রুমা পাল ও এরশাদ আলম: এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল ভোটকর্মী ঐক্যমঞ্চ। কমিশনের কাছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে গৃহবন্দি করার দাবিও জানানো হয়েছে।
গতকাল রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, কেন্দ্রীয় বাহিনী ব্যাট হাতে এসেছে। আর তৃণমূল সমর্থকেরা হলেন বল। কারও চোখ রাঙানি মানব না। তেমন হলে চোখ উপড়ে নেব।
এই প্রেক্ষিতে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ব্যাট আমরা ভাল চালাতে জানি। আমরা যে ব্যাটটা দিয়ে মারব বলটা, বলটা বাউন্ডারির বাইরে পড়বে এবং ছাতু হয়ে যাবে। ওই যে ছাতু হয়ে যাবে বলটা।
কমিশন সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও, অনুব্রতর তাতে থোরাই কেয়ার। তিনি উল্টে বলেছেন, এমন কোনও ভুল কথা বলিনি, সায়ন্তন বলেছিল, কেন্দ্রীয় বাহিনীর হাতে ব্যাট থাকবে, তার প্রেক্ষিতেই বলেছিলাম। কোনও ভুল কথা বলিনি।
বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও অনুব্রত মণ্ডলকে শো-কজ করেছে নির্বাচন কমিশন। গত বিধানসভা ভোটেও তাঁকে নজরবন্দি করা হয়েছিল। যদিও, ভোটের সময় দিনভর বীরভূমে কার্যত চষে বেড়ান তিনি।
এবারও বিধানসভা ভোট আসতেই ফের বিতর্কে অনুব্রত। আবারও তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল কমিশনে।
২৯ এপ্রিল বীরভূমে ভোট। সেদিন অবধি অনুব্রত মণ্ডলের গতিবিধির দিকেই নজর সকলের।