WB Interim Budget 2021 LIVE Updates: 'শহরে আরও স্কাইওয়াক-উড়ালপুল, আগামী ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা', রাজ্য অন্তর্বর্তী বাজেটে মমতা

WB Interim Budget 2021: অর্থমন্ত্রীর বদলে বাজেট পেশ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Feb 2021 08:00 PM

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্য বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে বিধানসভায় হইচই। বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত বাম-কংগ্রেসের। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। গণ্ডগোলের জেরে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ভোট অন...More

WB Interim Budget 2021: আগামী ৩ বছরে প্রশাসন-পুলিশে শূন্যপদ পূরণ: বাংলার অন্তর্বর্তী বাজেটে মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ বছরে প্রশাসন-পুলিশে শূন্যপদ পূরণ করা হবে।