গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরে যে আদিবাসী মানসিক ভারসাম্যহীন মহিলাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে, তাঁর ভবিষ্যতের দায়িত্ব নেবে রাজ্য সরকার। আজ গঙ্গারামপুরের প্রশাসনিক সভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘নির্যাতিতা আমার বোনের মতো। তাঁকে ইতিমধ্যেই ৪.১২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে।’


রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘গতকাল মালদা মেডিক্যাল কলেজে নির্যাতিতার সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেটার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।’



আজ গঙ্গারামপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘একজন মহিলার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, সেটা শুনে আমি দুঃখিত। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গতকাল হাসপাতালে গিয়ে আমি তাঁকে দেখে এসেছি। আমি চাই তিনি যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এখনও আমাদের সমাজে এই ধরনের কিছু লোকজন আছে। তারা কেন অপরাধ করে, সে বিষয়ে আমার কোনও ধারণা নেই। তাদের অপরাধ করা থেকে আটকাতে হবে। তাই মা-বোন, ছাত্র-ছাত্রী, কৃষকদের এগিয়ে এসে প্রতিরোধ গড়তে হবে।’