প্রতিদিনের মতোই মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। প্রতিদিনের মতেই বাংলার রাজনৈতিক তরজার আগুনে ঘি ঢাললেন দিলীপ। কখনও তাঁর নিশানায় সৌগত, কখনও অভিষেক, কখনও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সোমবারই দিলীপ ঘোষ আর সৌগত রায়ের মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার রাজনীতি। সেই কথা টেনে প্রশ্ন করতেই বিজেপির রাজ্য সভাপতি তাঁর সভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, 'তৃণমূল কল্যান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মত বুড়ো খোকাকে বাক্স থেকে বার করছে! ওটা বুড়োদের পার্টি হয়ে গেছে। সবে সবাই মুখ খুলতে আরম্ভ করেছে। যাদের কোথাও যাওয়ার নেই তারাই পড়ে থাকবে ওই পার্টিতে।

শুভন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর দিলীপ ঘোষ বলেছিলেন, আগামী এক মাস খুব গুরুত্বপূর্ণ সময়। ' TMC দল ছেড়ে সবাই চলে যাচ্ছে। এক মাসের মধ্যে তৃণমূল শেষ হয়ে যাবে। এখন আর পরিস্থিতি সামলানোর বৈঠক করলেও লাভ হবে না। যে দলের কর্মীদের নেতৃত্বের উপরে ভরসা নেই সেই দলের নেতাদের পদত্যাগ করা উচিত।'

'এক মাস পরে দলটাই থাকবে না', ফের তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের


 

শুভেন্দুর লিফট মন্তব্যের পর এবার ক্যাপসুল লিফটের প্রসঙ্গ তুলেছেন মদল মিত্রও ! নিশানায় কে? কোন হেভিওয়েট?- রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর শুধু এই নয়, তৃণমূলের একের পর এক বিধায়ক যখন প্রশান্ত কিশোর সম্পর্কে অসন্তোষ উগড়ে দিচ্ছেন, তখন এ প্রসঙ্গেও স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বাক্যবাণ ছুঁড়ে দিয়েছেন মদনও । তিনি বলেছেন, 'পিকে দলের স্ট্রাটেজি ঠিক করবে, আমি যদি কাল কামারহাটির মানুষকে কেমন করে কাছে পাব, সেটা পিকে আমায় শেখাবে? এটা ভাবলে রং...কীভাবে কী করতে হবে, সেই উপদেশ দেবে, তবে কাল যদি হনুমান মন্দিরের উদ্বোধনে যাই, সেখানে কালো সালোয়ার পরব না, কমলা টিপ ওরা বলে দেবে?'
এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপও। তিনি বলেন, ''কী পোশাক পরবে, কী খাবে, সবকিছু ঠিক করে দেওয়া হচ্ছে। তাই আওয়াজ উঠেছে, পিকে হঠাও, তৃণমূল বাঁচাও।...বিহার থেকে এসে শুরু করলেন বাংলার গর্ব মমতা কর্মসূচি। ঘূর্ণিঝড়ে সেইসসমসমত ব্যানার ছিঁড়ে গেল।'

এখানেই থামেননি দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, 'একবার রাস্তায় নেমে জিজ্ঞেস করুন কে স্বাস্থ্যসাথী সুবিধা পেয়েছে,  সব লোককে বোকা বানানোর রাস্তা বাংলার লোক আর বোকা হতে রাজি নন আগের যে সমস্ত কার্ড দিয়েছিল সেগুলো কোথায় গেল তার হিসাব দিতে হবে আর কেউ ভুলবে না।'

সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচিকে  বলেন, 'নির্বাচনী স্টান্ট, আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন, তাতে লাভ হয়নি।'