দীপক ঘোষ, সমীরণ পাল, ঋত্বিক মণ্ডল: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আজ বিজেপির পরিবর্তন যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানালেন দলীয় সাংসদ অর্জুন সিংহ।
ব্যারাকপুরের বিজেপি সাংসদের দাবি, পুলিশ ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রার রথ নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। তাই তাঁরা পরিবর্তন যাত্রা স্থগিত রেখে হাইকোর্টে যাচ্ছেন।
গতকাল কাঁচড়াপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে অশান্তি হয়। তার জেরে গতকালও স্থগিত হয়ে যায় পরিবর্তনযাত্রা। এরপর আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রা স্থগিত হয়ে গেল।
ব্যারাকপুরে পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল জে পি নাড্ডার। বিজেপির সর্বভারতীয় সভাপতির যাওয়ার কথা ছিল মসজিদ মোড় এলাকায়। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করার কথা ছিল তাঁর।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নাড্ডার ব্যারাকপুরে পরিবর্তন যাত্রায় সামিল হওয়া হবে না। তবে বিজেপি সভাপতির বাকি সব কর্মসূচি অপরিবর্তিত বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
সূত্রের খবর, পুলিশের তরফে কাঁচড়াপাড়া থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য বিকল্প হিসেবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিজেপি নেতারা ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার দাবিতে অনড়।
প্রসঙ্গত, আজ উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। সকাল ১০টায় হেস্টিংসে বিজেপির অফিস থেকে লক্ষ্য সোনার বাংলা প্রচার পুস্তিকা উদ্বোধন করবেন বিজেপি সভাপতি।
দুপুর ১টায় যাবেন নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায়। যাবেন বঙ্কিম সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে। তবে নাড্ডা আসার আগে বঙ্কিমভবনের চারপাশে ছেয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়।
বঙ্কিমভবন থেকে দুপুর দেড়টা নাগাদ নাড্ডা যাবেন গৌরীপুরে। জুটমিল শ্রমিকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। এরপর বিকেল ৪টে নাগাদ বিজেপি সভাপতি যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর সাড়ে চারটে নাগাদ ধোবিঘাটে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন তিনি।