Suvendu Adhikari Resigns: মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু, মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূলের শীর্ষ নেতা-মন্ত্রীরা, শুরু জরুরি বৈঠক

এদিন সকালে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ই-মেল মারফৎ সিদ্ধান্ত জানান তিনি। ই-মেলের কপি পাঠান রাজ্যপালকেও

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Nov 2020 05:40 PM

প্রেক্ষাপট

পূর্ব মেদিনীপুর ও কোচবিহার: শুভেন্দুকে ঘিরে আরও বাড়ল জল্পনা। সরকারি নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন পরিবহণমন্ত্রী। প্রায় জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু। নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পরিবহণমন্ত্রী। এদিকে,...More

শুভেন্দুর পদত্যাগ: "তৃণমূলে এত অসন্তোষ যে আর কেউ থাকতে চাইছেন না", বললেন মুকুল




শুভেন্দুর পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক। এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানিয়ে রাখলেন, শুভেন্দু এলে বিজেপিরই লাভ। শুভেন্দুকে গণ আন্দোলনের ফসল বলেও উল্লেখ করেন মুকুল।


একইসঙ্গে তৃণমূলে "পিকে-শাসন"-কেও কটাক্ষ করেন তিনি। মুকুল বলেন, ‘তৃণমূলে এখন যা কিছু, তা পিকে। নির্বাচিত প্রতিনিধি কীভাবে চলবে, তা বলার কে পিকে? পিকে কি দলের পদাধিকারী? নাকি বেতনভুক কর্মচারী?


তাঁর মতে, ‘তৃণমূল সরকারে এত অসন্তোষ যে আর কেউ থাকতে চাইছেন না।’