কলকাতা:  প্রথম দফা ভোটের দশদিন আগে আরও ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল সংযুক্ত মোর্চার দুই শরিক বামফ্রন্ট ও কংগ্রেস। বামেরা দশটি আসনে এবং কংগ্রেস দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এদিন। 


ধূপগুড়িতে বাম প্রার্থী সিপিএমের প্রদীপ কুমার রায়। ময়নাগুড়িতে বাম প্রার্থী আরএসপির নরেশ চন্দ্র রায়। দার্জিলিং কেন্দ্র থেকে লড়বেন সিপিএমের গৌতমরাজ রাই। 


কার্শিয়ংয়ে সিপিএম প্রার্থী উত্তম শর্মা। সামশেরগঞ্জ কেন্দ্রে বাম প্রার্থী সিপিএমের মোদাসসার হোসেন। হরিণঘাটা থেকে লড়বেন সিপিএমের অলকেশ দাস। 


বনগাঁ উত্তরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী পীযূষ কান্তি সাহা। বনগাঁ দক্ষিণে সিপিএম প্রার্থী তাপস কুমার বিশ্বাস। উলুবেড়িয়া উত্তরে বাম প্রার্থী সিপিএমের অশোক দলুই। মন্তেশ্বর কেন্দ্রে সিপিএম প্রার্থী অনুপম ঘোষ। 


অন্যদিকে, কালচিনি কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ নার্জিনারি। ফলতায় কংগ্রেসের হয়ে লড়বেন আব্দুর রেজ্জাক মোল্লা। 


প্রসঙ্গত, গতকাল চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপিও। বারুইপুর পূর্ব বিধানসভা আসনে গেরুয়া শিবিরের প্রার্থী চন্দন মণ্ডল। ফলতা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধান পারুই। 


উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। জগৎবল্লভপুর আসনে বিজেপির প্রার্থী অনুপম ঘোষ।


এর আগে, গত ১০ তারিখ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের দিনই আরেক দফা প্রার্থী ঘোষণা করে বামেরা।


জোটের শরিক হিসাবে আইএসএফকে উত্তর ২৪ পরগনার আমডাঙা, ক্যানিং পূর্ব, ভাঙড়ের মতো ট্র্যাডিশনাল আসন ছেড়েছে সিপিএম।


তৃতীয় থেকে অষ্টম, বাকি ৬ দফার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। একঝাঁক তরুণ তুর্কির পাশাপাশি অভিজ্ঞ মুখদেরও লড়াইয়ে নামিয়ে দিয়েছে সিপিএম।


শিলিগুড়িতে গড় রক্ষা করতে নামছেন অশোক ভট্টাচার্য। বাসন্তীতে আরএসপির হয়ে আরও একবার লড়াইয়ে নামছেন সুভাষ নস্কর। যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী।


দমদম উত্তরে প্রার্থী তন্ময় ভট্টাচার্য। হুগলির পান্ডুয়ায় সিপিএম প্রার্থী আমজাদ হোসেন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় লড়ছেন আলি ইমরান রামজ। আরামবাগে, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিককে প্রার্থী করেছে সিপিএম।