সুজিত মণ্ডল, নদিয়া: একসঙ্গে সংসার করার স্বপ্ন নিয়ে রেজিস্ট্রি করেছিলেন। কিন্তু, সংসার করা তো দূরের কথা, সেই স্ত্রীকে ফেরত পেতে এখন শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসতে হল ২৮ বছরের যুবককে।  সঙ্গে প্ল্যাকার্ডে লেখা –‘আমার বউকে ফিরিয়ে দাও’।


সোমবার সকালে এই দৃশ্য দেখে বিস্মিত নদিয়ার হরিনঘাটা থানার সোনাখালির বাসিন্দারা।

২৮ বছর বয়সী এই যুবকের নাম বাবু মল্লিক। তাঁর দাবি, সঙ্গীতা ঘোষ নামে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গতমাসের ৩ তারিখে তাঁরা আইনি মতে বিয়ে করেন। এরপর তরুণী নিজের বাড়িতে ফিরে যান।

কিন্তু, এরপর থেকে তরুণীকে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্ত্রীকে ফেরত পেতে রবিবার রাত থেকে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন এই তরুণ। সঙ্গে প্ল্যাকার্ডে স্ত্রীকে ফেরানোর আর্জি এবং বিয়ের ছবি।

বাবু মল্লিকের অভিযোগ, একমাস ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মারধর করা হচ্ছে। ফিরতে দিচ্ছে না।

তরুণীর জ্যেঠিমা শিখা ঘোষ, মেয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। তাই অন্যত্র রাখা হয়েছে।

স্ত্রীকে ফেরত চেয়ে স্বামীর ধর্নার খবর পঞ্চায়েত অবধি পৌঁছে গিয়েছে। বিরোহী (১) গ্রাম পঞ্চায়েত সদস্য

আবদুল গফ্ফর বিশ্বাস বলেছেন, এই ঘটনার খবর তিনি শুনেছেন। কেউ কিছু বললে সহযোগিতা করবেন।

দাবি আদায়ের জন্য রাজনৈতিক নেতাদের ধর্না দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। তবে স্ত্রীকে ফেরত চেয়ে স্বামীর ধর্না সাড়া ফেলেছে হরিনঘাটার সোনাখালিতে।