Yogi Adityanath Malda Visit LIVE ‘বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে‘, মালদায় আদিত্যনাথ

UP Chief Minister Yogi Adityanath Malda Visit LIVE updates BJP Rally: গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Mar 2021 02:39 PM

প্রেক্ষাপট

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করবেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দু পাশাপাশি, গাজোলে আজ উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সমাপ্তি। মঞ্চে যোগী আদিত্যনাথের...More

CM Yogi Adityanath LIVE: ‘কিছু মানুষ দেশের একতাকে ভাঙার চেষ্টা করছেন‘, মালদায় আদিত্যনাথ

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের একতার প্রতীক গঙ্গা। সেই পবিত্র গঙ্গা এরাজ্য এসে সাগরে মিশছে। কিছু মানুষ দেশের একতাকে ভাঙার চেষ্টা করছেন।‘