WB Election 2021 LIVE: শেষ পর্যন্ত মাঠে নামছেন শোভন-বৈশাখী, সোমবার থাকবেন বিজেপির মিছিলে

West Bengal Assembly Election 2021 LIVE Updates: জনসভার পাশাপাশি রয়েছে বিজেপির যোগদান মেলা কর্মসূচি...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jan 2021 05:25 PM
শেষ পর্যন্ত বিজেপির হয়ে মাঠে নামছেন শোভন-বৈশাখী। শুক্রবার জানা গেল, সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপি মিছিল করবে। তাতে যোগ দেবেন দুজনে। এর আগে বৈশাখী সোমবার অনুপস্থিতির কারণ হিসাবে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছিলেন। বলেছিলেন, আমার পা ফোলা ছিল, তাই যেতে পারিনি। আমাকে দেখার জন্য শোভন ছাড়া আর কেউ ছিল না, তাই শোভনও যাননি। আমরা বিজেপিতে সব ধরণের দায়িত্ব পালন করব। আজ তিনি জানান, শরীর ঠিক হয়েছে। আমরা মিছিলে থাকব।
WB Election 2021 LIVE: 'বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে টাটাকে ফেরাতে আবেদন করবে', নন্দীগ্রামে মুকুল




সিঙ্গুরের আন্দোলন ভুল হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে টাটাকে ফেরাতে আবেদন করবে। নন্দীগ্রামের সভা থেকে বললেন মুকুল রায়।
WB Election 2021 LIVE: নন্দীগ্রামে বিজেপির মঞ্চে শহিদ পরিবার




নন্দীগ্রামে বিজেপির মঞ্চে শহিদ পরিবার। বললেন, মমতা কিছু করেনি, শুভেন্দু পাশে আছেন।
WB Election 2021 LIVE: নেতাই নন্দীগ্রামের আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র শুভেন্দুর, বললেন মুকুল




নেতাই নন্দীগ্রামের আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র শুভেন্দুর। নন্দীগ্রামের সভা থেকে বললেন মুকুল রায়।
WB Election 2021 LIVE: আজ নন্দীগ্রামে যৌথ সভা করবেন শুভেন্দু-দিলীপের, কী বার্তা দেবেন?




ঝাড়গ্রামের পর মেদিনীপুর। আজ নন্দীগ্রামে যৌথ সভা করবেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ। নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্ক সংলগ্ন মাঠে সভার আয়োজন করা হয়েছে। জনসভার পাশাপাশি রয়েছে বিজেপির যোগদান মেলা কর্মসূচি। উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপি নেতারা। ইতিমধ্যেই পৌঁছে গেছেন কৈলাস বিজয়বর্গীয়। গতবছর জানুয়ারিতে নন্দীগ্রামের রেয়াপাড়ার কাছে বাধা পান দিলীপ ঘোষ। ঠিক একবছর পর, সেই নন্দীগ্রামেই সভা করছেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামের তৎকালীন বিধায়ক শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে আজকের জনসভায় একমঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
WB Election 2021 LIVE: ‘গণতন্ত্রে নয়, বাহুবলে বিশ্বাসের রাজনীতির আমদানি চলছে’, বিজেপিকে আক্রমণ পার্থর




‘নিজেদের প্রতিষ্ঠার জন্য সংবিধানকে আঘাত করছে। বাইরে থেকে এসে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। গণতন্ত্রে নয়, বাহুবলে বিশ্বাসের রাজনীতির আমদানি চলছে। কেউ চলে গেলে ইতিহাস সঙ্গে নিয়ে যেতে পারে না। ইতিহাসের অংশীদারিত্ব দাবি করা অজ্ঞতা।’
WB Election 2021 LIVE: ‘বাংলার উন্নয়ন অব্যাহত, দেশের নিরিখে রাজ্যে বেকারত্বের সংখ্যা কমেছে’, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের




‘দেশের নিরিখে বাংলায় বেকারত্বের সংখ্যা কমেছে। মমতার নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত। খবরে ভেসে থাকতে বিরোধীরা চক্রান্ত করছে। কেউ এসে উন্নয়নের কথা বলছেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে ঐতিহাসিক সাফল্য এসেছে।’
WB Election 2021 LIVE: ‘রাজ্যে ধ্বংসের রাজনীতি, বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে’, বললেন পার্থ চট্টোপাধ্যায়




‘রাজ্যে ধ্বংসের রাজনীতি চলছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা দল বদলাচ্ছেন, তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই।’
WB Election 2021 LIVE: বিজেপির বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ, নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল তৃণমূলের




নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ। প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল তৃণমূলের।
অভিযোগ অস্বীকার বিজেপির।
WB Election 2021 LIVE: কোচবিহারে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী




কোচবিহারের মরিচবাড়িতে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে, খুন হন তৃণমূল কর্মী নিধিরাম মণ্ডল। এদিন তাঁর বাড়িতে গিয়ে মন্ত্রী অভিযোগ করেন, খুনের নেপথ্যে রয়েছে বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ
WB Election 2021 LIVE: বর্ধমানের বৈকুণ্ঠপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব




পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনাকে কেন্দ্র করে বর্ধমানের বৈকুণ্ঠপুরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ জনের মধ্যে ৮ জন তৃণমূল সদস্য দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে বিডিওর দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, প্রধান নিজের মর্জিমাফিক কাজ করায়, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা। এনিয়ে প্রধানের প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির দাবি, টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে প্রধান ও উপ প্রধানের গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিডিও জানিয়েছেন, পঞ্চায়েত আইন অনুযায়ী, আড়াই বছরের মধ্যে অনাস্থা আনা যায় না।
WB Election 2021 LIVE: হুগলিতে বহিষ্কৃত তৃণমূল নেতার ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে লাগানো হল নতুন পোস্টার




হুগলির চণ্ডীতলায় পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে বহিষ্কৃত তৃণমূল নেতার ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে লাগানো হল নতুন পোস্টার। সেই পোস্টারে লেখা সতর্কবার্তা, মুখোশধারী, মিথ্যাবাদী, কুৎসাকারীরা সাবধান। চণ্ডীতলার গরলগাছায় সরকারি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা যায় আমফানের ক্ষতিপূরণ-দুর্নীতিতে অভিযুক্ত ও দল থেকে বহিষ্কৃত গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিং ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়কে। পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর একমঞ্চে উপস্থিতির ছবি দিয়ে লাগানো হয় পোস্টার। গতকাল সেই পোস্টার ছিঁড়ে পাল্টা পোস্টার লাগানো হয়। নিজেদের পূর্ত কর্মাধ্যক্ষের অনুগামী বলে দাবি করেছেন ওই তৃণমূল কর্মীরা। এনিয়ে পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: 'একবছর আগে যারা আমাকে নন্দীগ্রামে বাধা দিয়েছিল, আজ তাদের ডাকেই সভা করব', মেচেদায় চা-চক্রে দিলীপ




একবছর আগে যারা আমাকে নন্দীগ্রামে বাধা দিয়েছিল, আজ তাদের ডাকেই এখানে সভা করছি। পূর্ব মেদিনীপুরের মেচেদায় চা-চক্রে গিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আজ নন্দীগ্রামে যৌথ সভা করবেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। গতবছর জানুয়ারিতে নন্দীগ্রামের রেয়াপাড়ায় দিলীপ ঘোষকে বাধা দেন তৃণমূল কর্মীরা। সেইসময় নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। জবাবে যুব তৃণমূল জেলা সভাপতি সুপ্রকাশ গিরির কটাক্ষ, বিজেপির স্বপ্ন পূরণ হবে না।
WB Election 2021 LIVE: সবংয়ে আজ পাল্টা সভা তৃণমূলের




সবংয়ে আজ পাল্টা সভা করবে তৃণমূল। বুধবার তেমাথানি এলাকায় সভা করেন শুভেন্দু অধিকারী। আজ তার পাল্টা সভা করবেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। দুপুর আড়াইটে নাগাদ সভা শুরু হওয়ার কথা।

প্রেক্ষাপট

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): ঝাড়গ্রামের পর মেদিনীপুর। আজ নন্দীগ্রামে যৌথ সভা করবেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষ। দুপুরে নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্ক সংলগ্ন মাঠে সভার আয়োজন করা হয়েছে। জনসভার পাশাপাশি রয়েছে বিজেপির যোগদান মেলা কর্মসূচি। উপস্থিত থাকার কথা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপি নেতাদের। গতবছর জানুয়ারিতে নন্দীগ্রামের রেয়াপাড়ার কাছে বাধা পান দিলীপ ঘোষ। ঠিক একবছর পর, সেই নন্দীগ্রামেই সভা করছেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামের তৎকালীন বিধায়ক শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে আজকের জনসভায় একমঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.