বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।
বিজেপির দাবি, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি ওই দিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে একটি রাজনৈতিক সভাতেও অংশ নেবেন মোদি। আর এই সভা ঘিরেই তৃণমূলে ফের ভাঙনের জল্পনা শুরু হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি নবারুণ নায়েক বলেন, উনি একটা সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি জনসভাও করবনে, সেখানে এক থেকে দেড় লক্ষ লোক হবে। আর ওই দিন কতজন জয়েন করবে, সেদিনই তালিকা দেখে বুঝতে পারবেন। অনেকেই জয়েন করবে।
রবিবার হলদিয়ায় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন তমলুকের তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তমলুকের সাংসদ।
এদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ১০ ফেব্রুয়ারি সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তমলুকের সাংসদ কিছু বলেননি। এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল।
হলদিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, দলবদলিদের নিয়ে উনি সভা করবেন, সরকারি টাকায় বিজেপির শ্রাদ্ধ হবে। এসব দলবদলিদের নিয়ে যত সভা করবেন, তত তৃণমূলের কিছু যায় আসবে না।
ইতিমধ্যেই হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার মাঠ পরিদর্শন করেন জেলা বিজেপির নেতারা।
গতমাসের শেষে রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জেরে বাতিল হয় সেই সফর। যদিও, ভার্চুয়াল মাধ্যমে হাওড়ার ডুমুরজলায় বিজেপির জনসভায় বক্তব্য পেশ করেন তিনি।