অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক মণ্ডল, খড়্গপুর: ভোটের আগে নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারে করে পথে নামলেন মুখ্যমন্ত্রী। পাল্টা প্রচারে খড়্গপুরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন অমিত শাহ। রাজ্যের দুই প্রান্তে দুই ভিভিআইপি-র প্রচারে যুদ্ধ আর যুদ্ধজয়ের হুঙ্কার। 


১৪ মার্চ নন্দীগ্রাম দিবস। বঙ্গ রাজনীতির ক্যালেন্ডারে ভেরি ভেরি স্পেশাল ডে। সেই নন্দীগ্রাম দিবসেই পথে নামলেন দুই হেভিওয়েট। প্রচারে আহত হওয়ার পর এদিন প্রথম কোনও কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পর প্রথম রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


মমতা বললেন, ‘যন্ত্রণা আছে, কিন্তু স্বৈরাচারীকে সরানোর দায়িত্বও আছে।’


অমিত শাহ বলেন, ‘ভিড় বলছে বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সবাই ভোটের অপেক্ষায় কখন মোদিজিকে ভোটটা দেবেন।’


রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ৭৫-এর মধ্যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। ঠিক এমন দিনে খড়্গপুরে রোড শো-তে ঐক্যবদ্ধ বিজেপির বার্তা দিলেন অমিত শাহ। এক গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে ছিলেন দিলীপ ঘোষ এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে নবাগত অভিনেতা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।


২০১৬ সালের বিধানসভা ভোটে দিলীপ ঘোষ খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। পাঁচবারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালকে হারিয়ে জায়েন্ট কিলার হয়ে ওঠেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি ২০১৯-এর লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। উপনির্বাচনে খড়্গপুর আসন বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে যায়। একুশের ভোটে খড়গপুর সদর কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। দিলীপ ঘোষের আদি আসনে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার, বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সমীর রায়। অসমে ভোটপ্রচার সেরে এদিন খড়্গপুরে পৌঁছন অমিত শাহ। হিরণের সমর্থনে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


অমিত শাহ বলেন, ‘এখানে দুশোর বেশি আসন নিয়ে বিজেপি সরকার গড়বে। বাংলার সর্বত্র উন্নয়ন করবে, তোষণ রুখবে।’


মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘নিহত বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর।’


যুদ্ধের পথে অসংখ্য কাঁটা বিছানো। সেই কাঁটার বাধা সরিয়ে রাজনীতিতে আনকোরা প্রার্থীকে এগিয়ে নিয়ে যেতে নাগাড়ে গোলাপের পাপড়ি ছড়ালেন অমিত শাহ। ঘাস নাকি পদ্ম, খড়গপুর সদরে ইভিএমে কোন ফুল হাসবে, তা জানা যাবে ২ মে।