WB Election 2021 LIVE: 'জয় শ্রীরাম' লেখা মাস্ক বিলি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা শেওড়াফুলিতে

West Bengal Assembly Election 2021 LIVE Updates: বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে বীরভূমে উত্তেজনা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2021 07:58 AM
WB Election 2021 LIVE: 'জয় শ্রীরাম' লেখা মাস্ক বিলি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা হুগলির শেওড়াফুলিতে

জয় শ্রীরাম লেখা মাস্ক বিলি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির শেওড়াফুলিতে।  গতকাল রাতে মাস্ক বিলির সময় অশান্তি ছড়ানোর অভিযোগে ২৪ জন বিজেপি ও আরএসএস কর্মীকে গ্রেফতার করে শেওয়াফুলি থানার পুলিশ।  পরে গভীর রাতে তাঁদের জামিনে ছাড়া হয়। পুলিশ সূত্রে দাবি, ওই কর্মসূচিকে কেন্দ্র করে বহু লোক জড়ো হয়। অশান্তি ছড়ানোর আশঙ্কায় পদক্ষেপ করে পুলিশ।  বিজেপির দাবি, পুলিশ বুঝতে পারে কেস দাঁড়াবে না, তাই ছেড়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিনা অনুমতিতে লোক জড়ো করে মাস্ক বিলি করছিল বিজেপি।   পুলিশ তাই পদক্ষেপ করেছে।

WB Election 2021 LIVE: বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে বীরভূমে উত্তেজনা

বীরভূমে আজই বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসার কথা।  তার আগে গতকাল রাতে দুটি ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি ও লাভপুরে উত্তেজনা ছড়াল।  তৃণমূলের অভিযোগ, পরিবর্তন যাত্রা উপলক্ষে গতকাল রাতে সিউড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা খুলে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। এক তৃণমূল কর্মী প্রতিবাদ করতে গেলে তাঁকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেন  বলে অভিযোগ।  ওই তৃণমূল কর্মীকে সিউড়ির জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।  অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়।   যদিও বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করেছে।  গতকাল রাতেই লাভপুরে বিজেপির বিরুদ্ধে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ করেছে তৃণমূল।  সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

WB Election 2021 LIVE: ঠাকুরনগরে সভা অমিতের, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরের মাঠেই অমিত শাহের জনসভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে মতুয়ারা। 

BJP Parivartan Yatra LIVE:  শুক্রবার কাকদ্বীপ থেকে পঞ্চম রথটির উদ্বোধনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনেই ঘুরবে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র এই রথ। শুক্রবার কাকদ্বীপ থেকে পঞ্চম রথটির উদ্বোধনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

BJP Parivartan Yatra LIVE: কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে রথ

কোচবিহার জেলায় মোট ৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটে সাতটিতে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি দুটিতে তৃণমূল। বৃহস্পতিবার কোচবিহার থেকে যে রথযাত্রা শুরু হচ্ছে তা জেলার নটি বিধানসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে।

প্রেক্ষাপট

কোচবিহার: আজ কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথটির উদ্বোধন করবেন অমিত শাহ।


বৃহস্পতিবার সকাল ১১টা ১০-এ কোচবিহার বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১১টা ২৫ মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টা নাগাদ রাসমেলার মাঠে পৌঁছবেন তিনি।


সেখানে বিজেপির তরফে বিশাল মঞ্চ করা হয়েছে। বক্তৃতা করার পর ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথের সূচনা করবেন অমিত শাহ। বুধবার সন্ধেয় গোটা প্রস্তুতি খতিয়ে দেখতে মেলার মাঠে পৌঁছন সায়ন্তন বসু, নিশিত প্রামাণিকরা।


গোটা কোচবিহার শহর মুড়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডাদের পোস্টারে। বিজেপি সূত্রে খবর,  রাসমেলার ময়দান থেকে উদ্বোধনের পর পরিবর্তন যাত্রার রথ পুণ্ডিবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ হয়ে ১৪ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে প্রবেশ করবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.