের সভা শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকার কথা বাবুল সুপ্রিয়র
Dilip Ghosh attacks TMC. ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে। অনুব্রত মণ্ডলের বিজেপিকে পগারপার করার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এনিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
‘ওঁরা দু’জনেই সাংসদ, আসতেই পারেন। আমরা সবার জন্য দরজা খুলে রেখেছি।’ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের।
‘অনেকে ধরে নিয়েছেন, আর তো রাজা বা মন্ত্রী হওয়া যাবে না, তাই কেউ কেউ মুকুট পরছেন।’ অনুব্রত মণ্ডলের মাথায় রুপোর মুকুট প্রসঙ্গে কটাক্ষ দিলীপের।
‘মেদিনীপুর নিয়ে চিন্তা নেই। ৩৫টা আসন আমরাই জিতব। জঙ্গলমহল থেকে তৃণমূলকে ফাঁকা করা শুরু হয়েছে, গঙ্গা পর্যন্ত চলবে।’ বিজেপিকে মেদিনীপুরকে গুরুত্ব দেওয়া প্রসঙ্গে মন্তব্য দিলীপের।
‘ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে।’ অনুব্রতর বিজেপিকে পগারপার করার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
কাঁথির জনসভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। বললেন,‘অধিকারী পরিবারকে ছোট করতে নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাঁর হুঁশিয়ারি, ‘নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিয়ে জিততে পারবেন না তৃণমূল নেত্রী।’
শুভেন্দু বলেন, ‘হরিশ চ্যাটার্জি রোড রাজ্য চালাবে আর আমরা কর্মচারী?’ তিনি যোগ করেন, ‘ধর্মযুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততে হবে। নরেন্দ্র মোদির আদর্শে সোনার বাংলা তৈরি হবে।’
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পেরও সমালোচনা করেন তিনি। বলেন, ‘স্বাস্থ্যসাথীতে কিছু হবে না। ডায়মন্ড হারবারে জোড়া বিশ্ববিদ্যালয়, কাঁথির জন্য কিছু নেই। জেলার মানুষ এই সরকারের আমলে কিছুই পায় না।’
কাঁথির জনসভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। বললেন,‘অধিকারী পরিবারকে ছোট করতে নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাঁর হুঁশিয়ারি, ‘নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিয়ে জিততে পারবেন না তৃণমূল নেত্রী।’
শুভেন্দু বলেন, ‘হরিশ চ্যাটার্জি রোড রাজ্য চালাবে আর আমরা কর্মচারী?’ তিনি যোগ করেন, ‘ধর্মযুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততে হবে। নরেন্দ্র মোদির আদর্শে সোনার বাংলা তৈরি হবে।’
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পেরও সমালোচনা করেন তিনি। বলেন, ‘স্বাস্থ্যসাথীতে কিছু হবে না। ডায়মন্ড হারবারে জোড়া বিশ্ববিদ্যালয়, কাঁথির জন্য কিছু নেই। জেলার মানুষ এই সরকারের আমলে কিছুই পায় না।’
কাঁথির জনসভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘রাজ্য সরকার ভোট করতে ভয় পায়। তাই পুরসভায় ভোট করতে দিচ্ছে না রাজ্য সরকার।’
তিনি বলেন, ‘লোকসভা ভোটে ১০০-র বেশি আসনে এগিয়ে বিজেপি। পিছিয়ে থাকা আসনগুলিতে এবার এগিয়ে যাব। ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পাল্টে দেব।’
শুভেন্দুর দাবি, ‘তৃণমূল কাঁথিতে যে সভা করেছিল সেটা কোনও সভা ছিল না। প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, শুভেন্দু বিশ্বাসঘাতকতা করবে না।
‘তৃণমূলের এক সাংসদ আমায় বিশ্বাসঘাতক বলছেন। মেদিনীপুরের মানুষ ভোটের বাক্সে বদলা নেবেন না?
প্রাক্তন বিধায়কের কটাক্ষ, ‘তৃণমূল এখন দেড়জনের কোম্পানি হয়ে গেছে। অধিকারী পরিবারকে ছোট করতে নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দেয়।’
শুভেন্দুর পরে এবার বিজেপিতে সৌমেন্দু। কাঁথিতে বিজেপির যোগদান মেলায় সৌমেন্দু। সৌমেন্দু ছাড়াও বিজেপিতে কাঁথির আরও ১৪ বিদায়ী তৃণমূল কাউন্সিলর। তৃণমূল ছেড়ে বিজেপিতে কাঁথির ৪ প্রাক্তন কাউন্সিলর। কাঁথি পুরসভার প্রশাসকপদে অপসারিত সৌমেন্দু। প্রশাসকপদে অপসারণের পরেই বিজেপিতে সৌমেন্দু। ‘বিজেপিতে যোগ দেবেন অন্তত ১৫ তৃণমূল বিদায়ী কাউন্সিলর’, নন্দীগ্রামের সভা থেকে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভার ২১ বিদায়ী কাউন্সিলরের ১৫ জন বিজেপিতে।
সৌমেন্দু ছাড়া আরও কয়েকজন ওদিন বিজেপিতে যোগ দেবেন। ৮ তারিখ শক্তি দেখাব। নন্দীগ্রাম থেকেই ১ লাখ লোক চাই।
ভয় পেয়ে হামলা করেছে তৃণমূল। আপনাদের সহমর্মিতা জানাতে এসেছি, বললেন শুভেন্দু। কাঁথির সভায় থাকবেন ভাই সৌমেন্দু অধিকারী।
গরুপাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর আরও একটি ফ্ল্যাটের হদিশ পেল সিবিআই। গতকাল রাতেই কৈখালির ওই ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। চাবি না পেয়ে, ফ্ল্যাটটি সিল করে দেন তাঁরা। পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর।
বছরের প্রথম দিন নিজের গড়ে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রতিরোধ সভা করবেন প্রাক্তন বিধায়ক। গত মঙ্গলবার, নন্দীগ্রামে শুভেন্দুর সভায় যোগ দিতে আসার পথে, সোনাচূড়ার ভূতার মোড়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। তাঁদের বাস ভাঙচুর করা হয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এর প্রতিবাদেই আজ সভা করবেন শুভেন্দু অধিকারী। এরপর দুপুর ৩টেয় কাঁথির ডর্মিটরি মাঠে বিজেপির যোগদান মেলার আয়োজন করা হয়েছে। সেখানেও সভা করবেন শুভেন্দু অধিকারী।
আজ ব্যারাকপুর আদালতে মণীশ শুক্ল খুনের চার্জশিট জমা দেবে সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে ১০ জনের। এদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। এফআইআরে নাম থাকা আরও কয়েকজনের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে সিআইডি সূত্রে খবর।
২৩ বছরে পড়ল তৃণমূল কংগ্রেস। তপসিয়ার তৃণমূল ভবনে উপস্থিত হয়েছেন সুব্রত বক্সী, ডেরেক ও ব্রায়েন সহ বেশ কয়েকজন নেতা। এই উপলক্ষ্যে টুইট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার সময়ের বিপুল সংগ্রামের উল্লেখ করেছেন। মা-মাটি-মানুষ ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি, লিখেছেন, পশ্চিমবঙ্গকে আরও শক্তিশালী করে তোলার কাজে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বর্ষশেষের রাতেও পশ্চিম বর্ধমানের বারাবনিতে রাজনৈতিক অশান্তি। গভীর রাতে বিজেপি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গৌরান্ডিতে বিজেপি অফিসে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও শাসক শিবিরের তরফে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সকালে ঘটনাস্থলে যায় বারাবনি থানার পুলিশ।
নতুন বছরে অনেকে আসবেন বিজেপিতে, বললেন দিলীপ
যখন লকডাউন হয়, তখনই আমাদের রাজ্যে কেউ মানেনি, আর এখন নাইট কার্ফু! বর্ষবরণের রাতে রাজ্যে নাইট কার্ফু জারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। আমার সঙ্গে কথা হয়নি। তবে নতুন বছরে একটা স্রোত আসবে। জয়েন তো অনেকেই করবেন। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
যারা কিংপিন, যারা অপারেট করে, তাদের নাম সবাই জানে। সিবিআই তদন্তে সত্য সামনে আসবে। গরুপাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে ফের তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।
গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। রাসবিহারী ও চেতলায় ওই ব্যবসায়ীর ২টি বাড়িতে আজ হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গরু পাচারের বেআইনি কারবারের টাকা বিনয় মিশ্রর মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছোত। একাধিক সাক্ষীর বয়ানে ওই ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। তবে আজ তল্লাশি অভিযানের সময় বিনয়কে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ওই ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের বেশ কয়েকজন সাধারণ সম্পাদকের মধ্যে বিনয় একজন। তাঁর বিরুদ্ধে আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে ওই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিনয় মিশ্রর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কাঁকসা থানার কাছে হাটতলা মোড়ে লাগানো ছিল মোদির ফ্লেক্স। তাতে শারদীয়া, দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবিও ছিল। আজ ভোরে কেউ বা কারা ওই ফ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় ফ্লেক্সের অনেকটা অংশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, তাদের দলের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়।
হুগলির জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন না পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। কিছুদিন আগেই ওই তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তাঁকে ঘিরে দোলাচল শুরু হয়েছিল জেলা রাজনীতিতে। এবার দেখা গেল, পাণ্ডবেশ্বরে আগামী ২ জানুয়ারি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনের আমন্ত্রণপত্রে জিতেন্দ্রর নাম বাদ পড়েছে। অথচ আমন্ত্রণপত্রে জেলার অন্য নেতা, বিধায়কদের নাম রয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে রাজনীতিক জল্পনা। এই প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মিনতি হাজরা জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এটা হয়েছে। তাঁর বক্তব্য, উনি দলে তাকলে সম্মেলনে আসতেই পারেন। জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তিনি দলের একাধিক পদ ছেড়ে দিয়েছেন। তাঁর রাজনৈতিক সিদ্ধান্তে কারও কারও মনে আঘাত লেগে থাকতে পারে। তার জেরেই সম্ভবত আমন্ত্রণপত্র থেকে নাম বাদ গেছে।
খিল ভেঙে বাড়ির ভেতরে ঢুকছে। বলছে, স্বামীকে ডেকে দাও, নইলে তোমাকে তুলে নিয়ে যাব। অভিযোগ করেছেন এক মহিলা।
প্রেক্ষাপট
বর্ধমান: বর্ধমানের নীলপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধোর ও টোটো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌতম দের অভিযোগ, এদিন বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে টোটো নিয়ে ফেরার সময় তাঁকে বিজেপি কর্মীরা মারধর করে। মারধরের পাশাপাশি তাঁর টোটোতেও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁর মাথা ও পা ফাটিয়ে দেয়।
বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালায়। বিজেপির পাল্টা অভিযোগ, দলের তিনজন কর্মী বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাঁদের ঘরে ফিরিয়ে দিতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। তৃণমূল অশান্তি করলে বচসা হয়। মারধরের ঘটনা ঘটেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -