Yogi Adityanath Malda Visit LIVE ‘বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে‘, মালদায় আদিত্যনাথ

UP Chief Minister Yogi Adityanath Malda Visit LIVE updates BJP Rally: গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Mar 2021 02:39 PM
CM Yogi Adityanath LIVE: ‘কিছু মানুষ দেশের একতাকে ভাঙার চেষ্টা করছেন‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের একতার প্রতীক গঙ্গা। সেই পবিত্র গঙ্গা এরাজ্য এসে সাগরে মিশছে। কিছু মানুষ দেশের একতাকে ভাঙার চেষ্টা করছেন।‘

CM Yogi Adityanath LIVE: ‘বিজেপিকে আনুন, গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে কেউ গো-হত্যা করতে পারেন না। বিজেপিকে আনুন, গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে।‘

CM Yogi Adityanath LIVE: ‘আত্মনির্ভর ভারতের কথা বলছেন মোদি, বাংলায় কুটিরশীল্প ভেঙে পড়েছে‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আত্মনির্ভর ভারতের কথা বলছেন মোদি। আর বাংলায় কুটিরশীল্প ভেঙে পড়েছে।‘

CM Yogi Adityanath LIVE: ‘বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে আইন হয়েছে, বাংলায় শুধু তোষণ-রাজনীতি। বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে।‘

CM Yogi Adityanath LIVE: ‘আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি প্রকল্প কেন চালু হল না?‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্প কেন চালু হল না? কিষাণ সম্মান নিধি কেন চালু হল না?‘

CM Yogi Adityanath LIVE: ‘হিংসার ভূমি হয়ে উঠেছে বাংলা‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘হিংসার ভূমি হয়ে উঠেছে বাংলা। বাংলা পরিবর্তনের ভূমি। বাংলার ঐতিহ্য ফিরয়ে আনতে হবে।‘

CM Yogi Adityanath LIVE: ‘রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জয় শ্রীরাম বললে বাধা কেন? রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই।‘

CM Yogi Adityanath LIVE: ‘এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে। এখানে কেন্দ্রের প্রকল্প চালু হয় না। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়।‘

CM Yogi Adityanath LIVE: ‘দেশের প্রথম নোবেল এনে দিয়েছিল বাংলা‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের প্রথম নোবেল এনে দিয়েছিল বাংলা। বাংলা আগে দেশকে দিশা দেখাত, নেতৃত্ব দিত। ‘

CM Yogi Adityanath LIVE: ‘সনাতন সংস্কৃতির পীঠে পরিবর্তন আনতে হবে‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা।‘

প্রেক্ষাপট

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করবেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দু পাশাপাশি, গাজোলে আজ উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সমাপ্তি। মঞ্চে যোগী আদিত্যনাথের সঙ্গে থাকবেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, অর্জুন সিংহ, সায়ন্তন বসু, হিরণ চট্টোপাধ্যায়রা। যোগীর সভামঞ্চের এলাকায় আজ সকালে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.