কলকাতা: পাক গোলাবর্ষণে নিহত জওয়ানের শেষকৃত্যে বিজেপি সাংসদকে আটকানোর অভিযোগ নিয়ে ট্যুইটারে রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন জগদীপ ধনকড়।
রাজ্যপালের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে কিছু নেই। পলাশি শ্মশানে নিহত জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, সেই সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করেছে। এমন একটি অনুষ্ঠানে শাসকদলের সাংসদ যেখানে অতিথি সেখানে বিরোধীদলের সাংসদকে চোখ রাঙানো হচ্ছে। গণতন্ত্রকে বাঁচাতে হলে উর্দিধারী পশ্চিমবঙ্গ পুলিশের এই অপরাধের দৃষ্টান্তমূলক পরিণতি হওয়া উচিত। সরকারি কর্মচারীরা রাজনৈতিকভাবে কাজ করলে তাদের আইনের কোপে পড়তে হবে।
পাশাপাশি, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে উদ্দেশ্য করে রাজ্যপাল লিখেছেন, রাজ্যের কাছ থেকে তথ্য চাওয়া নিয়ে আপনার তরফে কী বাধ্যবাধ্যকতা রয়েছে, তা আমার জানা নেই। কিন্তু প্রশাসনের কেউ উর্দিধারীদের এধরনের সীমালঙ্ঘন দেখলে চমত্কৃত হবে।
গত কয়েকমাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তোপ দাগছেন ধনকড়। পাল্টা, রাজ্যপালকে এখানে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় অভিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী।