ঝাড়গ্রাম ও বাঁকুড়া: গতকাল খড়গপুরের রোড শো-র পর আজ অমিত শাহর মিশন জঙ্গলমহল। 


ঝাড়গ্রামের সার্কাস ময়দানে সকাল ১১টা নাগাদ জনসভা করবেন অমিত শাহ। সভায় থাকবেন ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর - জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। 


এরপর অমিত শাহ যাবেন বাঁকুড়ায়। রানিবাঁধ বিধানসভার খাতরায় দুপুর ১টা নাগাদ তাঁর নির্বাচনী সভা। সভায় থাকবেন রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু-সহ বিজেপি নেতারা। সভা শেষে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ।


ভোট ঘোষণার পর গতকালই প্রথম রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। খড়গপুরের রোডশোতে ঐক্যবদ্ধ বিজেপির বার্তা দিলেন অমিত শাহ। এক গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে ছিলেন দিলীপ ঘোষ এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে নবাগত অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। 


 



 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বললেন, ভিড় বলছে বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবাই ভোটের অপেক্ষায় কখন মোদিজিকে ভোটটা দেবেন।


২০১৬ সালের বিধানসভা ভোটে দিলীপ ঘোষ খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন ৫ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিং সোহন পালকে হারিয়ে জায়েন্ট কিলার হয়ে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি। 


২০১৯ সালের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ। উপনির্বাচনে খড়গপুর আসন বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে যায়। একুশের ভোটে খড়গপুর সদর কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।


 



 


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আদি সিটে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার, বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সমীর রায়। 


হিরণের সমর্থনে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এখানে দুশোর বেশি আসন নিয়ে বিজেপি সরকার বানাবে। বাংলার সর্বত্র বিকাশ করবে। তুষ্টিকরণ রুখবে।