West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ

Fuel price in Kolkata unchanged. | পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সানি খান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jul 2021 10:50 PM

প্রেক্ষাপট

দীপক ঘোষ, রুমা পাল ও ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুকুল রায়। প্রতিবাদে এবার বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির আট...More

West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ

বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ। সিভিল ইঞ্জিনিয়ারিং ও বাংলা বিভাগে চুরি। ল্যাবরেটারি থেকে একাধিক যন্ত্রাংশ চুরির অভিযোগ। বাংলা বিভাগে ৩টি ঘরের তালা ভেঙে কম্পিউটার চুরি। যাদবপুর থানায় অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। ঠিক কী কী চুরি গিয়েছে, দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।