WB Election 2021 LIVE Updates: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব

West Bengal Assembly Election 2021 LIVE Updates:  উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী, দক্ষিণবঙ্গে বস্ত্রমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Feb 2021 07:11 AM
WB Election 2021 LIVE:রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব

রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব।রাজ্য বিজেপিতে পদ পেলেন বাণী সিংহ রায়, প্রবীর ঘোষাল, সুনীল মণ্ডল। কিছুদিন আগেই এই নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার তাঁদের দলে পদ দেওয়া হল।

WB Election 2021 LIVE:'খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি’

ভোটের দিন ঘোষণার ঠিক আগে ফের  তৃণমূলের বীরভূম জেলার সভাপতি  অনুব্রত  মণ্ডলের হুঙ্কার।  বললেন,  ‘খেলা হবে, সকালে-বিকেলে-রাতে খেলা হবে। খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি’।
‘খেলা হবে‘ স্লোগান তুলে ফের হুঙ্কার অনুব্রত মণ্ডলের

WB Election 2021 LIVE: আট দফায় ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি

 বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্যে আট দফায় ভোট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০১১ সালের পর গণতন্ত্রের পরিবেশ ফেরেনি।


বাংলায় দমবন্ধ পরিস্থিতি। এই পরিবেশ কারা তৈরি করেছে ?


মমতা মোদি-অমিত শাহের সমালোচনা করছেন। রাজ্যে যেভাবে তৃণমূল ভোট পরিচালনা করে...সেভাবেই নির্বাচন কমিশনকে পরিচালনা করতে চাইছেন মমতা।


বিভাজনের রাজনীতি তৃণমূলের। ডায়মন্ডহারবারে সভা করতে দেওয়া হয়নি বিজেপিকে। দক্ষিণ ২৪ পরগনায় মুক্তাঞ্চল। সেইজন্যই দক্ষিণ ২৪ পরগনার ভোট ভাগে ভাগে করার সিদ্ধান্ত।দক্ষিণ ২৪ পরগনায় চার বারে ভোট করলে ভাল হত’

WB Election 2021 LIVE: প্রচারের সময় কম পাওয়া যাবে:সেলিম

প্রচারের সময় কম পাওয়া যাবে, বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

WB Election 2021 LIVE: কীসের ভিত্তিতে এতগুলি দফায় ভোট, পরিষ্কার নয়, বললেন সৌগত

রাজ্যে আট দফায় ভোটের ঘোষণা নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাংসদ সৌগত রায় বলেছেন, কিসের ভিত্তিতে কমিশন এত দফায় ভোট করছে, তা পরিষ্কার নয়। এটা পশ্চিমবঙ্গকে অযৌক্তিক ও অবান্তরভাবে সন্দেহ করার সামিল। এত দফায় ভোট করলে বেশ কিছু সমস্যায় পড়তে হবে রাজ্যবাসীকে। স্কুল-কলেজ বন্ধ থাকবে। পরিবহণের ক্ষেত্রেও প্রভাব পড়বে। উন্নয়নমূলক কর্মসূচী তো থমকে যাবেই।

WB Election 2021 LIVE: পরিবর্তন যাত্রায় এসে স্কুটার চালালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় এসে স্কুটার চালালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গড়িয়া স্টেশন থেকে আজ যাত্রা শুরু করে বিজেপির পরিবর্তন রথ। স্মৃতি ইরানির সঙ্গে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। খেয়াদা হয়ে ভাঙড় পর্যন্ত গিয়ে শেষ হয় দক্ষিণ ২৪ পরগনার পরিবর্তন যাত্রা। এরপর বিজেপির পরিবর্তন রথ দমদমের উদ্দেশ্যে রওনা দেবে।

WB Election 2021 LIVE: মুর্শিদাবাদের লালবাগে শুভেন্দু অধিকারীর রোড শো

মুর্শিদাবাদের লালবাগে শুভেন্দু অধিকারীর রোড শো। সেখানেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূল পরিচালিত সুতি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাসাদুল হক ওরফে পিকু। এরপর বড়ঞায় জনসভা করবেন শুভেন্দু অধিকারী।

WB Election 2021 LIVE: জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় চলছে রুট মার্চ। বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় এদিন রুট মার্চ করেন সিআরপিএফ জওয়ানরা। আসানসোলের গোপালপুরে জি টি রোড ধরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পথচলতি মানুষজনের সঙ্গে কথা বলেন জওয়ানরা।

West Bengal Election 2021 LIVE:  ‘বাইরে থেকে লোক আসা কমলে, কমবে অপরাধ’, বললেন ব্রাত্য

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। তিনি বলেন, ‘কলকাতায় অপরাধ বিজেপি শাসিত রাজ্যের থেকে কম। বাইরে থেকে লোক আসা কমলে, কমবে অপরাধ।’

West Bengal Election 2021 LIVE:  ‘গুজরাতে ট্রিপল ইঞ্জিন সরকার, চলে মার্টিন রেলের মতো ঢিমেতালে’, বললেন ব্রাত্য

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। তিনি বলেন, ‘গুজরাতে ট্রিপল ইঞ্জিন সরকার, চলে মার্টিন রেলের মতো ঢিমেতালে।’

WB Election 2021 LIVE: রাজ্যে শুরু ভোটকর্মীদের টিকাকরণ

রাজ্যে শুরু হয়েছে ভোটকর্মীদের টিকাকরণ। বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন ২০০ করে ভোটকর্মীর টিকাকরণ হচ্ছে। সব ভোট কর্মীই টিকার দুটি করে ডোজ পাবেন। নির্বাচন কমিশনের তরফে প্রতিটি কর্মীর নাম নথিভূক্ত করা হয়েছে। নাম নথিভূক্ত করা হয়েছে কো-উইন অ্যাপের মাধ্যমে। কে কোন কেন্দ্রে যাবেন তার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী টিকা নিতে যাচ্ছেন ভোটকর্মীরা।

WB Election 2021 LIVE: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জগন্নাথ পুজো, সংকল্প করলেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জগন্নাথ পুজো, সংকল্প করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

WB Election 2021 LIVE: আজ বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক, ঘোষণা হতে পারে ভোট-নির্ঘণ্ট

আজ বিকেল সাড়ে চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট-নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

WB Election 2021 LIVE: বালুরঘাটে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী

আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুপুর আড়াইটে নাগাদ বালুরঘাট হাইস্কুলের মাঠে সভা শুরুর কথা রয়েছে। এরপর বালুরঘাট শহর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন রাজনাথ সিং। থানা মোড়ে শেষ হবে আজকের পরিবর্তন যাত্রা। এরপর বিকেলে বালুরঘাট বিমানবন্দর থেকে বিহারের পূর্ণিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে আজই ফিরে যাবেন দিল্লিতে। 

West Bengal Election 2021 LIVE:  আজ দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

আজ দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গড়িয়া স্টেশন এলাকা থেকে যাত্রা শুরু করবে বিজেপির পরিবর্তন রথ। স্মৃতি ইরানির সঙ্গে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। এদিন গড়িয়া স্টেশন থেকে খেয়াদা হয়ে ভাঙড় পর্যন্ত গিয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার পরিবর্তন যাত্রা। এরপর পরিবর্তন রথ দমদমের উদ্দেশ্যে রওনা দেবে। 

WB Election 2021 LIVE:   ভাঙড়ে তৃণমূলের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ 

পরিবর্তন যাত্রার আগে ভাঙড়ে তৃণমূলের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে সকালে এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শাসক শিবিরের অভিযোগ, গতকাল রাতে তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেয় বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। 

Rajnath in Bengal:  ২০১৯-এর লোকসভা ভোটে বালুরঘাট যায় বিজেপির দখলে

২০১৯-এর লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টিতে বিজেপি ও ৩টি তৃণমূল এগিয়ে রয়েছে। 

Rajnath in Bengal:  বালুরঘাটে রথযাত্রায় থাকবেন রাজনাথ

বিজেপি সূত্রে খবর, শুক্রবার বালুরঘাটে রথযাত্রায় থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।  পরে বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন। 

Rajnath in Bengal:  বালুরঘাটে জনসভা প্রতিরক্ষামন্ত্রীর

পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি কাল বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রেক্ষাপট

আজ রাজ্য সফরে দুই কেন্দ্রীয় মন্ত্রী। একদিকে দক্ষিণ দিনাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় অংশ নেবেন স্মৃতি ইরানি।


গতকাল রাজ্যে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় দফতর থেকে প্রচার পুস্তিকা উদ্বোধন করার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি ছিল তাঁর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.