WB Election 2021 LIVE Updates: ‘সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়’, নাগরাকাটায় অভিষেক
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ‘আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?’ প্রশ্ন তৃণমূল সাংসদের
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার মেয়েকেই ভোটে জেতাতে হবে। ৫ বছরে অমিত শাহ, রাজনাথ সিংদের কবার দেখেছেন? বাংলার সংস্কৃতি জানে না, তাও সোনার বাংলা গড়তে চাইছে। পদ্মফুল জলে ডুবে গেছে। বিজেপি টাকা দিতে এলে নিয়ে নেবেন, ভোট তৃণমূলকে দেবেন।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি। আচ্ছে দিন কবে আসবে? কবে পাওয়া যাবে প্রতিশ্রুতির ১৫ লাখ। দিদি কিন্তু সব প্রতিশ্রুতিই পালন করেছেন।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নাগরাকাটার গর্জন শুনে যাও বিজেপি। আমাকে চমকে ধমকে কোনও লাভ নেই। বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছে বিজেপি। জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছে। উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘তুমি করলে সাধু, আমি করলে চোর? পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে, দলের ক্ষতি হয়নি। চোরেরা দল ছেড়েছে, বাঁচা গেছে।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মা দুর্গা, মহিলাদের যাঁরা অপমান করেন, তাঁদের বাংলা চায় না। আগে সোনার ভারত গড়ো, তারপর বাংলা নিয়ে ভাববে। কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি, আগে সেই উত্তর দাও।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।’
নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। ‘আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?’
পিএম কিষাণ প্রকল্প চালু হলেই ১৮ হাজার টাকা করে পাবেন’, লকডাউনে চুরি করা চাল দিয়ে ৫ টাকার খাবার, কোলাঘাট থেকে বিস্ফোরক শুভেন্দু
‘বাংলাকে বাঁচাতে ডবল ইঞ্জিন সরকার গড়ুন’, ‘তৃণমূলে উনি একাই সব, বাকিরা ল্যাম্পপোস্ট, একজন জয় শ্রীরাম বলে রেগে যাচ্ছেন’
‘আরেকজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন’ কটাক্ষ শুভেন্দুর।
‘ঋণ করে বাংলাকে দেউলিয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়’ কোলাঘাট থেকে অভিযোগ শুভেন্দু অধিকারীর
সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘গ্রামে ৩৪ লক্ষ বাড়ি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণ হয়েছে। ১০০ দিনের কাজে ১ কোটি ৭৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে।’
সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘নারীদের উন্নয়নে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিতে স্বনির্ভরতা আনতে হবে রাজ্যে। শুধু ত্যাগ স্বীকার করে সেবা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী পদে বিরোধীরা মুখ খুঁজে বেড়াচ্ছে। আমাদের একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়।’
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এদিন বীরভূমে রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা। জেলায় ইতিমধ্যেই ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আজ আরও এক কোম্পানি পৌঁছনোর কথা রয়েছে। বীরভূমের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ার কথা।
২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশের সমর্থনে পথে নামল দুই জোট সঙ্গী। হুগলির ডানকুনি থেকে চণ্ডীতলার কৃষ্ণরামপুর বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় পদযাত্রা। নেতৃত্বে সিপিএম নেতা মহম্মদ সেলিম ও কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আজ থেকে উত্তর ২৪ পরগনায় শুরু হচ্ছে সরকারি কর্মীদের প্রশিক্ষণ শিবির। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
ভোটের মুখে তৃণমূলের নতুন স্লোগান। বাংলার গর্ব মমতার পর এবার বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানের উদ্বোধন হবে আজ।
ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীর থেকে বিশেষ ট্রেনে দুর্গাপুরে পৌঁছল ১২ কোম্পানি সিআরপিএফ।
বেহালা পূর্বের বিধায়ক বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করল তৃণমূল। কৃষি আইন থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, একাধিক ইস্যুতে নিশানা করা হল নরেন্দ্র মোদীকে। সভা শেষে তৃণমূলের দাবি, বিধায়কের অনুপস্থিতি কোনও ফ্যাক্টর নয়, কর্মীরাই দলকে জেতাবে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কলকাতায় যে তিন কোম্পানি বাহিনী আসবে তাদের বিধাননগর, বারুইপুর, ডায়মন্ডহারবার, হুগলি, ব্যারাকপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শনিবার ১২ কোম্পানি সিআরপিএফ ঢুকছে রাজ্যে। এর মধ্যে তিন কোম্পানি বাহিনী নামবে বর্ধমান স্টেশনে। বাকি ৯ কোম্পানি বাহিনী নামবে কলকাতা স্টেশনে
প্রেক্ষাপট
ভোট ঘোষণার আগেই কাল রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারি মধ্যে আসবে মোট ১২৫ কোম্পানি বাহিনী। এরিয়া ডমিনেশন, রুটমার্চের জন্য ব্যবহার করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিল তৃণমূল। আজ থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের দোকানে তৃণমূলের বিক্ষোভ। আজ দক্ষিণ কলকাতায় প্রতিবাদ মিছিল। রবিবার মিছিল হবে বেহালা ও উত্তর কলকাতায়।
এদিকে, দুপুর একটায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে মতুয়া সভায় যোগ দেবেন দিলীপ ঘোষ। আজ বিকেলে বসিরহাটে পরিবর্তন যাত্রার সভায় অংশ নেবেন বিজেপি রাজ্য সভাপতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -