WB Election 2021 LIVE Updates: ‘সুভাষবাবু কেরিয়ারের কথা যদি ভাবতেন, কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’ নেতাজিকে স্মরণ অমিত শাহর
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহ বলেন,‘বিপ্লবীদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন এমন যুবা প্রজন্মই চাই। স্বাধীনতা আন্দোলনে অনেকে সর্বস্ব সঁপে দিয়েছেন। সবার বলিদানের জোরে আজ ভারত স্বাধীন। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উন্নতির শীর্ষে যাবে।’
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহ বলেন, ‘স্মরণ করা হচ্ছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়। কেরিয়ারের কথা যদি ভাবতেন সুভাষবাবু, কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহ বলেন, ‘স্মরণ করা হচ্ছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়।
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এই অনুষ্ঠানের পর একটি সাইকেল মিছিলেরও সূচনা করার কথা শাহর। জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহর মুখে উঠে এল নেতাজির অবদান বলেন, ‘অনেক চেষ্টা হয়েছিল দেশনায়কের অবদানকে ভুলিয়ে দেওয়ার। লোকপ্রিয় নেতা ছিলেন সুভাষচন্দ্র, গাঁধীজীর প্রার্থীর বিরুদ্ধে লড়েছিলেন। নেতাজির অবদানকে ভোলা যাবে না। তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী তাই কেন্দ্র পালন করছে।’
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ‘গ্যাস-তেলের দামবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। শনি-রবিবার জেলায় জেলায় মিছিল। কাল দক্ষিণ কলকাতায় মিছিল তৃণমূলের। যাদবপুর থানা থেকে হবে প্রতিবাদ মিছিল। রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে হবে মিছিল। তিনি জানান, ‘এই দামবৃদ্ধি প্রত্যাহারের দাবি করছে তৃণমূল।’
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। বলেন, ‘কৃষকদের নিয়ে কথা বলছেন, ঠ্যাঙাড়ে বাহিনী এনেছেন আন্দোলন ভাঙতে। বাংলার কৃষকবন্ধু প্রকল্পে সবাই সাহায্য পায়। মুখে কেন্দ্র বলে গো-রক্ষার কথা, আসলে ভালবাসে না কৃষকদের।’
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। বলেন, ‘আয়ুষ্মান ভারতের ২ বছর আগে চালু স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দিতে হয় রাজ্যকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ টাকা দেয় রাজ্য।’
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। বলেন, ‘প্রদীপের নীচে অন্ধকারের সেরা উদাহরণ গুজরাত। মহিলাদের নিয়ে কথা বলেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল আনেন না। বেটি বাঁচাও, বেটি পড়াও বলেন, বাজেটে বরাদ্দ লবডঙ্কা।’
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু। বলেন, ‘গুজরাত মূল বাজেটের ২ শতাংশ মাত্র বরাদ্দ করে শিক্ষাখাতে। গুজরাতে অনেক শিক্ষক পেনশন পান না। সেখান থেকে লোক এসে রাজ্যের শিক্ষকদের নিয়ে কথা বলছেন।’
এবার মুর্শিদাবাদে দলবদলের জল্পনা। কংগ্রেস সূত্রে খবর, তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন আজ যোগ দিতে পারেন কংগ্রেসে। তাঁকে গত ১৭ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। কংগ্রেস সূত্রে খবর, মোশারফের সঙ্গে কংগ্রেসে যোগ দিতে পারেন নওদা অঞ্চলের একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধি। তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিতে পারেন বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। আজ দুপুর ১টা নাগাদ বহরমপুরের টেক্সটাইল মোড়ে সভা রয়েছে যুব কংগ্রেসের। সেখানে প্রধান বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই সভাতেই তৃণমূলের নেতারা কংগ্রেসে যোগ দিতে পারেন।
কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানায় স্থানীয় বিজেপি পার্টি অফিসে আজ সকালে হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়। ওই পোস্টারে খেলা হবে স্লোগান লিখে হুমকি দেওয়া হয়েছে। পোস্টারের নীচে লেখা জয় বাংলা। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা ঘটনার কথা জেনে পার্টি অফিসে আসেন। তাঁদের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
বোমা হামলায় আহত, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এসএসকেএম সূত্রে খবর, মন্ত্রীর সঙ্কট আপাতত সামাল দেওয়া গেছে।
চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িতদের পাতাল থেকে টেনে বের করা হবে। ভোটের আগে ফের অমিত শাহের গলায় ফের চিটফান্ডকাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস! পাল্টা তৃণমূল-বিজেপিকে এক সারিতে বসিয়ে সরব বাম-কংগ্রেস।
ভোটের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বাম-কংগ্রেস। বিজেপির সঙ্গে এক সারিতে বসিয়ে আক্রমণ। বিজেপিকে রাজ্যে কে এনেছে? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণে বিরোধীরা।
প্রেক্ষাপট
আজ বেলা ১২টা নাগাদ ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠান অমিত শাহর। সেখানে বাংলার মনীষীদের শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুরে মেদিনীপুরে পথসভা ও পরিবর্তন যাত্রায় অংশ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ মিছিল করবে বিজেপি রাজ্য শিক্ষক সেল। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। মিছিল শেষে ধর্মতলায় সভা। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বঙ্গ-বিজেপির একাধিক নেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -