West Bengal Elections Live Update: শুধু সরকার নয়, বিচারধারারও পরিবর্তন হবে, হুঙ্কার নাড্ডার
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
06 Feb 2021 07:11 PM
বাংলার সংস্কৃতি রক্ষা করার ক্ষমতা নেই তৃণমূল সরকারের। বঙ্গ সংস্কৃতি রক্ষা করবে বিজেপিই। নবদ্বীপের সভা থেকে আক্রমণ জে পি নাড্ডার।
ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার বদল। নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র। এডিজি-সিআইডি হলেন অনুজ শর্মা। ২০১৬-য় ভোটের সময় কলকাতার সিপি হয়েছিলেন সৌমেন মিত্র। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা। রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি হলেন জ্ঞানবন্ত সিংহ। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল। হাওড়ার পুলিশ কমিশনার হলেন সি সুধাকর। বিধাননগরের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় নন্দ। হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। তিনি হলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি। বিধাননগরের বর্তমান পুলিশ কমিশনার মুকেশ। তিনি হলেন বারাসাত রেঞ্জের ডিআইজি। ব্যারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি হলেন সিআইএফ-এর আইজি। সিআইডি-র বর্তমান এডিজি সিদ্ধনাথ গুপ্ত হলেন এডিজি দক্ষিণবঙ্গ। বর্তমানে এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র হলেন এডিজি প্ল্যানিং।
মহেশতলায় শোভন-বৈশাখীর রোড শো। মিছিল আটকানোর অভিযোগে পুলিশের সঙ্গে বচসা। কালো পতাকা নিয়ে তৃণমূলের বিক্ষোভ।
তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা আরও বলেন, ‘বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বেশি। আমফানের চাল তৃণমূল নেতাদের বাড়িতে পাওয়া গেছে। জয় শ্রীরাম স্লোগানে এত ঘৃণা কেন মমতার? কেউ স্লোগান দিলে এত রাগ করছেন কেন? মমতা যা করছেন রাজনীতি এবং ভোটের জন্য করছেন। বাজেটে বাংলার উন্নয়নে একাধিক ঘোষণা করা হয়েছে। মোদিজির প্রকল্পের নাম বদলে দিচ্ছেন মমতা। প্রকল্পের নাম বদলালেই মানুষের মন থেকে মোদির নাম মুছতে পারবেন না। কেউ মমতার সমালোচনা করলেই তাঁকে জেলে পাঠানো হচ্ছে। বাংলার সংস্কৃতির রক্ষা বাংলার বিজেপি নেতৃত্বই করবে। বহিরাগত স্লোগান তুলে কোনও কাজ হবে না। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা। দুর্নীতি দূর হবে, সুশাসন আসবে।’
‘নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন হবে না। এই পরিবর্তনে বিচারধারার পরিবর্তন হবে। এই মা-মাটি-মানুষের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রশাসনের রাজনীতিকরণ করেছে তৃণমূল সরকার। তোলাবাজি, তোষণ করে চলেছে তৃণমূল সরকার। বাংলার মানুষ এবার জেগে উঠেছেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, এই সরকারকে তাড়াতে হবে। মমতার সরকার উৎখাতের পর বাংলায় কেন্দ্রের কৃষক প্রকল্প বাস্তাবায়িত হবে। রাজ্যের ৫ জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে। মোদিজি বাংলার জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছেন। কিন্তু মমতা শুধু নেতিবাচক রাজনীতি করছেন। ২৩ মে-র পর বাংলায় সব হবে। বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেননি মমতা। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত বাংলায় চালু হবেই। কিষাণ সম্মান নিধিতে বাংলার ৭০ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মমতা সরলেই ৭০ লক্ষ কৃষক কিষান নিধির সুবিধা পাবেন। বাংলায় যেখানেই যাই পিসি-ভাইপোর করজোড়ে পোস্টার দেখতে পাই। আমায় অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার নেই। যেভাবে আমার নামের বিকৃতি করেছেন, তাতেই আপনার সংস্কৃতি বোধ স্পষ্ট। বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই সুস্থ সংস্কৃতি ফিরবে।’ নবদ্বীপের সভায় আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতির।
'বলছে, আমি অকৃতদার, আসলে অকৃতজ্ঞ'
যে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাকে বিশ্বাস করা উচিত? ধমকে চমকে লাভ নেই। যত বার প্রয়োজন হবে মেদিনীপুরে আসব, মাটি কামড়ে লড়তে হবে। মেদিনীপুরের ঐতিহ্য রক্ষা করার লড়াই।
যে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাকে বিশ্বাস করা উচিত? ধমকে চমকে লাভ নেই। যত বার প্রয়োজন হবে মেদিনীপুরে আসব, মাটি কামড়ে লড়তে হবে। মেদিনীপুরের ঐতিহ্য রক্ষা করার লড়াই।
'সারদার আমানতকারীরা ওদের বাড়ি ঘেরাও করুন'
সুদীপ্ত সেনের চিঠি আছে, বলছে, ৬ কোটি টাকা নিয়েছে। ওদের বাড়ি ঘেরাও করুন। কেন্দ্রে, রাজ্যে নাকি এক সরকার চাই। কেন, চুরি করতে সুবিধে হবে?
সুদীপ্ত সেনের চিঠি আছে, বলছে, ৬ কোটি টাকা নিয়েছে। ওদের বাড়ি ঘেরাও করুন। কেন্দ্রে, রাজ্যে নাকি এক সরকার চাই। কেন, চুরি করতে সুবিধে হবে?
'এখন আমার সঙ্গে না লড়ে আমার বৌকে টার্গেট করেছে'
বলছে, আমার বৌ ২ বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তোর সিআইএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমার বৌয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই।
বলছে, আমার বৌ ২ বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তোর সিআইএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমার বৌয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই।
পূর্ব মেদিনীপুর এবার বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে, বলছেন অভিষেক
মেদিনীপুর থেকে ১৬টা আসনে জেতান। কথা দিচ্ছি, সরকার গড়ার ৩ মাসের মধ্যে রাজনৈতিকভাবে ওদের দেউলিয়া করে দেব। ক্ষমতা থাকলে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের।
মেদিনীপুর থেকে ১৬টা আসনে জেতান। কথা দিচ্ছি, সরকার গড়ার ৩ মাসের মধ্যে রাজনৈতিকভাবে ওদের দেউলিয়া করে দেব। ক্ষমতা থাকলে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের।
'জোরে আওয়াজ তুলুন, শান্তিকু্ঞ্জ যেন থরথর করে কাঁপে'
যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, তাঁর পদলেহন করছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।
যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, তাঁর পদলেহন করছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।
কাঁথিতে অভিষেকের জনসভা
অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না। যারা এই মাটিকে কালিমালিপ্ত করেছে তাদের মেদিনীপুর থেকে বিতাড়িত করতে হবে, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বললেন অভিষেক।
অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না। যারা এই মাটিকে কালিমালিপ্ত করেছে তাদের মেদিনীপুর থেকে বিতাড়িত করতে হবে, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বললেন অভিষেক।
মোদিজির ৬ হাজার টাকার প্রকল্প জেদ করে নেননি মমতা, ৭০ লাখ বাঙালি কৃষক বঞ্চিত হয়েছেন, বললেন নাড্ডা
৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে আমরা পৌঁছেছি। রাজ্যে মমতাদির সরকার অন্যায় করেছে’, মোদিজি ৬ হাজার টাকা প্রকল্পের মারফত দিয়েছিলেন, সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতাদি। বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে, এখন আফশোস করে লাভ নেই। সব জায়গায় শুনছি জয় শ্রীরাম, মমতাদির রাগ হচ্ছে কেন? প্রশ্ন নাড্ডার।
৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে আমরা পৌঁছেছি। রাজ্যে মমতাদির সরকার অন্যায় করেছে’, মোদিজি ৬ হাজার টাকা প্রকল্পের মারফত দিয়েছিলেন, সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতাদি। বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে, এখন আফশোস করে লাভ নেই। সব জায়গায় শুনছি জয় শ্রীরাম, মমতাদির রাগ হচ্ছে কেন? প্রশ্ন নাড্ডার।
সাহাপুর গ্রামে যাচ্ছেন জেপি নাড্ডা
ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট থেকে সাহাপুরের পথে জেপি নাড্ডা। ৩ কিলোমিটার দূরে এই গ্রাম। এখানেই কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি, সারবেন মধ্যাহ্নভোজ।
ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট থেকে সাহাপুরের পথে জেপি নাড্ডা। ৩ কিলোমিটার দূরে এই গ্রাম। এখানেই কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি, সারবেন মধ্যাহ্নভোজ।
কোন্নগরে সৌমিত্র খাঁর বাইক র্যালির অনুমতি দিল না পুলিশ
কোন্নগরে সৌমিত্র খাঁ-র বাইক র্যালির অনুমতি দিল না পুলিশ। পরিবর্তে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। এদিন কোন্নগর জোড়াপুকুর ঘাট থেকে জিটি রোড ধরে চাঁপদানি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বাইক র্যালি করার কথা ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। কিন্তু নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণ দেখিয়ে বাইক র্যালির অনুমতি দেয়নি চন্দননগর কমিশনারেট।
অন্যদিকে, বিজেপির কর্মসূচির আগে কোন্নগর এলাকায় কালো পতাকা, বিজেপি নেতাদের ছবিতে লেপা হয় কালি। সৌমিত্র খাঁ-কে কটাক্ষ করে এলাকায় লাগানো হয় পোস্টার। বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূলের মদত রয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, নব্যর সঙ্গে আদি বিজেপি কর্মীদের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। তাই বাইক র্যালির পরিবর্তে ওই রুটে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি।
কোন্নগরে সৌমিত্র খাঁ-র বাইক র্যালির অনুমতি দিল না পুলিশ। পরিবর্তে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। এদিন কোন্নগর জোড়াপুকুর ঘাট থেকে জিটি রোড ধরে চাঁপদানি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বাইক র্যালি করার কথা ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। কিন্তু নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণ দেখিয়ে বাইক র্যালির অনুমতি দেয়নি চন্দননগর কমিশনারেট।
অন্যদিকে, বিজেপির কর্মসূচির আগে কোন্নগর এলাকায় কালো পতাকা, বিজেপি নেতাদের ছবিতে লেপা হয় কালি। সৌমিত্র খাঁ-কে কটাক্ষ করে এলাকায় লাগানো হয় পোস্টার। বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূলের মদত রয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, নব্যর সঙ্গে আদি বিজেপি কর্মীদের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। তাই বাইক র্যালির পরিবর্তে ওই রুটে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি।
হেলিকপ্টারে মালদা পৌঁছলেন জেপি নাড্ডা
বেলা সাড়ে বারোটায় পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠান। শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করবেন। সাহাপুরে রয়েছে কৃষক সুরক্ষা অভিযান। করবেন কৃষকদের সঙ্গে মধ্য়াহ্নভোজ।
বেলা সাড়ে বারোটায় পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠান। শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করবেন। সাহাপুরে রয়েছে কৃষক সুরক্ষা অভিযান। করবেন কৃষকদের সঙ্গে মধ্য়াহ্নভোজ।
৬ বছর পর আজ কাঁথিতে অভিষেক
দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথির অধিকারী-গড়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করবেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর এই প্রথম কাঁথিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জনসভায় একে অপরকে আক্রমণ করছেন দুই নেতা। এরই মধ্যে কাঁথিতে এসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত এই সভার পাল্টা কোন কমর্সূচি ঘোষণা করেনি বিজেপি।
দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথির অধিকারী-গড়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করবেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর এই প্রথম কাঁথিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জনসভায় একে অপরকে আক্রমণ করছেন দুই নেতা। এরই মধ্যে কাঁথিতে এসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত এই সভার পাল্টা কোন কমর্সূচি ঘোষণা করেনি বিজেপি।
কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও সিতাইয়ের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন দলের ব্লক সভাপতি। গতকাল দিনহাটা হাইস্কুলে কর্মিসভার আয়োজন করেন দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রসন্ন দেবশর্মা। সেখানে নাম না করে তিনি আক্রমণ করেন সিতাইয়ের বিধায়ককে। বিধায়কের বিরুদ্ধে গত ৫ বছরে কাজ না করার অভিযোগ তোলার পাশাপাশি, বিধানসভা ভোটে নতুন প্রার্থীর জন্য রাজ্য নেতৃত্বের কাছে আবেদনও জানান তৃণমূল ব্লক সভাপতি। প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব, প্রতিক্রিয়া সিতাইয়ের বিধায়কের। এনিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও সিতাইয়ের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন দলের ব্লক সভাপতি। গতকাল দিনহাটা হাইস্কুলে কর্মিসভার আয়োজন করেন দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রসন্ন দেবশর্মা। সেখানে নাম না করে তিনি আক্রমণ করেন সিতাইয়ের বিধায়ককে। বিধায়কের বিরুদ্ধে গত ৫ বছরে কাজ না করার অভিযোগ তোলার পাশাপাশি, বিধানসভা ভোটে নতুন প্রার্থীর জন্য রাজ্য নেতৃত্বের কাছে আবেদনও জানান তৃণমূল ব্লক সভাপতি। প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব, প্রতিক্রিয়া সিতাইয়ের বিধায়কের। এনিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেপি নাড্ডার জনসভা, নবদ্বীপে তুঙ্গে প্রস্তুতি
নবদ্বীপে জেপি নাড্ডার জনসভা ও রথযাত্রা কর্মসূচিকে ঘিরে সরগরম গেরুয়া শিবির। চটির মাঠে মঞ্চ প্রস্তুত। দলীয় পতাকায় ছয়লাপ সভাস্থল। পাহারায় রয়েছে সিআরপিএফ। আজ দুপুর সাড়ে ৩টেয় এখান থেকেই পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির। পুলিশ রথযাত্রায় অনুমতি না দিলেও, গেরুয়া শিবিরের তরফে প্রাথমিক রুট ঠিক করে রাখা হয়েছে। চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাত্রিবাসের সিদ্ধান্ত। কাল সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির।
নবদ্বীপে জেপি নাড্ডার জনসভা ও রথযাত্রা কর্মসূচিকে ঘিরে সরগরম গেরুয়া শিবির। চটির মাঠে মঞ্চ প্রস্তুত। দলীয় পতাকায় ছয়লাপ সভাস্থল। পাহারায় রয়েছে সিআরপিএফ। আজ দুপুর সাড়ে ৩টেয় এখান থেকেই পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির। পুলিশ রথযাত্রায় অনুমতি না দিলেও, গেরুয়া শিবিরের তরফে প্রাথমিক রুট ঠিক করে রাখা হয়েছে। চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাত্রিবাসের সিদ্ধান্ত। কাল সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির।
মমতা শুধু মুসলিমদের ভোট চান, বাকিদের দরকার নেই, বললেন দিলীপ ঘোষ
ওপার থেকে রোহিঙ্গারা আসবে, মুসলিম অনুপ্রবেশকারীরা আসবে, তারা ভোট দেবে। প্রশান্ত কিশোর তো বলে দিয়েছেন, ৩০ শতাংশ ভোট হাতে রেখে দিয়েছে। তাই দিদি বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে দেন না। তার মানে আপনি শুধু মুসলিমদের ভোট নিয়ে কাজ করবেন, মানে বাকিদের ভোট দরকার নেই, সেটাই বলতে চাইছেন। ফেসবুকে পোস্ট করলেন দিলীপ ঘোষ।
ওপার থেকে রোহিঙ্গারা আসবে, মুসলিম অনুপ্রবেশকারীরা আসবে, তারা ভোট দেবে। প্রশান্ত কিশোর তো বলে দিয়েছেন, ৩০ শতাংশ ভোট হাতে রেখে দিয়েছে। তাই দিদি বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে দেন না। তার মানে আপনি শুধু মুসলিমদের ভোট নিয়ে কাজ করবেন, মানে বাকিদের ভোট দরকার নেই, সেটাই বলতে চাইছেন। ফেসবুকে পোস্ট করলেন দিলীপ ঘোষ।
কৃষকদের সঙ্গে খিচুড়ি খাবেন নাড্ডা, চলছে প্রস্তুতি
মালদার সাহাপুর আমবাগানে আজ বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন জে পি নাড্ডা। কৃষকদের সঙ্গে সারবেন মধ্যাহ্নভোজ। মেনুতে আছে খিচুড়ি-তরকারি। সকাল থেকে চলছে রান্নার প্রস্তুতি। এই কর্মসূচিতে কৃষকদের আনা বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জে পি নাড্ডা। এরপর কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
মালদার সাহাপুর আমবাগানে আজ বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন জে পি নাড্ডা। কৃষকদের সঙ্গে সারবেন মধ্যাহ্নভোজ। মেনুতে আছে খিচুড়ি-তরকারি। সকাল থেকে চলছে রান্নার প্রস্তুতি। এই কর্মসূচিতে কৃষকদের আনা বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জে পি নাড্ডা। এরপর কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নাড্ডার রোড শোর আগে ফ্লেক্স, কাটআউট সরিয়ে লাগানো হল তৃণমূলের পোস্টার, আটক ২
জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে মালদার পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে মালদার পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
নাড্ডার রোড শোর আগে ফ্লেক্স, কাটআউট সরিয়ে লাগানো হল তৃণমূলের পোস্টার, আটক ২
জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে মালদার পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে মালদার পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
এখনও মেলেনি অনুমতি, আজ নবদ্বীপ থেকে রথ ছোটাবে বিজেপি
বিধানসভা ভোটের দিকে তাকিয়ে আজ নবদ্বীপ থেকে রথ ছোটানোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। অথচ এখনও পর্যন্ত ঝুলে তার অনুমতি। পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টে রথ মামলা বিচারাধীন থাকায়, এখনই অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বিজেপি তাদের হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি পালনে অনড়।
বিধানসভা ভোটের দিকে তাকিয়ে আজ নবদ্বীপ থেকে রথ ছোটানোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। অথচ এখনও পর্যন্ত ঝুলে তার অনুমতি। পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টে রথ মামলা বিচারাধীন থাকায়, এখনই অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বিজেপি তাদের হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি পালনে অনড়।
শনিবার সকালের খবর
শুভেন্দু অসফল, দুর্নীতিতে অভিযুক্ত,দাবি অভিষেকের আইনজীবীর
শুভেন্দু অধিকারীর মানহানি-নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, সারদাকাণ্ড এবং নারদকাণ্ডে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোন ফৌজদারি মামলা নেই। তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সারদা ও নারদকাণ্ডে তদন্ত এড়াতেই শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়েছেন।
শুভেন্দু অসফল, দুর্নীতিতে অভিযুক্ত,দাবি অভিষেকের আইনজীবীর
শুভেন্দু অধিকারীর মানহানি-নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, সারদাকাণ্ড এবং নারদকাণ্ডে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোন ফৌজদারি মামলা নেই। তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সারদা ও নারদকাণ্ডে তদন্ত এড়াতেই শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়েছেন।
শান্তিপুরে তৃণমূলের দলত্যাগী বিধায়ককে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন। সম্প্রতি বিজেপিতে যোগ দেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। শান্তিপুরের বাগদেবীপুর ও করমচাপুর এলাকায় তাঁর নামে খুনের হুমকি দিয়ে একাধিক জায়গায় দেওয়াল লেখা হয়। ৭ দিনের মধ্যে এলাকা না ছাড়লে, বিধায়ককে খুনের হুমকি দেওয়া হয়েছে। গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র, অভিযোগ সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়কের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ভোট করতে হবে ১০ দফায়, প্রতি বুথে চাই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনে দাবি রাখল বিজেপি
দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে দাবি পেশ করল বিজেপির প্রতিনিধি দল। বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সম্ভব হলে ১০ দফায় নির্বাচন এবং যাদের নামে অভিযোগ আছে নির্বাচনের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই তিনটি দাবি নিয়ে আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতা-নেত্রীরা।
দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে দাবি পেশ করল বিজেপির প্রতিনিধি দল। বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সম্ভব হলে ১০ দফায় নির্বাচন এবং যাদের নামে অভিযোগ আছে নির্বাচনের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই তিনটি দাবি নিয়ে আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতা-নেত্রীরা।
তৃণমূলে নাম লেখালেন দীপঙ্কর দে
তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে ও ভরত কল। রশিদ খানের কন্যা শাওনা খানও তৃণমূলে যোগ দিয়েছেন।
তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে ও ভরত কল। রশিদ খানের কন্যা শাওনা খানও তৃণমূলে যোগ দিয়েছেন।
বিজেপির রথযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করেনি রাজ্য, দাবি তৃণমূলের
নবদ্বীপে বিজেপির রথযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করেনি রাজ্য। দাবি তৃণমূলের। শাসক শিবিরের দাবি, এনিয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের এক নেতা মুখ্য সচিবের কাছ থেকে রথযাত্রার অনুমতি চান। মুখ্য সচিবের দফতর জানায়, বিষয়টি স্থানীয় প্রশাসনের আওতাধীন। সেখানে আবেদন জানাতে পরামর্শ দেওয়া হয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এখানে শাসকদলের কোন ভূমিকা নেই। দাবি তৃণমূলের।
নবদ্বীপে বিজেপির রথযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করেনি রাজ্য। দাবি তৃণমূলের। শাসক শিবিরের দাবি, এনিয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের এক নেতা মুখ্য সচিবের কাছ থেকে রথযাত্রার অনুমতি চান। মুখ্য সচিবের দফতর জানায়, বিষয়টি স্থানীয় প্রশাসনের আওতাধীন। সেখানে আবেদন জানাতে পরামর্শ দেওয়া হয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এখানে শাসকদলের কোন ভূমিকা নেই। দাবি তৃণমূলের।
ধর্মনিরপেক্ষ রাজনীতির আসল উদ্দেশ্য মুসলিম তোষণ, মান্নানকে টুইট-কটাক্ষ অমিত মালব্যর
সনিয়া গান্ধীকে লেখা চিঠি নিয়ে আবদুল মান্নানকে টুইট রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর। ট্যুইটারে তিনি লেখেন, ‘ধর্মনিরপেক্ষ’ রাজনীতির আসল উদ্দেশ্য হল মুসলিম তোষণ। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আবদুল মান্নান, সনিয়া গাঁধীকে লেখা চিঠিতে এই মুসলিম ভোটব্যাঙ্ককে পাশে পাওয়ার মরিয়া চেষ্টাকে গোপনও করতে পারেননি। তাঁর চিঠি পড়ে মনে হচ্ছে যেন হিন্দুদের কোনও গুরুত্বই নেই।
বিধানসভা ভোটের আগে আব্বাস সিদ্দিকির নেতৃত্বাধানী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে নির্বাচনী সমঝোতার অনুমতি চেয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর টুইট-কটাক্ষ।
সনিয়া গান্ধীকে লেখা চিঠি নিয়ে আবদুল মান্নানকে টুইট রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর। ট্যুইটারে তিনি লেখেন, ‘ধর্মনিরপেক্ষ’ রাজনীতির আসল উদ্দেশ্য হল মুসলিম তোষণ। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আবদুল মান্নান, সনিয়া গাঁধীকে লেখা চিঠিতে এই মুসলিম ভোটব্যাঙ্ককে পাশে পাওয়ার মরিয়া চেষ্টাকে গোপনও করতে পারেননি। তাঁর চিঠি পড়ে মনে হচ্ছে যেন হিন্দুদের কোনও গুরুত্বই নেই।
বিধানসভা ভোটের আগে আব্বাস সিদ্দিকির নেতৃত্বাধানী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে নির্বাচনী সমঝোতার অনুমতি চেয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর টুইট-কটাক্ষ।
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপির কাছে তথ্য চাইল পুলিশ
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চাইল নদিয়া জেলা পুলিশ। শনিবার মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় কোথায় সভা হবে, মিছিলকারীরা কোথায় রাত্রিবাস করবেন - সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি, চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে এই কর্মসূচির জন্য সব রকম প্রস্তুতি চূড়ান্ত করতে যেন তত্পর হয় বিজেপি নেতৃত্ব। বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের মুখে রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চাইল নদিয়া জেলা পুলিশ। শনিবার মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় কোথায় সভা হবে, মিছিলকারীরা কোথায় রাত্রিবাস করবেন - সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি, চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে এই কর্মসূচির জন্য সব রকম প্রস্তুতি চূড়ান্ত করতে যেন তত্পর হয় বিজেপি নেতৃত্ব। বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের মুখে রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
হাবরার তৃণমূল নেতার ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা
হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা জাকির হোসেনের একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা দেখা দিয়েছে। হাবরার এই তৃণমূল নেতা তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে আছেন। জাকির সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেছেন, তাতে মজার ছলে অন্য দলের না যাবার মুচলেকানামা লিখেছেন তিনি । এর পরিপ্রেক্ষিতে বর্তমান হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা তাঁর তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, যাঁরা দলকে ভালবাসেন তাঁরা কখনওই ফেসবুকে এরকম পোস্ট করবেন না, অন্য দলে তাঁরা যেতেই পারেন কিন্তু আলোচনার জন্য সব সময় তাঁদের পথ খোলা আছে। দলীয় স্তরে আলোচনা হতে পারে কিন্তু ফেসবুকে এরকম লেখাটা ঠিক নয়। অন্যদিকে যিনি পোস্ট করেছেন সেই জাকির হোসেন জানান, গত দু'বছর ধরে তাঁর সঙ্গে দলের সেভাবে সম্পর্ক নেই, কোনও রকম যোগাযোগ রাখছে না দল, কোনও কর্মসূচিতে তাঁকে ডাকছে না। সুতরাং সম্ভবত ১৫ তারিখ তিনি তাঁর অনুগামী কর্মীদের নিয়ে একটি পিকনিক বা সভার আয়োজন করেছেন, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজেপি নেতা নীলরতন মিত্র মন্তব্য করেছেন, তৃণমূল দলে গণতন্ত্র নেই। সুচিন্তক যারা তাদের জায়গা নেই। সেই কারণে দলের সকলেই বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। যদি বিজেপির আদর্শ মেনে তাঁরা চলতে পারেন তাহলে তাঁদের বিজেপিতে স্বাগতম।
হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা জাকির হোসেনের একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা দেখা দিয়েছে। হাবরার এই তৃণমূল নেতা তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে আছেন। জাকির সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেছেন, তাতে মজার ছলে অন্য দলের না যাবার মুচলেকানামা লিখেছেন তিনি । এর পরিপ্রেক্ষিতে বর্তমান হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা তাঁর তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, যাঁরা দলকে ভালবাসেন তাঁরা কখনওই ফেসবুকে এরকম পোস্ট করবেন না, অন্য দলে তাঁরা যেতেই পারেন কিন্তু আলোচনার জন্য সব সময় তাঁদের পথ খোলা আছে। দলীয় স্তরে আলোচনা হতে পারে কিন্তু ফেসবুকে এরকম লেখাটা ঠিক নয়। অন্যদিকে যিনি পোস্ট করেছেন সেই জাকির হোসেন জানান, গত দু'বছর ধরে তাঁর সঙ্গে দলের সেভাবে সম্পর্ক নেই, কোনও রকম যোগাযোগ রাখছে না দল, কোনও কর্মসূচিতে তাঁকে ডাকছে না। সুতরাং সম্ভবত ১৫ তারিখ তিনি তাঁর অনুগামী কর্মীদের নিয়ে একটি পিকনিক বা সভার আয়োজন করেছেন, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজেপি নেতা নীলরতন মিত্র মন্তব্য করেছেন, তৃণমূল দলে গণতন্ত্র নেই। সুচিন্তক যারা তাদের জায়গা নেই। সেই কারণে দলের সকলেই বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। যদি বিজেপির আদর্শ মেনে তাঁরা চলতে পারেন তাহলে তাঁদের বিজেপিতে স্বাগতম।
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চাইল পুলিশ
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপির নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চাইল নদিয়া জেলা পুলিশ। শনিবার মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় কোথায় সভা হবে, মিছিলকারীরা কোথায় রাত্রিবাস করবেন - সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি, চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে এই কর্মসূচির জন্য সব রকম প্রস্তুতি চূড়ান্ত করতে যেন তৎপর হয় বিজেপি নেতৃত্ব। বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের মুখে রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। যাত্রা বাতিল করার দাবিতে হাইকোর্টে মামলাও হয়েছে।
নবদ্বীপে রথযাত্রা নিয়ে বিজেপির নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চাইল নদিয়া জেলা পুলিশ। শনিবার মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় কোথায় সভা হবে, মিছিলকারীরা কোথায় রাত্রিবাস করবেন - সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি, চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে এই কর্মসূচির জন্য সব রকম প্রস্তুতি চূড়ান্ত করতে যেন তৎপর হয় বিজেপি নেতৃত্ব। বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের মুখে রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। যাত্রা বাতিল করার দাবিতে হাইকোর্টে মামলাও হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: শুভেন্দু অধিকারীর মানহানি-নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠিতে তোলাবাজি, সারদাকাণ্ড এবং নারদকাণ্ডে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোন ফৌজদারি মামলা নেই।
তৃণমূল সাংসদের আইনজীবীর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বয়সে বড় হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী অযোগ্য এবং অসফল। সেই কারণেই ২ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে শিশু এবং অপরিণত বলেছেন শুভেন্দু। পাশাপাশি, ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, সারদা ও নারদকাণ্ডে তদন্ত এড়াতেই শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -