WB Election 2021 LIVE: আপাতত রাজনীতি থেকে বিদায় নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানালেন লক্ষ্মীরতন শুক্ল

West Bengal Assembly Election 2021 LIVE Updates: ট্য়াংরায় বাঁশ, বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হল বিজেপি নেতাকে। অভিযোগ তৃণমূলের দিকে। তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি করেছে বিজেপি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Jan 2021 11:12 PM
শুভেন্দু অধিকারীর পর এবার মন্ত্রিত্ব ও সাংগঠনিক পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, একাধিক পদে থাকলেও তিনি কাজ করতে পারছিলেন না। ইস্তফা গ্রহণ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীরতন খেলার জগতে ফিরতে চেয়েছেন।
সোমবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার আলিপুরদুয়ারে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য দলের অভ্যন্তরীন ফাটল ভরানো। দুপুরে পুজো দিলেন তিস্তা কালীবাড়িতে। তৃণমূল সাংসদের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক লক্ষ্মীরতন শুক্ল। ‘সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি। মন্ত্রী হওয়া সত্ত্বেও দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা। ৬ মাস আগে শহর সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটি তৈরির জন্য নেতৃত্বকে তালিকা পাঠিয়েছিলাম। কোনও কমিটি তৈরি হয়নি, হয়নি ব্লক সভাপতিও বদলও। মানুষ ভোট দিয়েছে, পুরো মেয়াদ বিধায়ক থাকব। মানুষের রায়কে সম্মান জানিয়ে বিধায়ক পদে ইস্তফা নয়। ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে বেশি সময় মনোনিবেশ করতে চাই।’ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল।
‘মিছিলে অনুপস্থিত থাকার জন্য বিজেপির ক্ষমা চাইছি। শারীরিক অসুস্থতার কারণেই মিছিলে যেতে পারিনি। যদি অন্য কারণে না যেতাম তবে জানিয়ে দিতাম। কেউ কেউ সংশয় তৈরি করার চেষ্টা করছে। কেউ কেউ বলেছে, শোভনের মিছিল, আমার নাম নেই। শোভনের মিছিল হলেও আমি যেতাম। কারণ আমি বিজেপির একজন কর্মী। দল সুনির্দিষ্টভাবে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিতে পিছপা হইনি। এটাই প্রথম বা শেষ মিছিল নয়। এরপরেও বহু মিছিল হবে, আমাদের দেখা যাবে। আমাদের নামে মিছিল বলেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’ এবিপি আনন্দকে জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
ফের মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। পরপর চারটি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব। অসুস্থ থাকায় অনুপস্থিত, ঘনিষ্ঠমহলে জানালেন রাজীব। অরূপ রায়, সুজিত বসু, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ- রাজ্যের আরও ৪ মন্ত্রীও মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত। ‘করোনার জন্য আসতে পারেনি উত্তরবঙ্গের মন্ত্রীরা।’ কলকাতায় নেই দমকলমন্ত্রী সুজিত বসু, খবর নবান্ন সূত্রে।
মন্ত্রিত্ব সহ তৃণমূলের সব পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। থাকবেন বিধায়ক পদে। খেলার প্রয়োজনে সরতে চান রাজনীতি থেকে, জানিয়েছেন চিঠিতে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে লক্ষ্মীরতন শুক্লর এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। তবে, এতে দলের কোনও ক্ষতি হবে না। মন্তব্য সমবায়মন্ত্রী অরূপ রায়ের।
'মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করুন, দলের লোকেরা তাঁকে ভরসা করছে না কেন'





তৃণমূল যখন দল ভাঙিয়ে লোক নিয়েছে তখন কারও পদত্যাগ করায়নি। কংগ্রেসের বিধানসভার সদস্য হয়ে গেল তৃণমূলের নেতা। মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করুন, তাঁর ওপর দলের লোকেরাই ভরসা করতে পারছে না কেন। বললেন সিপিএমের সুজন চক্রবর্তী।
তাঁর দাবি, অন্য কোনও দলে যাচ্ছেন না। রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন।
ইস্তফা দিলেন লক্ষ্মীরতন শুক্ল





মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছ্ন পদত্যাগপত্র। তবে তৃণমূল বিধায়ক পদ ছাড়ছেন না বলে তিনি জানিয়েছেন। বলেছেন, রাজনীতি থেকে অবসর নিতে চান।
পাণ্ডবেশ্বরে তৃণমূল উপ প্রধানের বাড়ি বোমাবাজি




পাণ্ডবেশ্বরে তৃণমূল উপ প্রধানের বাড়িতে বোমাবাজি। গতকাল রাতে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা বলে অভিযোগ করেছেন তৃণমূল উপ প্রধান। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। হামলার কারণ খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
মৃত বিজেপি কর্মীর মূর্তি ভাঙা নিয়ে বর্ধমানে উত্তেজনা





বিজেপি কর্মীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কাঁকসায় উত্তেজনা ছড়াল। ২০১৮ সালে খুন হন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সম্প্রতি নিহত বিজেপি কর্মীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বিজেপির অভিযোগ, গতকাল রাতে সেই মূর্তি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
গ্রেফতার মুকুল ঘনিষ্ঠ নেতা সুনীল সোরেন





সিউড়ির বাড়ি থেকে গ্রেফতার হলেন বিজেপি যুব মোর্চার নেতা সুনীল সোরেন। তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুরনো খুনের মামলায় গতকাল তাঁকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ।

ফের জেলায় ধাক্কা তৃণমূলের, পূর্ব মেদিনীপুর ব্লক সভাপতির ইস্তফা





ফের ধাক্কা খেল রাজ্যের শাসক দল। পটাশপুর-২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি ও আড়গোয়াল অঞ্চল তৃণমূলের সভাপতি অপরেশ সাঁতরার পর এবার দলীয় অঞ্চল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নীলমাধব দাস অধিকারী। ইস্তফা দেওয়ার পর দলীয় কর্মীদের উপর ক্ষোভ উগরে দিলেন নীলমাধব দাস, বলেন, বহু সমস্যার মধ্যে ছিলাম। দলের কর্মীদের জানানো সত্ত্বেও কোনও সহযোগিতা পাইনি তাই দল ত্যাগ করলাম। মিটিং-মিছিল করলেও কার্যত বলা হচ্ছে না আমাকে, জানতেও পারছি না। তবে আগামী দিনে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন এখনও আমি এসব নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি,আগের সমস্ত আমার পদ ছেড়ে দিই, তারপর বিবেচনা করব ।
অনাস্থা আনতে ৩০ বিধায়ক দরকার, বিজেপির আছে? প্রশ্ন সৌগতর





অনাস্থা আনতে দরকার ৩০ বিধায়ক। ওঁর কাছে তা আছে না কি? কংগ্রেস-সিপিএমের সঙ্গে মিলে অনাস্থা আনবেন না কি? প্রশ্ন সৌগত রায়ের।
কৃষক আন্দোলন কৃষকদের হাতে নেই, ফড়ে-দালালদের হাতে চলে গিয়েছে, বললেন দিলীপ ঘোষ





ওখানে যারা আন্দোলন করছে তারা কোনও সমস্যা সমাধানের জন্য আন্দোলন করছে না। আন্দোলন কৃষকদের হাতে নেই। ফড়ে, দালাল এবং মাওবাদীদের হাতে চলে গিয়েছে। যদি সত্যি কৃষকদের আন্দোলন হত তাহলে সারা ভারতে প্রভাব পড়ত। পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। যাঁদের আন্দোলনের লগ্নে জন্ম, তাঁরা তো কলকাতায় থাকেন, কেন দু চার হাজার কৃষক নিয়ে আন্দোলন করতে পারছেন না। সারা দেশের কৃষক কিষাণ সম্মান নিধি পেয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখেন। বললেন দিলীপ ঘোষ।
দেরিতে হলেও সৎ বুদ্ধি হয়েছে, কৃষক সম্মান নিধি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের





দেরিতে হলেও সৎ বুদ্ধি হয়েছে, ভাল। বিদায়ের সময় যদি কৃষকদের জন্য কিছু ব্যবস্থা করে দেন তাহলে তাঁদের আশীর্বাদ পাবেন। কৃষক সম্মান নিধি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

মুখ্যমন্ত্রী কি স্বাস্থ্যসাথী পাওয়ার যোগ্য? প্রশ্ন দিলীপের





উনি কি স্বাস্থ্যসাথী পাওয়ার জন্য যোগ্য নাকি? আমরা দেখেছি নোটবন্দির সময় রাহুল গাঁধী লাইনে দাঁড়িয়েছিলেন টাকা তোলার। মানুষ বোঝে এই সব নাটক। দুয়ারে সরকার কর্মসূচিতে লাইনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া প্রসঙ্গে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

বিজেপি অনাস্থা আনতে পারে তৃণমূল সরকারের বিরুদ্ধে: দিলীপ





বিধানসভার অধিবেশন ডাকতে হলে অনেক ভেবেচিন্তে ডাকুন। বাম-কংগ্রেস আগেই অনাস্থা প্রস্তাবের কথা বলেছে। আমরাও অনাস্থা প্রস্তাব আনতে পারি। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
ট্যাংরায় বিজেপি নেতাকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের





রাজু চৌধুরীকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতার দাবি, থানায় ফোন করা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের দাবি, এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়া ও স্থানীয় ক্লাবের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। সেইসমস্ত কারণে হামলা কিনা, খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর।
মঙ্গলবার সকালের খবর


ট্যাংরায় বিজেপি নেতাকে প্রচণ্ড মার, অভিযুক্ত তৃণমূল





ট্যাংরায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ দিয়ে মারার পর, বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। আক্রান্ত নেতা বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের সহ সভাপতি রাজু চৌধুরী। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, মারধরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি চোখ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিজেপির উপর হামলার অভিযোগে উত্তপ্ত দমদম। সেন্ট মেরিজ স্কুলের সামনে বিজেপির উপর ‘হামলা’ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির উপর হামলার অভিযোগ। এখনও পর্যন্ত মেলেনি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া।ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। অশান্তির ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছিল রাস্তা। এখন যান চলাচল শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের সমর্থকদের পথ আটকানো হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে দিলীপ ঘোষের সভা করার কথা ছিল। তাঁর সভা শেষ হয়েছে।
টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র বাজকুল কলেজ। কলেজের সামনে পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ। বাজকুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাইকে আগুন।পথ অবরোধ টিএমসিপির।
দু’পক্ষের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ
সভার আগেই বিজেপির মঞ্চ-মাইক খুলে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা, দু’পক্ষের হাতাহাতি। প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ বিজেপির।
টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক অবরোধ।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
বিজেপির উপর হামলার অভিযোগে উত্তপ্ত দমদম। সেন্ট মেরিজ স্কুলের সামনে বিজেপির উপর ‘হামলা’।তৃণমূলের বিরুদ্ধে বিজেপির উপর হামলার অভিযোগ।
ভোটের আগেই ব্রিগেডের প্রস্তুতি বাম-কংগ্রেসের।ফেব্রুয়ারি শেষ কিংবা মার্চের শুরুতে সমাবেশের প্রস্তুতি। ব্রিগেডের সভায় রাহুলকে আনতে চান বাম নেতৃত্ব
রাজ্য বিজেপির সদর দফতরে বিজেপি কার্যালয়ে শোভন চট্টোপাধ্যায় –বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে বরাদ্দ ঘরে তালা পড়ল। এদিন আলিপুরের মিছিলে আসেননি শোভন ও বৈশাখী। যদিও আলিপুর থেকে এদিনের রোড শো হওয়ার কথা ছিল কলকাতার প্রাক্তন মেয়রের বিজেপির হয়ে প্রথম রাজনৈতিক কর্মসূচী। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শোভন ও বৈশাখীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কেন তাঁরা কেন এলেন না, তা জানা নেই।
চারদিনের সফরে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়িতে অভিষেকের কর্মিসভা । কাল ও পরশু কোচবিহার-জলপাইগুড়িতে কর্মিসভা। বৃহস্পতিবার গঙ্গারামপুরে অভিষেকের জনসভা।দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। উত্তরকন্যায় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।জেলার ২২ জন নেতাকে তলব, হাজির ১৯ জন।
শুভেন্দু বলেছেন, আগের ভোটে হাফ, এবারের ভোটে তৃণমূল সাফ।সবুজ সাথীর সাইকেলেও কাটমানি নেয় তৃণমূল। আমার সঙ্গে বিজেপির ডিল হয়েছে, বাংলাকে পুনরুদ্ধারের। মোদিকে তুইতোকারি, নাড্ডাকে বলা হচ্ছে গাড্ডা। এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তোলাবাজ ভাইপো সবকিছুতেই কমিশন নেয়।’
শুভেন্দু বলেছেন, আমি যেখানেই সভা করছি, সেখানেই পাল্টা সভা করছে। বাংলাকে মোদির হাতে তুলে না দিলে, রাজ্য এগোবে না।অনেকে বলছে বিজেপির সঙ্গে শুভেন্দুর ডিল হয়েছে। ডিল হয়েছে বেকাররা চাকরি পাবে, ফি বছর এসএসসি পরীক্ষা হবে। যারা কৃষক আইনের বিরুদ্ধে বড়বড় কথা বলছেন। তারা কৃষক আইনটা ভাল করে পড়েও দেখেননি।স্বাস্থ্যসাথীর ফাঁদে পা দেবেন না, কিছুই পাবেন না।’
শুভেন্দু বলেছেন, ‘এক দিনে ২টো সভা হলে মানুষ দেখবে বিজেপিতে কত ভিড়, আর তৃণমূলের সভায় কত ভিড়। ২০১১ পর্যন্ত শহীদ বেদিতে মালা দেওয়ার সময় হয়নি। যারা ঘরে ঢুকে গিয়েছিল, তাদের আমি অক্সিজেন দিয়েছিলাম। ‘আজ তারাই ভাঙা সাইকেল ছেড়ে গাড়িতে চাপছে, হাতে দামী ঘড়ি।’
ছোট আঙারিয়া দিবস উপলক্ষ্যে গড়বেতায় সভা শুভেন্দু অধিকারীর সভা। ভাষণ দিচ্ছেন শুভেন্দু। উপস্থিত ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুণার হেমব্রম। মঞ্চের সামনে বানানো হয়েছে শহিদ বেদি। সেখানে শ্রদ্ধা জানাবেন বিজেপির নেতা-কর্মীরা। ২০০১ সালের পর থেকে এতদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্ব শুধুমাত্র তৃণমূলই এই অনুষ্ঠান আয়োজন করত। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর সভা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সভা করবে তৃণমূল কংগ্রেস। থাকবেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।
বিজেপির মিছিলে নেই শোভন-বৈশাখী। কাটল না জট, এলেন না শোভন-বৈশাখী। আলিপুর থেকে কৈলাস-মুকুল-অর্জুনের রোড শো।পুলিশের মৌখিক অনুমতি মেলার দাবি বিজেপির। খিদিরপুরের বিজেপির মিছিলের পথে তৃণমূলের মঞ্চ। ঢিল ও জুতো ছোঁড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে এড়ানো গেল অপ্রীতিকর পরিস্থিতি।
শুভেন্দু বলেছেন, ‘এক দিনে ২টো সভা হলে মানুষ দেখবে বিডেপিতে কত ভিড়, আর তৃণমূলের সভায় কত ভিড়। ২০১১ পর্যন্ত শহীদ বেদিতে মালা দেওয়ার সময় হয়নি। যারা ঘরে ঢুকে গিয়েছিল, তাদের আমি অক্সিজেন দিয়েছিলাম। ‘আজ তারাই ভাঙা সাইকেল ছেড়ে গাড়িতে চাপছে, হাতে দামী ঘড়ি।’
বিজেপির মিছিলের যাত্রাপথেই তৃণমূলের মঞ্চ। তৃণমূলের মঞ্চ থেকে বিজেপির মিছিলে ঢিল, জুতো ছোঁড়ার অভিযোগ। ওয়াটগঞ্জে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা।
পুলিশের লিখিত অনুমতি ছাড়াই বিজেপির মিছিল। বিজেপির মিছিলে এখনও নেই শোভন-বৈশাখী।হেস্টিংস, আলিপুর থেকে মুরলীধর সেন লেন। হেস্টিংস থেকে বিজেপির বাইক ‍মিছিল আসছে আলিপুর। বৈশাখীর পরে এবার শোভনও মিছিলে অনিশ্চিত। যাচ্ছেন না বিজেপির মিছিলে, জানালেন বৈশাখী।শোভনকে রাজি করাতে বাড়িতে বিজেপি নেতারা।‘বিকল্প রুট দিয়ে হতে পারে শোভনের রোড শো’, বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানাল পুলিশ।কোন রুট দিয়ে যাবে শোভনের রোড শো? এখনও আলোচনা করছে বিজেপি নেতৃত্ব
বিজেপি নেতারা বোঝাচ্ছেন, শোভন অনড়





বৈশাখী জানিয়ে দিয়েছেন, তিনি মিছিলে থাকবেন না। শোভনের বাড়িতে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিল্লির নেতৃত্বও ফোন করে বোঝানোর চেষ্টা করছে তাঁকে।
রোড শো-য় হয়তো থাকছেন না শোভনও





বিজেপির রোড শো-য় অনিশ্চিত শোভন চট্টোপাধ্যায়। সম্ভবত, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে বিজেপির আপত্তির জেরেই তিনিও পিছিয়ে আসতে পারেন। তবে এ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ছোট আঙারিয়া দিবস: আজ গড়বেতায় শুভেন্দু, তৃণমূলের পাল্টা কর্মসূচি





ছোট আঙারিয়া দিবসে গড়বেতায় সভা শুভেন্দু অধিকারীর। একই জায়গায় কর্মসূচি রয়েছে তৃণমূলেরও। বিজেপিতে যাওয়া অধিকারী-রায়েরা সব মীরজাফর, নাম না করে শুভেন্দু-মুকুলদের আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? প্রশ্ন অনুরাগ ঠাকুরের





সৌরভকে দেখতে এসে কলকাতায় পা রেখেই বহিরাগত ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ‘পশ্চিমবঙ্গ কী ভারতের বাইরে? কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতায় কেন বহিরাগত হবেন? প্রশ্ন অনুরাগের।
বৈশাখী নিজেই জানালেন, তিনি রোড শো-এ থাকবেন না






পার্টি তাঁকে ইঙ্গিতে জানিয়ে দেয়, বৈশাখী নন, একা শোভন রোড শো করবেন। ৩ মাস পর শোভন রাস্তায় নামছেন, সেখানে তাঁরও থাকার কথা ছিল, কেন তিনি থাকছেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, রাজ্য বিজেপি তাঁদের বলে দিয়েছে, এটা শুধু শোভন চট্টোপাধ্যায়ের রোড শো।
তোলা দিতে নারাজ, বেলঘরিয়ায় দোকানদারের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে






বেলঘরিয়ায় টাকা দিতে অস্বীকার করায় এক দোকান মালিককে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে গতকাল রাতে বেলঘড়িয়ার কামারহাটিতে ১৭ নম্বর ওয়ার্ডে। দোকান মালিক গোবিন্দ দাশগুপ্তর অভিযোগ, তিনি সম্প্রতি তেলেভাজার দোকান দেওয়ার পর তাঁর কাছে তোলা চায় স্থানীয় তৃণমূল কর্মী গুল্লু সিং। তিনি তা দিতে অস্বীকার করলে গতকাল রাতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ, সেই সময় দোকান মালিককে বাঁচাতে এসে এক বিজেপি কর্মীও আক্রান্ত হন। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের দলের কেউ নয়।
আসানসোলে গুলি চলল বিজেপি রাজ্য কমিটির সদস্যের ওপর






পশ্চিম বর্ধমানের আসানসোলে হীরাপুর থানা এলাকায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ওপর হামলা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। বিজেপি সূত্রে খবর, কলকাতা থেকে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন কৃষ্ণেন্দু। তাঁর বাড়ির কাছে হামলা হয়। কৃষ্ণেন্দুর গাড়ির চালক যখন দরজা খুলতে যাচ্ছেন, সেই সময় দু’জন দুষ্কৃতী ছুটে এসে ২ রাউন্ড গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এলে ২ দুষ্কৃতী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। বিজেপি নেতার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সোমবার সকালের খবর:

ভর্তি হাসপাতালে, মালদায় বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি






মালদার সামসিতে গতকাল রাতে শ্যুটআউটের ঘটনা ঘটল। রাস্তার মধ্যে বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি লক্ষ্য করে চালানো হল এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ সাবেক আলি নামে বিজেপির ওই মণ্ডল সভাপতিকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁর হাতে গুলি লেগেছে। বিজেপি সূত্রে খবর, মালদার রতুয়া থেকে দলীয় বৈঠক সেরে ফেরার পথে গতকাল রাত সাড়ে ১০ নাগাদ ওই হামলা হয়। সামসি এলাকায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
শোভন-বৈশাখীর রোড শো-র অনুমতি দিল না পুলিশ। রোড শো-র রুট বদলেও পুলিশের অনুমতি মিলল না। ‘সপ্তাহের প্রথম দিন রোড শো হলে যান চলাচল স্তব্ধ হতে পারে। ‘যান চলাচল স্বাভাবিক রাখতে রোড শো-তে অনুমতি নয়।’ রোড শোয়ের প্রথম রুট ছিল আলিপুর-বিজেপির রাজ্য দফতর। রুট বদলে হয় খিদিরপুর থেকে বিজেপির রাজ্য দফতর।
নদিয়ার চাকদায় বিজেপি নেতার হাত কেটে নিল দুষ্কৃতীরা। অভিযোগ, গতকাল রাতে বাড়ির কাছেই চাকদা বিধানসভার ১৯ নম্বর বুথের বিজেপি সভাপতির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে আজ শিমুরালি বাজারে পথ অবরোধ করে বিজেপি। তৃণমূলের দাবি, এটি দুঃখজনক ঘটনা, বিজেপি এটা নিয়েও রাজনীতি করছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
পুরুলিয়ায় সরকারি হোমে যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনে নামল বিজেপি। তাদের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিমুলিয়ায়। হোমে যাওয়ার পথে সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোর্তিময় সিংহ মাহাতোকে আটকাল পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদরা। এরপর ব্যারিকেড ভেঙে তাঁরা পৌঁছে যান হোমের গেটে। ফের বাধা দেয় পুলিশ। এরপর সেখানেই ধর্নায় বসে পড়েন দুই বিজেপি সাংসদ।
দক্ষিণ কলকাতায় পিসি-ভাইপোর কোম্পানি চলছে। ওরা জেলাকে দূরে সরিয়ে দিয়েছে। ঝাড়গ্রামের সভা থেকে এভাবেই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।
বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনও জায়গা নেই। ভোট মিটে গেলে এদের আর দেখা পাবেন না। এভাবেই মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিকে কটাক্ষ করলেন ত্বহা সিদ্দিকি।
খড়দায় তৃণমূলের মিছিল। সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র সহ মিছিলের নেতৃত্বে জেলা নেতৃত্ব।
Dilip Rally LIVE: 'মাওবাদী নেতাদের জেল থেকে ছাড়িয়ে এনে ভোটে জেতার চেষ্টায় তৃণমূল', ঝাড়গ্রামের জনসভায় দিলীপ




Dilip Speaks: ‘বিরসা মুণ্ডার মূর্তি নিয়েও জঙ্গলমহলকে অপমান করেছে। মাওবাদী নেতাদের জেল থেকে ছাড়িয়ে আনা হচ্ছে। তাঁদের দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে তৃণমূল।’



‘জঙ্গলমহলের মানুষকে ফের বোকা বানানোর চেষ্টা করছে। জঙ্গলমহলের মানুষের জন্য কিছু করেননি মমতা।’



‘পুলিশ তৃণমূলের তাবেদার হয়ে কাজ করছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অকারণে মামলা করছে। ক্ষমতায় এলে একমাসের মধ্যে সব মামলা তুলে নেব। এই অত্যাচারের প্রতিকার করবে বিজেপি।



‘ভোটের সময় পুলিশকে বুথের কাছে যেতে দেব না। বুথের ১০০ মিটার দূরে বসিয়ে রাখব। ভোট করবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের কিছু নেই।’
Dilip Rally LIVE: 'দিদির,ভাইদের পরিবর্তন হয়েছে, বাংলার হয়নি', ঝাড়গ্রামের জনসভায় দিলীপ




Dilip Speaks: ‘বিজেপি সরকারে এলে জঙ্গলমহলের যুবকরা চাকরি পাবে। বাংলার যুবকদের আর বাইরে যেতে হবে না।’



‘দিদির পরিবর্তন হয়েছে, ভাইদের পরিবর্তন হয়েছে। বাংলার কোনও পরিবর্তন হয়নি।’
Dilip Rally LIVE: 'অখণ্ড মেদিনীপুরের ৩৫টি আসনেই জিতবে বিজেপি', ঝাড়গ্রামের জনসভায় দিলীপ




Dilip Speaks: ‘অখণ্ড মেদিনীপুরের ৩৫টি আসনেই জিতবে বিজেপি। বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।’



‘বিজেপি গরিবের সরকার, প্রধানমন্ত্রী গরিবের প্রতিনিধি। কেন্দ্র সরকার গরিবের ঘরে ২ টাকা কেজির চাল দিচ্ছেন। শৌচালয় তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’



‘লকডাউনে কেন্দ্রের দেওয়া রেশনেও কাটমানি খেয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজেদের লোকদের দিচ্ছেন, আর কেউ পাচ্ছে না।’
Dilip Rally LIVE: 'নতুন বছরে করোনার মতই তৃণমূল ভাইরাসও চলে যাবে', ঝাড়গ্রামের জনসভায় দিলীপ




Dilip Speaks: ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল কংগ্রেসের তুমুল সমালোচনা করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘নতুন বছরে করোনার মতই তৃণমূল চলে যাবে। তৃণমূল সংক্রামক ভাইরাস, অনেক ক্ষতি করেছে। মে মাসের পর তৃণমূল আর থাকবে না।’



‘মমতা বলেন জঙ্গলমহল হাসছে, আমরা হাসি দেখি না। জঙ্গলমহল থেকে যুবক-যুবতী অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজ জঙ্গলমহলের ভূমিপুত্ররা পরিবর্তন করতে এসেছে।’

Suvendu Rally LIVE: 'বিজেপির সঙ্গে আমার উন্নয়নের ডিল হয়েছে', ঝাড়গ্রামের জনসভায় শুভেন্দু




Suvendu Speaks: ‘কেন্দ্রের টাকা তৃণমূল তছরুপ করেছে, তার জবাব দিতে হবে। কেন্দ্রের প্রকল্প নাম বদলে বাংলার নামে চালানো হচ্ছে। আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দিচ্ছে না তৃণমূল।’



‘কৃষক সম্মান যোজনার বাংলার কৃষকরা পাচ্ছেন না। এর জবাব বিধানসভা ভোটে দিতে হবে।’




‘তৃণমূল বলছে আমার সঙ্গে বিজেপির ডিল হয়েছে। বিজেপির সঙ্গে আমার উন্নয়নের ডিল হয়েছে।’



‘তোলাবাজ ভাইপো বলায় তৃণমূলের গায় লেগেছে। লালা, এনামুল তৃণমূল, এরা গরু-বালি চুরি করেছে। সুবর্ণরখা থেকে বালি চুরি করে বিক্রি করে দিচ্ছে।’
Suvendu Rally LIVE: 'মেদিনীপুরের দিলীপ-শুভেন্দু বাংলায় পদ্ম ফোটাবে', ঝাড়গ্রামের জনসভায় বললেন শুভেন্দু




Suvendu Speaks: ‘ঝাড়গ্রামে ৪ আসনেই তৃণমূলকে হারাতে হবে। জঙ্গলমহলে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে কী করেছি আপনারা জানেন। মেদিনীপুরের দিলীপ-শুভেন্দু বাংলায় পদ্ম ফোটাবে।



‘দিল্লি ও বাংলায় এক দলের সরকার থাকবে। মোদির নেতৃত্বে বিজেপি বাংলায় সরকার গড়বে।’

WB Elections 2021: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন আরও ১৬ সাংসদ, চাঞ্চল্যকর দাবি সুনীল মণ্ডলের




তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন আরও ১৬ জন সাংসদ। কাঁকসার চা-চক্রে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সাংসদ সুনীল মণ্ডল।


এদিন তৃণমূলত্যাগী সাংসদ দাবি করেছেন, ভোটের ফল বেরোলে দেখা যাবে, তৃণমূল নেমে গিয়েছে ৩ নম্বরে।



পাশাপাশি, সুনীল মণ্ডল জানান, তাঁর উপর হামলার ঘটনা ঘটায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আরও বেশি নিরাপত্তার দাবি জানিয়েছেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Elections 2021: পাহাড়ের কর্তৃত্ব কার হাতে? টানাপোড়েন মোর্চার দুই শিবিরের




পাহাড়ের কর্তৃত্ব কার হাতে? এনিয়ে টানাপোড়েন চলছে মোর্চার দুই শিবিরের মধ্যে। সাড়ে তিন বছর পর পাহাড়ে ফিরেছেন বিমল গুরুঙ্গ। এর মাঝেই বিমল গুরুঙ্গের বিরুদ্ধে পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার।



কার্শিয়ঙের জনতার নামে হাতে লেখা এই পোস্টারগুলিতে লেখা হয়েছে, কার্শিয়ঙের জন্য কিছুই করেননি বিমল গুরুঙ্গ। উল্টে তিনি কার্শিয়ং সম্বন্ধে অপমানজনক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়েছে পোস্টারে।
WB Elections 2021: যুবনেতাকে 'মারধর' দলেরই জেলা সভাপতির, তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে' উত্তপ্ত কোচবিহার




তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে ফের উত্তপ্ত কোচবিহার। যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।



গতকাল কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুরে দলীয় সভার আয়োজন করেন তৃণমূলের অঞ্চল সভাপতি নিমাই দে। অভিযোগ, সভা শেষে হামলা চালায় জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীরা।



অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজনকে তারা মারধর করে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি রয়েছেন ২ যুব তৃণমূল কর্মী। জেলা পরিষদের তৃণমূল সদস্যও জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Elections 2021: পটাশপুরে বিজেপি কর্মীকে 'পিটিয়ে খুন' তৃণমূলের, মৃতদেহ আটকে বিক্ষোভ গেরুয়া শিবিরের




পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে সেলমাবাদ গ্রামে।



মৃতের নাম অমূল্য মণ্ডল। অভিযোগ, গতকাল তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয়। আহত হন ৮৫ বছরের অমূল্য মণ্ডল সহ ৩ জন বিজেপি কর্মী।



হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।
WB Elections 2021: সবংয়ে রাতভর বোমাবাজি, বিজেপি কর্মীর বাড়ি 'ভাঙচুর', অভিযুক্ত তৃণমূল




পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কেরুড় গ্রামে রাতভর বোমাবাজি। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। বোমাবাজি করা হয়, চলে ভাঙচুর। বিজেপি করায় হামলা চালানো হয় বলে অভিযোগ। সবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রেক্ষাপট

কলকাতা: ট্যাংরায় এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ দিয়ে মারার পর বন্দুকের বাঁট দিয়ে ওই নেতার মাথায় সজোরে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।


আক্রান্ত নেতার নাম রাজু চৌধুরী, তিনি বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের সহ সভাপতি। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, মারধরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর একটি চোখ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.