WB Election 2021 LIVE: শেষ পর্যন্ত মাঠে নামছেন শোভন-বৈশাখী, সোমবার থাকবেন বিজেপির মিছিলে

West Bengal Assembly Election 2021 LIVE Updates: জনসভার পাশাপাশি রয়েছে বিজেপির যোগদান মেলা কর্মসূচি...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jan 2021 05:25 PM

প্রেক্ষাপট

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): ঝাড়গ্রামের পর মেদিনীপুর। আজ নন্দীগ্রামে যৌথ সভা করবেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ। দুপুরে নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্ক সংলগ্ন মাঠে সভার আয়োজন করা হয়েছে। জনসভার পাশাপাশি রয়েছে বিজেপির যোগদান মেলা...More

শেষ পর্যন্ত বিজেপির হয়ে মাঠে নামছেন শোভন-বৈশাখী। শুক্রবার জানা গেল, সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপি মিছিল করবে। তাতে যোগ দেবেন দুজনে। এর আগে বৈশাখী সোমবার অনুপস্থিতির কারণ হিসাবে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছিলেন। বলেছিলেন, আমার পা ফোলা ছিল, তাই যেতে পারিনি। আমাকে দেখার জন্য শোভন ছাড়া আর কেউ ছিল না, তাই শোভনও যাননি। আমরা বিজেপিতে সব ধরণের দায়িত্ব পালন করব। আজ তিনি জানান, শরীর ঠিক হয়েছে। আমরা মিছিলে থাকব।