WB Interim Budget 2021 LIVE Updates: 'শহরে আরও স্কাইওয়াক-উড়ালপুল, আগামী ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা', রাজ্য অন্তর্বর্তী বাজেটে মমতা

WB Interim Budget 2021: অর্থমন্ত্রীর বদলে বাজেট পেশ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Feb 2021 08:00 PM
WB Interim Budget 2021: আগামী ৩ বছরে প্রশাসন-পুলিশে শূন্যপদ পূরণ: বাংলার অন্তর্বর্তী বাজেটে মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ বছরে প্রশাসন-পুলিশে শূন্যপদ পূরণ করা হবে।
WB Interim Budget 2021: ২ বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দর, বরাদ্দ ২ হাজার কোটি: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পকে উৎসাহ দিতে ইনসেনটিভ স্কিম। ৩০ জুন, ২০২১ পর্যন্ত যাত্রী পরিবহণে রোড ট্যাক্স মকুব। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে তাজপুর গভীর সমুদ্র বন্দর। পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হবে শিল্পনগরী। ডানকুনি-আসানসোল-বড়জোড়া পর্যন্ত শিল্প করিডর। জঙ্গল সুন্দরী, কর্ম নগরী নামে নতুন শিল্প করিডর। নতুন শিল্প করিডরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ। ২ বছরের মধ্যে অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর। অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ২ হাজার কোটি বরাদ্দ।’
WB Interim Budget 2021: শহরে আরও নতুন স্কাইওয়াক, উড়ালপুল: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রাস্তা পর্যন্ত উড়ালপুল। বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। উল্টোডাঙা-পোস্তা, পাইকপাড়া-শিয়ালদা পর্যন্ত উড়ালপুল। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। রুবি থেকে কালিকাপুর, বালিগঞ্জে পথচারীদের জন্য স্কাইওয়াক। পার্ক সার্কাসে পথচারীদের জন্য স্কাইওয়াক। আগামী দিনে পথচলা হবে আরও মসৃণ।’
WB Interim Budget 2021: আগামী ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। আগামী ৫ বছরের মধ্যে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা। রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করা হবে গ্রামীণ রাস্তা। কলকাতা থেকে বাসন্তী ৪ লেনের রাস্তা। টালা থেকে ডানলপ ৬ লেনের উড়ালপুল। উল্টোডাঙা-বাঙুরের সংযোগকারী ৩ কিমি।
WB Interim Budget 2021: ৬০ বছরের ঊর্ধ্বেদের জন্য পেনশন, পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকা বাড়ি তৈরির জন্য দেড় হাজার কোটি বরাদ্দ। ‘৬০ বছরের ঊর্ধ্বেদের জন্য পেনশন দেবে রাজ্য সরকার। পেনশনে ১ হাজার কোটি বরাদ্দ। প্রতি বছর পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে ১০০ কোটি বরাদ্দ।’
WB Interim Budget 2021: রাজ্যের ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায়: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায়। ‘আগামী দিনে এই সব প্রকল্প একটা নজির হয়ে থাকবে। প্রতি প্রকল্পেই ব্যয় বরাদ্দ করা হয়েছে, শুধুই প্রতিশ্রুতি নয়। বছরে ২ বার পাড়ায় পাড়ায় সমাধান-দুয়ারে সরকার।’
WB Interim Budget 2021: ২০২১ জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘বিনামূল্যে রেশন ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে। জুন, ২০২১-র পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা। স্বাস্থ্য সাথী কার্ড প্রতি ৩ বছরে নবিকরণ করা যাবে’
‘স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ।
WB Interim Budget 2021: রাজ্যের ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায়: রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায়। ‘আগামী দিনে এই সব প্রকল্প একটা নজির হয়ে থাকবে। প্রতি প্রকল্পেই ব্যয় বরাদ্দ করা হয়েছে, শুধুই প্রতিশ্রুতি নয়। বছরে ২ বার পাড়ায় পাড়ায় সমাধান-দুয়ারে সরকার।’
WB Interim Budget 2021: কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটিলিয়ন গঠন, ১০ কোটি টাকা বরাদ্দ: বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে নিউটাউনে স্মারক। প্রতি জেলায় জয় হিন্দ ভবন তৈরি করা হবে। কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটিলিয়ন তৈরি হবে। নেতাজি ব্যাটিলিয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ। নেতাজি যোজনা কমিশনের জন্য ৫০০ কোটি বরাদ্দ।’
West Bengal Budget 2021: ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য: বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interim Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দিনে তফশিলিদের মাটির বাড়ি পাকা করা হবে। ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য। মাতৃ বন্দনা নামে নতুন কর্মসূচির মাধ্যমে ২৫ হাজার কোটি ঋণ। ধাপে ধাপে ১ লক্ষ ৫০ হাজার উদ্বাস্তুদের জমির দলিল।
WB Budget 2021: আগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি বরাদ্দ: বাজেটে মুখ্যমন্ত্রী মমতা



WB Interm Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন,‘রাজ্যে ২০০টি স্কুলে রাজবংশী পড়ানো হয়। রাজবংশী পড়ানোর জন্য ২০০টি স্কুলকে অনুমোদন। সরকারি অনুমোদিত মাদ্রাসাগুলিতে আর্থিক সহায়তা। আগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি বরাদ্দ।
West Bengal Budget 2021: রাজ্যের বিভিন্নক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে, বিধানসভায় বাজেট পেশ মুখ্যমন্ত্রীর



WB Interm Budget 2021: রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। রাজ্যে কল্যাণমূলক অনেক কর্মসূচি চলছে। রাজ্যের বিভিন্নক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে। নেপালি, হিন্দি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল।’

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্য বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে বিধানসভায় হইচই। বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত বাম-কংগ্রেসের। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। গণ্ডগোলের জেরে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমমন্ত্রীর বদলে কেন মুখ্যমন্ত্রী পেশ করছেন বাজেট? প্রশ্ন বিরোধীদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.