সুমন ঘড়াই, কলকাতা: বুধবারই শেষ হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহার কর্মজীবন। তারপর কে হবেন পরবর্তী মুখ্যসচিব, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল! প্রত্যাশামতোই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পয়লা অক্টোবর মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করবেন ১৯৮৭ ব্যাচের এই আইএএস অফিসার।
অর্থাত্ সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২১-এর বিধানসভা ভোটের সময় রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকবেন আলাপনই। সোমবার ট্যুইট করে প্রথমে রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম জানান মুখ্যমন্ত্রী।
তারপর বিজ্ঞপ্তি জারি করে নবান্নও।আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী।
তিনি অর্থসচিব ছিলেন!নতুন অর্থসচিব হচ্ছেন মনোজ পন্থ। তিনি বর্তমানে ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিব পদে রয়েছেন।
মোট ১০ জন আমলার রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। অবসরের পর রাজীব সিনহাকে তিন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান করা হচ্ছে।
রাজ্যের পরবর্তী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নতুন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 10:05 PM (IST)
বুধবারই শেষ হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহার কর্মজীবন। তারপর কে হবেন পরবর্তী মুখ্যসচিব, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল! প্রত্যাশামতোই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -