ঋত্বিক মণ্ডল ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকাল অমিত শাহর পর আজ বাঁকুড়ায় আসছেন জে পি নাড্ডা। রোড শো-র পাশাপাশি জনসভাও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
প্রথমে বিষ্ণুপুর শহরের কুমারী টকিজ সিনেমা হল থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো। এরপর স্থানীয় একটি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
সবশেষে কোতুলপুরে নির্বাচনী সভা করবেন জে পি নাড্ডা। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ প্রথম দু’ দফায় মূলতঃ জঙ্গলমহলে ভোট৷ গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপির ভোট বেড়েছে। তাই একুশের ভোটে পদ্ম শিবিরের পাখির চোখ জঙ্গলমহল।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর প্রচারে আরও আক্রমণাত্মক বিজেপি। বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটের প্রচারে বাংলায় অন্তত ২০টি জনসভা করার পরিকল্পনা আছে নরেন্দ্র মোদির।
রাজ্য বিজেপি চাইছে, ২৫ থেকে ৩০টি জনসভা করুন প্রধানমন্ত্রী। রাজ্যে ৫০টি জনসভা করতে পারেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৫০টি সভা করতে পারেন বাংলায়।
গত পরশু ও গতকাল ২ দিন রাজ্য সফরে ছিলেন অমিত শাহ। রবিবার খড়্গপুরে রোড শো-র পর সোমবার জঙ্গলমহলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ঝাড়গ্রামে না গেলেও বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের খাতরায় নির্বাচনী সভা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাম জমানা থেকে মুক্তি চেয়েছিল বাংলার মানুষ। কিন্তু কী হল? গত ১০ বছরে দিদি যেভাবে বাংলা চালালেন, তাতে এই রাজ্যের অবস্থা আরও খারাপ হল। এবার বিজেপিকে জেতান। নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ব।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি। সেই ফল একুশের ভোটে বাড়তি অক্সিজেনের কাজ করবে বলে মনে করছে গেরুয়া শিবির। সেই কারণেই বিজেপির নির্বাচনী প্রচারের সূচনা হচ্ছে জঙ্গলমহল থেকে।