Suvendu Rally LIVE: ‘বুয়া-ভাতিজাকে হারাতে মাঠে নেমেছি, পিসি-ভাইপোর সরকার আর ফিরবে না’,খড়দার জনসভায় শুভেন্দু

Suvendu Adhikari Rally LIVE Updates: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হলে আগামী ১০০ বছর রাজ্যের বিদ্যুৎ সমস্যা থাকবে না। কিন্তু তা মানতে রাজি নন দিলীপ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Dec 2020 06:48 PM

প্রেক্ষাপট

 কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি বলে মনে করছেন। কাকে কী দেবেন, নিজে ঠিক করছেন, জমি-বাড়ি জায়গা ইচ্ছেমত দিয়ে দিচ্ছেন, আবার ফেরত নিয়েও নিচ্ছেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরো দখল হয়ে...More

শুভেন্দু আরও বলেছেন, ‘ভাইপো বলছে, লজ্জা করে না বাড়িতে ফোটাতো পারনি।
আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাব। সব গাড়িতে মণ্ডল মার্কা ছাপ।
কয়লা, গরু পাচার, অমিত শাহ টাইট করে দিয়েছেন। অমিতজি যা বলে গেছেন, এবার ২০০ পার। চাকরি নেই, এসএসসি, টেট পাস করেও চাকরি নেই। গোটা বাংলাটাকে একেবারে রসাতলে নিয়ে গেছে তৃণমূল। মানুষ পরিবর্তনের আরেকটা পরিবর্তন চাইছে।রাজ্যে চাকরি চাই, কেন্দ্রের কৃষক সম্মান বাংলা পায় না কেন?
সাড়ে ৯ বছর পরে মনে পড়েছে, যমের দুয়ারে সরকার। এর আগে সাড়ে ৩ কোটির স্বাস্থ্যসাথীর কার্ড। পাড়ায় পাড়ায় সমাধান, ভাঁওতাবাজির নতুন নাম।’