WB Election 2021 LIVE Updates: নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজি, আহত মন্ত্রী জাকির হোসেন

West Bengal Assembly Election 2021 LIVE Updates: ১৯ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নিয়ে হেস্টিংস থেকে ধর্মতলা প্রতিবাদ মিছিল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Feb 2021 08:09 AM
নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন

নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজিতে আহত মন্ত্রী। বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন। ২ নম্বর প্ল্যাটফর্মে জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি মন্ত্রী। আহত জাকির হোসেনের সঙ্গী সহ কয়েকজন। 

শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে ইটবৃষ্টির অভিযোগ

শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে ইটবৃষ্টির অভিযোগ। কাঁকুড়গাছিতে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানেই হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। বিজেপি অফিসে বোমাবাজির অভিযোগ। সভা শেষে হেমচন্দ্র নস্কর রোডে ডিসির অফিসে আসছিলেন শুভেন্দু। সেই সময় হামলার অভিযোগ। পাল্টা পরেশ পালের নেতৃত্বে ডিসির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। ‘কাল একটি অনুষ্ঠানের আয়োজন করছিল তৃণমূল। সেখানে হামলা চালায় বিজেপি,’ দাবি শাসক দলের। এমনকী, বিজেপির হামলায় আহত হয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী, এমনও দাবি শাসক দলের।

বিজেপিতে টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী

বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের একঝাঁক অভিনেতা ও অভিনেত্রী। যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। পরে বিজেপিতে যোগ দেবেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও। বিজেপি সূত্রে খবর।

বিজেপিতে অভিনেতা যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়া যোগ দিলেন রাজ মুখোপাধ্যায়, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, ত্রমিলা ভট্টাচার্য।

বহিষ্কৃত তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাধিপতি

মুখ্যমন্ত্রীর সভায় গরহাজির। একের পর এক দল বিরোধী মন্তব্যের অভিযোগ। মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেনকে বহিষ্কার। মোশারফকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। দল-বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। 

বিজেপিতে যোগ অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্যের

টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। এই মুহূর্তে শহরের একটি হোটেলে উপস্থিত হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। রয়েছেন মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত। বিজেপি সূত্রে খবর, গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। প্রতিক্রিয়া মেলেনি যশ দাশগুপ্তর। এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ। বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়ও। খবর সূত্রের।

West Bengal Election 2021 LIVE: পার্শ্বশিক্ষক ইস্যুতে খিদিরপুরে কংগ্রেসের মিছিল, জেলায় জেলায় বিক্ষোভ বামেদের

পার্শ্বশিক্ষক ইস্যুতে খিদিরপুরে কংগ্রেসের মিছিল, জেলায় জেলায় বিক্ষোভ বামেদের

WB Election 2021 LIVE: পার্শ্বশিক্ষকদের জন্য ১০ বছর ধরে কিছু করেনি রাজ্য সরকার: বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন। বক্তব্য রাখছেন সমীক ভট্টাচার্য। বলেন, ‘পার্শ্বশিক্ষকদের জন্য ১০ বছর ধরে কিছু করেনি রাজ্য সরকার। ১৯ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নিয়ে প্রতিবাদ মিছিল। হেস্টিংস থেকে ধর্মতলা পর্যন্ত হবে পদযাত্রা। এই সরকার নিয়োগে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাতালিকা অস্বচ্ছ। 

West Bengal Election 2021 LIVE: ‘রাজনীতির লোক নই, ছেড়ে দিন’, দলনেত্রীর কাছে অব্যাহতি চাইলেন চিরঞ্জিৎ

ভোটের মুখে এবার জল্পনা বাড়ালেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ। অব্যাহতি চাইলেন দলনেত্রীর কাছে। ‘রাজনীতির লোক নই, ছেড়ে দিন আমাকে’, জানালেন নেত্রীকে। ‘দল ছেড়ে দিলেও অন্য দলে যাব না। ফিরে যাব নিজের জগতে’, ‘এবিপি আনন্দকে জানালেন বারাসতের অভিনেতা বিধায়ক।

WB Election 2021 LIVE: মোদি-অমিত শাহের পাল্টা সভা তৃণমূলের মমতা-অভিষেকের

মোদি-অমিত শাহের পাল্টা সভা তৃণমূলের মমতা-অভিষেকের। কাল দক্ষিণ ২৪ পরগনার সাগর, নামখানায় সভা করবেন অমিত শাহ। কালই দক্ষিণ ২৪ পরগনায় পৈলানে মমতা-অভিষেকের জনসভা। ২২ ফেব্রুয়ারি ডানলপ ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি। ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় পাল্টা সভার প্রস্তুতি মমতা-অভিষেকের। 

WB Election 2021 LIVE: প্রসেনজিতের সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতা অনির্বাণের, অভিনেতাকে বই উপহার 

দুয়ারে বিধানসভা ভোট। নির্বাচনের আগে দল মত নির্বিশেষে জনসংযোগে জোর দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর লেখা ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি উপহার দেন তিনি। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে সূত্রের খবর।

West Bengal Election 2021 LIVE: আজ বিকেলে যোগ দিচ্ছেন টালিগঞ্জের একঝাঁক অভিনেতা, দাবি বিজেপির

টালিগঞ্জের একঝাঁক অভিনেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। আজ বিকেলে টালিগঞ্জের একঝাঁক অভিনেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। খবর বিজেপি সূত্রে। 


গেরুয়া শিবির সূত্রে খবর, যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্তও। প্রতিক্রিয়া পাওয়া যায়নি যশ দাশগুপ্তের। 


সায়নী ঘোষকে নিয়েও জল্পনা। যদিও এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানালেন সায়নী। 


গতকাল ছিল বিজেপি নেতা মুকুল রায়ের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা এক ঝাঁক অভিনেতার। শুভেচ্ছা জানানোর দলে আছেন সায়নীও। 

West Bengal Election 2021 LIVE: তুফানগঞ্জে বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, গতকাল রাতে চিলাখানা এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে বিষয়টি নজরে আসা মাত্র জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। মিনিট পঁয়তাল্লিশ পর, পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, দাবি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।  

WB Election 2021 LIVE: পানিহাটিতে বিজেপি কর্মীকে 'মারধর'

পানিহাটিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে নাম জড়াল তৃণমূলের। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলা সারদা পল্লিতে। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করে কয়েকজন তৃণমূল কর্মী। বাঁচাতে যাওয়ায় বিজেপি কর্মীর বাবাও আক্রান্ত হন। বিজেপি করায় মারধর, অভিযোগ আক্রান্তদের। ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় অশান্তি সৃষ্টির জন্য মিথ্যা অভিযোগ করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের।

West Bengal Election 2021 LIVE: এবার চা-চক্রে 'লাকি ড্র' বিজেপির, 'টোপ দিয়ে লোক ডাকছে', কটাক্ষ তৃণমূলের

এবার চা-চক্রে পুরস্কারের টোপ বিজেপির। লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার। এদিন যোধপুর পার্কে দিলীপ ঘোষের চায়ের আসরে দেখা গেল এই ছবি। চা-চক্রে ভিড় হচ্ছে না, তাই লাকি ড্রয়ের টোপ দিয়ে লোক ডেকে আনা হচ্ছে। এটা সার্কাস চলছে। চা-চক্রে পুরস্কারের টোপ প্রসঙ্গে কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। 

WB Election 2021 LIVE: আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর জোড়া রোড শো

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে আজ শুভেন্দু অধিকারীর জোড়া রোড শো। সকালে পিছাবনি থেকে শুরু হবে রোড শো। শেষ হবে কাঁথি শহরে। এরপর মেচেদা বাইপাস এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন শুভেন্দু অধিকারী। দুপুরে বিজেপি নেতার আরেকটি কর্মসূচি রয়েছে। দইসাই থেকে মারিশদা পর্যন্ত রোড শো করবেন শুভেন্দু অধিকারী। এরপর নাচিন্দায় মন্দিরে পুজো দেবেন তিনি। 

West Bengal Election 2021 LIVE: কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির সঙ্গে আছেন, মন্তব্য দিলীপের

'কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির সঙ্গে আছেন।' যোধপুর পার্কে চা-চক্রে যোগ দিয়ে বললেন দিলীপ ঘোষ। 

WB Election 2021 LIVE: বটতলায় তৃণমূল কর্মী ও পরিবারের সদস্যদের 'মারধর'

বটতলা থানা এলাকার পিতল পট্টিতে তৃণমূল কর্মী ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর অভিযোগ, গতকাল রাতে সরস্বতী পুজো উপলক্ষে পাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে নাচগান হচ্ছিল। গান থামাতে রাজি না হওয়ায়, তাঁদের মারধর করেন বিজেপি সমর্থকরা। এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশের দাবি, পাড়াগত বিবাদের জেরে এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

West Bengal Election 2021 LIVE: কোচবিহারের দিনহাটায় তৃণমূল বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে 'হামলা, গুলি'

কোচবিহারের দিনহাটায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়। ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, কলেজে অশান্তির জেরে রাতে তাঁর বাড়িতে হামলা চালায় দুই যুব তৃণমূল নেতা অজয় রায় ও সাবির সাহা চৌধুরীর দলবল। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূল নেতাই দুই যুব তৃণমূল কর্মীকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেছেন যুব তৃণমূল নেতা। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। 

প্রেক্ষাপট

আজ মেদিনীপুরে রোড-শো করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় চা-চক্রে যোগ দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


এবার ভোটে ত্রিমুখী লড়াই হবে। আসন সমঝোতা চূড়ান্ত করার পর আলিমুদ্দিনে পাশাপাশি বসে মঙ্গলবার এই বার্তা দিল বাম-কংগ্রেস। 


তবে জোটে আগ্রহী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে ক’টি আসন ছাড়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর। 


২ দুর্বলের একে অপরকে ধরে ধরে বাঁচার চেষ্টা, কটাক্ষ সৌগতর। কট্টরপন্থীদের হাত ধরে বিধানসভা ভোটে লড়ার চেষ্টা, অভিযোগ বিজেপির। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.