WB Election 2021 LIVE Updates: গ্রেফতার রাকেশ সিংহ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: বিজেপি নেতা রাকেশ সিংহর বাড়িতে পুলিশের অভিযান। রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী। বাড়ির ভিতরেই রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ।
পুলিশ সূত্রে খবর, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংহকে।
পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহ।
মাদককাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংহের দুই ছেলেকে আটক করল কলকাতা পুলিশ। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি।
কেটে গিয়েছে প্রায় দুই ঘণ্টা। এখনও রাকেশ সিংহের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘিরে রাখা হয়েছে পুরো বাড়ি।
রাকেশ সিংহের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের অফিসাররা। সঙ্গে রয়েছেন স্থানীয় থানার পুলিশও।
প্রায় ২ ঘণ্টা পর কোকেন-কাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংহের বাড়িতে ঢুকল পুলিশ
হাইকোর্টে বিজেপি নেতা রাকেশ সিংহর ধাক্কা। আদালতে অস্বস্তিতে বিজেপি নেতা রাকেশ সিংহ। লালবাজারের নোটিসের উপর স্থগিতাদেশ দিল না আদালত। পুলিশ যা করছে আইন মেনেই করছে, পর্যবেক্ষণ বিচারপতির। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন রাকেশ।
হাইকোর্ট রাকেশের ধাক্কা, বাড়ল পুলিশি তৎপরতা। পামেলাকাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংহর বাড়িতে পুলিশ। আলিপুর রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা, রাকেশের ছেলের সঙ্গে বচসা। রাকেশের বাড়ির গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৈধ নথি দেখাচ্ছে না পুলিশ, অভিযোগ রাকেশের ছেলের। সরকারি কাজে বাধা দিলে পদক্ষেপ, পাল্টা হুঁশিয়ারি পুলিশের।
ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে সভাস্থল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, মাঠটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকায় তারা সভা করার অনুমতি পায় না। অথচ বিজেপির জন্য সে বাধা নেই। এনিয়ে গেরুয়া শিবিরের দাবি, মিথ্যে অভিযোগ করছে শাসক দল। অন্যদিকে, নীলগঞ্জে পরিবর্তন যাত্রার তোরণ ভাঙা নিয়েও তরজা শুরু হয়েছে।
মালদার চাঁচলে উদ্বোধনের আগে বাতিস্তম্ভ ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা। বিধায়ক তহবিলের টাকায় মতিহারপুর বাজারে এদিন বাতিস্তম্ভ উদ্বোধন করার কথা ছিল কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুবের। তার আগে গতকাল রাতে বাতিস্তম্ভ ভাঙচুর করে নামের ফলক খুলে ফেলা হয়। কংগ্রেস বিধায়কের অভিযোগ, হামলার নেপথ্যে হাত রয়েছে তৃণমূলের। এনিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, সস্তা রাজনীতি করছে কংগ্রেস।
ভয়ঙ্কর খেলা হবে। ডাং আর গুলির খেলা হবে। ডাংগুলি খেলা হবে। হেঁটে চমকাতে এলে খাটে শুয়ে ফিরতে হবে। দুর্গাপুরের গাঁধী মোড়ে চা-চক্রে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বাম আমলে এমন অনেক দেখেছি-শুনেছি, আগামীদিনে ফলেই জবাব মিলবে। প্রতিক্রিয়া পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল নেতৃত্বের।
সল্টলেকের দত্তাবাদে বিজেপির বুথ সভাপতি ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, গতকাল রাতে তাদের বুথ সভাপতির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। অভিযোগ, বাড়ি ফেরার পথে, কয়েকজন বিজেপি সমর্থককে রড-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা।তাঁদের বাঁচাতে গিয়ে বুথ সভাপতিও আক্রান্ত হন বলে অভিযোগ। বুথ সভাপতি-সহ ৬ জন আহত হন। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূল বিধায়কের। এদিন ক্যানিংয়ের তালদি বাজারে মিছিল করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। গ্যাস সিলিন্ডার-সহ বিধায়ক ও তৃণমূল নেতা-কর্মীরা মিছিল করেন। এই মিছিলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, বিধানসভা ভোটের আগে প্রচারের আলোয় আসতে হাস্যকর প্রচেষ্টা তৃণমূল বিধায়কের।
ফের কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অঞ্চল সহ সভাপতির বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে বারো কোদালি ২ নম্বর অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি মেহের আলির বাড়ির উঠোনে ২টি বোমা পড়ে থাকতে দেখা যায়। বক্সীরহাট থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে। তৃণমূল নেতার অভিযোগ, নেপথ্যে দলেরই পঞ্চায়েত সদস্যের হাত রয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, প্রচার পেতে মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল নেতা। গোষ্ঠীকোন্দল নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
বীরভূমের মহম্মদবাজারে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। ঝাড়খণ্ড সীমানায় এদিন রুটমার্চ করেন সিআরপিএফ জওয়ানরা।
আজ আরামবাগে জনসভায় অংশ নেবেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
আজ হুগলিতে পরিবর্তন যাত্রায় বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। আরামবাগ থেকে শুরু হয়ে যাত্রা গোঘাট, তারকেশ্বর ও হরিপাল যাবে। পরে, দুটি জনসভা করার কথা তাঁর।
আজ গোসাবায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ
আজ দুপুরে দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রা ও জনসভা শুভেন্দু অধিকারীর। জয়নগর থেকে কুলতলি পর্যন্ত পরিবর্তন যাত্রা করবেন বিজেপি নেতা। এরপর কুলতলিতে জনসভা রয়েছে তাঁর।
ভোটমুখী বাংলায় প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উত্তর ২৪ পরগনায় তিনি পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। হাবড়া থেকে ওই যাত্রা বারাসাত, মধ্যমগ্রাম ও আমডাঙা হয়ে যাবে। পরে, তিনটি জনসভায় অংশগ্রহণ করার কথা তাঁর।
আজ পাহাড়ে দিলীপ ঘোষ। সকাল ১১টায় দার্জিলিঙে জনসভা বিজেপি রাজ্য সভাপতির। এরপর পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবেন তিনি।
শনিবারই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু করেছে রুটমার্চ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এই বাহিনীকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে উপ নির্বাচন কমিশনার দিক নির্দেশ দিতে পারেন বলে কমিশন সূত্রে খবর।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই জেলা নির্বাচন অফিসারদের কাছে ই-মেল পাঠানো হয়েছে কমিশনের তরফে। জেলাভিত্তিক নির্বাচনের প্রস্তুতি সোমবারের মধ্যে বিস্তারিত ভাবে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবারের বদলে বৃহস্পতিবারই ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। এর আগে জানুয়ারিতে দু’দফায় বঙ্গে এসেছিলেন সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, সেবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। কারও কর্তব্যে গাফিলতি থাকলে, সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন।
প্রেক্ষাপট
সোমবার অসমের ধেমাজিতে ভোটের নির্ঘণ্ট নিয়ে জল্পনা বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী। অসমের জনসভা থেকে তিনি বলেন, আমরা যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ওটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু আমার চেষ্টা থাকবে নির্বাচন ঘোষণার আগে যতবার অসম আসতে পারি, পশ্চিমবঙ্গে যেতে পারি,আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে। তার আগে যতটা সময় পাওয়া যাবে, আমি আপনাদের কাছে আসার চেষ্টা চালিয়ে যাব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -