ক্যানিং (দক্ষিণ ২৪ পরগনা):  ওভার হেড তার ছিঁড়ে ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে আগুন।  হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ঘটনার জেরে ব্যাহত শিয়ালদা-ক্যানিং শাখার ট্রেন চলাচল।


ঘড়িতে তখন ঠিক বেলা ১২টা। ৫ মিনিট পরেই ক্যানিং স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার কথা শিয়ালদাগামী আপ ক্যানিং লোকালের। ট্রেনে উঠে পড়েছেন যাত্রীরা। স্টেশন চত্বরেও থিকথিকে ভিড়।

ঠিক সেইসময়ই ঘটে অঘটন। দাঁড়িয়ে থাকা লোকালের উপর ছিঁড়ে পড়ে ওভার হেড তার।



বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেলকর্মীরা। খালি করে দেওয়া হয় প্ল্যাটফর্ম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তার আগেই অবশ্য আগুন নিভে যায়।

কী কারণে ওভার হেড তার ছিঁড়ে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে রেলের তরফে।

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় শিয়ালদা-ক্যানিং শাখার ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।