অর্ণব মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: এবার বালু শিল্পেও খেলা হবের ছোঁয়া।
গঙ্গাসাগরের বালু শিল্পী দেবতোষ দাস তাঁর বালির ভাস্কর্যের মাধ্যমে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি সম্বলিত 'খেলা হবে' স্লোগান। গঙ্গাসাগরের সাগরপাড়ে শোভা পাচ্ছে শিল্পীর এই অভিনব ভাস্কর্য।
খেলা হবে স্লোগান এখন বঙ্গ রাজনীতিতে এক অন্যমাত্রা লাভ করেছে। কখনও তৃণমূল, কখনও বিজেপি বা কখনও বামেরা খেলা হবে শব্দবন্ধ ব্যবহার করেছেন বিপক্ষের বিরুদ্ধে।
ডিজে মিউজিকের সঙ্গে 'খেলা হবে' সঙ্গীত তৃণমূলের মিছিলে এখন আলাদা উন্মাদনা আনে। তৃণমূল নেতা মদন মিত্র খেলা হবে নিয়ে গানও গেয়েছেন। 'দিদি যখন গোলকিপার অপনেন্ট এর হবেই হার'-- যাদবপুরের এক স্টুডিওতে হয়েছে সেই গানের শুটিং।
এর আগে, গায়ক মদন মিত্র 'ও লাভলি' গান বিখ্যাত হয়েছে। আর এবার ভাইরাল খেলা হবে গান। মদনের অবশ্য বক্তব্য, আমি গায়ক নই নায়ক নয় শুধুমাত্র চেষ্টা করেছি। ঠাট্টার ভঙ্গিতে মদন বলছেন, ভবিষ্যতে কিছু না হলে গানটাকেই পেশা করে নেব।
খেলা হবে নিয়ে মিষ্টিও বের করেছেন বেশ কিছু মিষ্টান্ন ব্যবসায়ী। খেলা হবে গেঞ্জিও হটকেক মার্কেটে। এবার তাতেই নতুন সংযোজন বালু শিল্পীর ভাস্কর্য।
দেবতোষ এর আগে নো এনআরসি ,নো সিএএ-র ওপর বালু ভাস্কর্য তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন। আর এবার বালি দিয়েই তৈরি করেছেন খেলা হবে।
ভাস্কর্যের একদিকে রয়েছে তৃণমূলের দলীয় প্রতীক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। বালি দিয়ে তৈরি মমতার মূর্তির পাশে লেখা 'বাংলা নিজের মেয়েকেই চায়'।
এই মূর্তির ওপরে ছোট ছোট করে ফুটিয়ে তুলেছেন ইমাম ভাতা, কৃষক বন্ধু ,স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজসাথী, কন্যাশ্রী, পুরোহিত ভাতার চিত্রও।
সব মিলিয়ে খেলা হবে এই শব্দবন্ধ ফুটে উঠছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাত্রায়।