প্রদ্যোৎ সরকার, নদিয়া: অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে প্রার্থী করায়, কৃষ্ণনগরে দলের অন্দরেই অসন্তোষ। সেলিব্রিটি চাই না, ঘরের ছেলেকেই প্রার্থী চাই, ফেসবুকে পোস্ট তৃণমূল নেতার। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। যদিও কৌশানীর দাবি, এলাকায় থেকে মানুষের জন্য কাজ করতে চান তিনি।


টালিগঞ্জের তারকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে এবার কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্তী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! ভোট যুদ্ধে সৈনিক হিসাবে নাম ঘোষণা হওয়ার পর মঙ্গলবারই প্রথম বার কৃষ্ণনগরে পা রাখলেন কৌশানী...আর সেদিনই তাঁকে প্রার্থী করা নিয়ে প্রকাশ্যে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন কৃষ্ণনগরের দাপুটে তৃণমূল নেতা অসীম সাহা ৷ তিনি বলেন, ‘‘তাপস পাল যখন সুপারস্টার ছিলেন এখানে লোকসভার প্রার্থী হয়েছিলেন। প্রথম পাঁচ বছর মানুষ সার্ভিস পেলেও পরের পাঁচ বছরে মানুষের অভিজ্ঞতা ভালো নয়। এবারও তাই চাই না।’’


‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘কেলোর কীর্তি’, ‘জিও পাগলা...’-র মতো বিভিন্ন ছবির অভিনেত্রী কৌশানী সম্প্রতি তৃণমূলে যোগ দেন! তারপরেই একেবারে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী! কৌশানি জানান, ‘‘আমি আগে এখানে শ্যুটিংয়ের জন্য এসেছি। একমাস নবদ্বীপে শুটিং হয়েছে। মানুষের সঙ্গে মিশিনি। এবার জনসংযোগ করব।’’


কিন্তু তাঁকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের অন্দরেই এখন ক্ষোভ। ‘ঘরের ছেলেকেই প্রার্থী চাই’। তৃণমূল নেতার ফেসবুক ওয়ালে আপলোড করা হয়েছে এমনই পোস্ট। নদিয়া ও কৃষ্ণনগর পুরসভার প্রশাসক অসীম সাহার মতে, ‘‘অবনী জোয়ারদারকে প্রার্থী পেয়েছিলাম ১১ সাল থেকে ১৫ সাল পর্যন্ত। পরবর্তী পাঁচ বছরে অবনীবাবুর কোন সার্ভিস কৃষ্ণনগরের মানুষ পাইনি। সেই কারণে দল মহিলা সেলেব্রিটি প্রার্থী করেছেন তার নাম আমি ব্যক্তিগতভাবে জানতাম না অনেকে হয়তো জানে। দল যেহেতু নির্দেশ দিয়েছেন আমরা তার হয়েই খাটবো।’’


প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নদিয়ার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ, মোদিকে বহিরাগত বলছে। অথচ দলে নিজেরাই বহিরাগত প্রার্থী দিচ্ছে।’’ আগামী ২২ এপ্রিল, ষষ্ঠ দফায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।