পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই বাঁকুড়ায় প্রচার শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপাকে নিয়ে মিছিল করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে কথাও বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিধানসভা ভোটের বিউগল বেজে গেছে। এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। তবে প্রচার জোরকদমে চলছে। শনিবার সকালে বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপাকে নিয়ে মিছিল করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়!
এদিন, কাঞ্চনপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড।
রাঢ়বঙ্গ জোনের বিজেপি আহ্বায়ক পার্থ কুণ্ডু জানান, ‘‘রিপোর্ট কার্ড যতই দেখাক, নির্বাচনে বা ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে না। প্রার্থীর নাম ঘোষণার আগেই প্রচার শুরু করে লাভ হবে না।’’
পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘প্রতিদিনই তো এরকম করা হয়, সরকারি প্রকল্পের কথা প্রচার করা হচ্ছে, আমরা আশাবাদী জেলার ১২টি আসনেই আমরা জয়ী হব।’’
২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে বাঁকুড়া কেন্দ্রে ১ হাজার ২৯ ভোটে জিতেছিলেন শম্পা দরিপা। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। বাঁকুড়ায় ভোট পয়লা এপ্রিল।