West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ

Fuel price in Kolkata unchanged. | পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সানি খান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jul 2021 10:50 PM
West Bengal News Live Updates: বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ

বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে চুরি গবেষণার দুর্মূল্য যন্ত্রাংশ। সিভিল ইঞ্জিনিয়ারিং ও বাংলা বিভাগে চুরি। ল্যাবরেটারি থেকে একাধিক যন্ত্রাংশ চুরির অভিযোগ। বাংলা বিভাগে ৩টি ঘরের তালা ভেঙে কম্পিউটার চুরি। যাদবপুর থানায় অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। ঠিক কী কী চুরি গিয়েছে, দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates:কেশিয়াড়িতে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ

কেশিয়াড়িতে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। বিজেপি করায় সামাজিক বয়কটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।সপরিবারে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। সালিশি সভায় ৮ লক্ষ টাকা দাবি, না দিতে পারায় চাপ । চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা, দাবি বিজেপি নেতার।মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা, পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি

West Bengal News Live Updates:মঙ্গলকোট থেকে ফেরার পথে দুর্ঘটনায় অনুব্রতর কনভয়, আহত তিন মহিলা পুলিশকর্মী

মঙ্গলকোট থেকে ফেরার পথে দুর্ঘটনায় অনুব্রত মণ্ডলের কনভয় ।অনুব্রত মণ্ডলকে ছেড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কনভয়।বীরভূমের সোনাঝুরির কাছে বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা।দুর্ঘটনায় ৩ মহিলা পুলিশকর্মী গুরুতর আহত

WB News Live Updates: ভার্চুয়ালি তৃণমূলের ২১ জুলাই দেশ জুড়ে পালনের প্রস্তুতি

ভার্চুয়ালি তৃণমূলের ২১ জুলাই দেশ জুড়ে পালনের প্রস্তুতি।দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরায় ২১ জুলাই পালনের প্রস্তুতি।ভিন রাজ্যেও তৃণমূলনেত্রীর ভাষণের সম্প্রচারের চেষ্টা।সর্বভারতীয় স্তরে মমতার বার্তা পৌঁছে দিতে কৌশল তৃণমূলের

West Bengal News Live Updates: এবার হাওড়ায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ঘিরে বিক্ষোভ

বরাকরের পর এবার হাওড়ায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ। ‘পুলিশ হেফাজতে’ রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত হাওড়ার পাঁচলা।চোর সন্দেহে ধৃত যুবকের রহস্যমৃত্যুতে তুলকালাম।‘পুলিশ হেফাজতে মৃত্যু হয়নি, ছেড়ে দেওয়া হয়েছিল’, হেফাজতে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দাবি পুলিশের

WB News Live Updates: জোড়াবাগান এলাকা থেকে বাজেয়াপ্ত শুভদীপের নীল বাতি লাগানো গাড়ি

সিবিআই অফিসার পরিচয়ে, প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালাল পুলিশ। জোড়াবাগান এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। এই গাড়িতেই ঘুরতেন ভুয়ো সিবিআই অফিসার, দাবি পুলিশের।

West Bengal News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট

করোনা সংক্রমণ মোকাবিলায় মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট। পিপিপি মডেলে এই প্লান্ট হলে হরিশ্চন্দ্রপুরের পাশাপাশি, আশপাশ এলাকার বহু মানুষের উপকার হবে। আগামী সপ্তাহে অক্সিজেন প্লান্ট চালু হয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

WB News Live Updates: বকখালির কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১০ জন মত্স্যজীবী

বকখালির কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবি। নিখোঁজ ১০ জন মত্স্যজীবী। উদ্ধার ২। স্থানীয় সূত্রে খবর, ৬ দিন আগে ১২ জন মত্স্যজীবীকে নিয়ে সমুদ্রে পাড়ি দেয় এফবি হৈমবতী। মাছ ধরে ফ্রেজারগঞ্জে ফেরার পথে, আজ ভোর ৫টা নাগাদ বকখালির রক্তেশ্বরীর চরের কাছে উল্টে যায় ট্রলার। নিখোঁজ মত্স্যজীবীদের সন্ধান চলছে।

West Bengal News Live Updates:হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গির কাছে মেলা নথিতে সাঙ্কেতিক বার্তা

হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গির কাছে মেলা নথিতে সাঙ্কেতিক বার্তা। নাজিয়ুরের কাছে পাওয়া নথিতে ‘হালাল অ্যান্ড ফ্রেস’ লেখা সঙ্কেত।‘হালাল অ্যান্ড ফ্রেস’ কী কোনও অভিযানের কোড?কী কারণে সাঙ্কেতিক বার্তা, তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ।কোথায় তৈরি হল জাল ভোটার কার্ড, আধার কার্ড?  সেলিম মুন্সি, শেখ শাকিলের খোঁজে কলকাতা পুলিশের এসটিএফ

WB News Live Updates:নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম মামলা স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী। বাংলা থেকে অন্য কোনও রাজ্যে মামলা পাঠানোর আর্জি।ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের শুভেন্দু অধিকারীর। আবেদনে তিনি বলেছেন, ‘বিচারব্যবস্থার উপর চাপ তৈরি, কলুষিত করার চেষ্টা চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা আদালতের।বিচারপতি কৌশিক চন্দের রায়েই চাপ তৈরির বিষয় স্পষ্ট।’ তাই অন্য রাজ্যে মামলা স্থানান্তর করা হোক, আবেদন শুভেন্দুর

West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ফের দেবাঞ্জনের কসবার অফিসে সিআইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ফের দেবাঞ্জনের কসবার অফিসে সিআইডি।দেবাঞ্জন-সহ ৫ অভিযুক্তকে নিয়ে কসবার অফিসে সিআইডি।ইঞ্জেকশনের ভায়াল-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত

WB News Live Updates:রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকে বিধান পরিষদ নিয়ে আলোচনা, খবর সূত্রের

রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক। রাজ্যপাল-মুখ্যমন্ত্রী প্রায় ২ ঘণ্টা বৈঠক ।বিধান পরিষদ নিয়ে আলোচনা, খবর সূত্রের

West Bengal News Live Updates:রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ, সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো

করোনাকালে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ। এবার সাধারণ যাত্রীর জন্য খুলল মেট্রো।সোমবার-শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন ।বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়

WB News Live Updates: 'কখনও কখনও সূর্যাস্তকেও উপভোগ করতে হয়', দিলীপ ঘোষের পোস্ট ঘিরে জল্পনা

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সোশাল মিডিয়ায়  পোস্ট ঘিরে জল্পনা। তিনি লিখেছেন,  ‘কখনও কখনও সূর্যাস্তকেও উপভোগ করতে হয়। কারণ সূর্যাস্তের পরই নতুন ভোর আসে।’


সূর্যাস্ত, নতুন ভোর বলতে কী বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ? বিজেপির রাজ্য সভাপতির পোস্ট ঘিরে জল্পনা

West Bengal News Live Updates: রাজ্য করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন রোগী খুঁজতে সেন্টিনেল সার্ভেল্যান্স

রাজ্যে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি।উপসর্গহীন করোনা রোগী খুঁজতে বিশেষ ব্যবস্থা। সেন্টিনেল সার্ভেল্যান্স চালু করছে স্বাস্থ্য দফতর।‘হাসপাতালে ভর্তি নন কোভিড রোগীদের করোনা পরীক্ষা হবে। প্রত্যেক জেলা ও স্বাস্থ্য জেলাকে একটি করে হাসপাতাল চিহ্নিত। প্রতিটি হাসপাতাল থেকে মাসে ৪০০ নমুনা পরীক্ষা হবে।’সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের।প্রতি মাসে সব মিলিয়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষা হবে

WB News Live Updates: প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে শুভেন্দুর বাড়িতে সিআইডি

প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে শুভেন্দুর বাড়িতে সিআইডি।প্রাক্তন দেহরক্ষীকে খুনের অভিযোগ পরিবারের, তদন্তে সিআইডি।শুভেন্দুর দেহরক্ষীর থাকার জায়গায় গিয়ে দিব্যেন্দুর সঙ্গে কথা সিআইডির।

West Bengal News Live Updates: নবান্ন থেকে হঠাৎ রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন থেকে হঠাৎ রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেই রাজভবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী।হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে জল্পনা 

WB News Live Updates: তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি কোচবিহারের প্রাক্তন পুর-প্রশাসক ভূষণের

এবার তৃণমূলে ফিরতে চান ভূষণ সিংহ। বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটের পর বিজেপি ছাড়েন কোচবিহারের প্রাক্তন পুর-প্রশাসক।তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ভূষণের।‘কাজ করার সুযোগ ছিল না বলে বিজেপি ছেড়েছি,তৃণমূলে ফিরে আবার দলের জন্য কাজ করতে চাই’, তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ভূষণের

West Bengal News Live Updates:নন্দীগ্রাম মামলায় কমিশনকে নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নন্দীগ্রাম মামলায় নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট।মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশনের ভিত্তিতে নোটিস। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নথি সংরক্ষণের নির্দেশ।নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ।১২ অগাস্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।নন্দীগ্রামে পুনর্গণনা, ভোটে কারচুপির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

WB News Live Updates: শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি টিম

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি টিম। এদিন শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে দেহরক্ষীদের থাকার জায়গায় যান ৩ সিআইডি অফিসার। কথা বলেন ঘটনার দিন উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে। ওই বাড়িতে যাঁরা আসা-যাওয়া করতেন, তাঁদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা। 
এর আগে কাঁথি থানায় যান সিআইডি অফিসাররা। আইসি-র সঙ্গে বৈঠক করেন তাঁরা।

West Bengal News Live Updates: ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশে নিষেধ

দিঘার পর এবার দার্জিলিঙে পর্যটক-প্রবেশে বাধানিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশে নিষেধ।ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না।নির্দেশ দার্জিলিঙের জেলাশাসকের

WB News Live Updates: শুভেন্দু-গড়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহী দলীয় নেতারা

শুভেন্দু-গড়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহী দলীয় নেতারা। শুভেন্দু-ঘনিষ্ঠ হলদিয়ার বিধায়কের বিরুদ্ধে দলে গোষ্ঠী তৈরির চেষ্টার অভিযোগ তুলে রাজ্য নেতৃত্বকে চিঠি চার বিক্ষুদ্ধ মণ্ডল সভাপতির। বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী মণ্ডল। বিজেপির চার মণ্ডল সভাপতির দাবি, দলে গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছেন হলদিয়ার বিজেপি বিধায়ক। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। দলবদল ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের দাবি, দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

West Bengal News Live Updates: মঙ্গলকোটে তৃণমূল নেতাকে সুপারি কিলার দিয়ে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

মঙ্গলকোটে তৃণমূল নেতাকে সুপারি কিলার দিয়ে খুন। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের তদন্তে সিট গঠন করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও ছাড়াও তদন্তকারী দলে থাকবেন মঙ্গলকোট থানার বর্তমান ও ২ প্রাক্তন আইসি।

WB News Live Updates: বালিতে প্রতিভাবান ক্যারাটেকার রহস্যমৃত্যু, গ্রেফতার মূল অভিযুক্ত

বালির ক্যারাটে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, ব্ল্যাকমেল-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ৫ জুলাই বালির বাড়ি থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রী, ১৪ বছরের পামেলা অধিকারীর ঝুলন্ত দেহ। মৃতের পরিবার অভিযোগ করে, সানি খান নামে এক বিবাহিত যুবকের সঙ্গে পামেলার সম্পর্ক ছিল। ওই যুবক পামেলার আপত্তিকর ছবি ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করছিল। তার জেরেই আত্মঘাতী হন ওই ছাত্রী। গতকাল পূর্ব বর্ধমানের গলসি থেকে অভিযুক্ত সানি খানকে গ্রেফতার করে বালি থানার পুলিশ। 

West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সল্টলেকে বিজেপির বিক্ষোভ

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সল্টলেকে বিজেপির বিক্ষোভ। করুণাময়ীতে মিছিল আটকাল পুলিশ। পরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর নেতৃত্বে মিছিল করেন বিজেপি কর্মীরা। বিপর্যয় মোকাবিলা আইনে আটক করা হয়েছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও অর্চনা মজুমদারকে।

WB News Live Updates: চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাই

চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাইয়ের অভিযোগ। নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। ধৃত সুদীপ্ত সরকার হাতিয়াড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেন সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক। অভিযোগ, গত ১০ জুন চাকরি দেওয়ার নামে তাঁকে নিউটাউনে ডেকে পাঠিয়ে, ভুল বুঝিয়ে বাইকের চাবি হাতিয়ে নেয় অভিযুক্ত। বাইকের খোঁজ না পেয়ে গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

West Bengal News Live Updates: ফ্ল্যাটে ডেকে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

ফ্ল্যাটে ডেকে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ। রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ধৃত মহম্মদ সরফ্ফরাজ বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আগে কুঁদঘাট এলাকায় থাকার সুবাদে যুবতীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। সম্প্রতি যুবতীর অন্যত্র বিয়ে ঠিক হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন ওই যুবতী। অভিযোগ, কথা বলার অছিলায় তাঁকে কুঁদঘাটের ফ্ল্যাটে ডেকে পাঠান প্রাক্তন প্রেমিক। এরপর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

WB News Live Updates: মালদার চাঁচলে গৃহবধূকে খুন করে বাড়িতেই পুঁতে দেওয়ার অভিযোগ

সাতদিন ধরে নিখোঁজ ছিলেন মালদার চাঁচলের গৃহবধূ। শেষপর্যন্ত পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের কথা কবুল করেন স্বামী। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুন করে বাড়িতেই পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ।

West Bengal News Live Updates: তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে ভাড়াটেকে মারধরের অভিযোগ

মধ্যমগ্রামের শ্রীনগরে বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদ নিয়ে আদালতে বিচারাধীন মামলা। এরই মধ্যে ভাড়াটেকে উঠতে চাপ, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে।

WB News Live Updates: কৃষি দফতরে চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ

ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো সিবিআইয়ের পর এবার কৃষি দফতরে চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল কৃষি দফতরের কর্মীর বিরুদ্ধে। তুলসিহাটার বাসিন্দা চাকরিপ্রার্থী যুবকের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকে কৃষি দফতরে চাকরি দেওয়ার কথা বলে বছর পাঁচেক আগে ৫ লক্ষ ৩৫ টাকা নেন ওই সরকারি কর্মী। পরীক্ষা করার পর জানা যায় নিয়োগপত্রটি ভুয়ো। এরপর থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার কথা বলায় টালবাহানা শুরু করেন কৃষি দফতরের ওই কর্মী। টাকা ফেরত না পেয়ে গতকাল জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। অভিযুক্ত সরকারি কর্মীর বাড়িতে গিয়েও দেখা মেলেনি। 

West Bengal News Live Updates: মোবাইল নম্বর ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

টেলিকম সংস্থার কর্মী পরিচয়ে ফোন করে মোবাইল নম্বর ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদার ইংরেজবাজারের ঘটনা। অভিযোগকারী পেশায় স্কুল শিক্ষক। 

WB News Live Updates: প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে সোমেন মিত্রর ছেলের ইস্তফা

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আজই প্রদেশ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন রোহন মিত্র।

West Bengal News Live Updates: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ

সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদার রতুয়ার সামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উপভোক্তাদের একাংশের অভিযোগ, গত তিনবছর ধরে দুঃস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল-গম মিলছে না। এমনকী, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মৃত ব্যক্তির নামে ওই চাল-গম তুলে নিচ্ছেন বলেও অভিযোগ। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত প্রধানের পাশে দাঁড়িয়ে দুর্নীতি-যোগের নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক। 

WB News Live Updates: ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে ছিনতাইয়ের অভিযোগ

ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে ছিনতাইয়ের অভিযোগ। ভোর পাঁচটা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহী এক দুষ্কৃতী প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে ছিনতাই করে পালিয়ে যায়। আক্রান্ত ব্যক্তিকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর সন্ধান চালাচ্ছে পুলিশ।

West Bengal News Live Updates: করোনাবিধি উপেক্ষা করেই পর্যটনস্থলগুলিতে ভিড়

দার্জিলিং, দিঘা, মুকুটমণিপুর থেকে মন্দারমণি। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। সামাজিক দূরত্ব বিধি তো দূর অস্ত, অনেকের মুখে মাস্কটুকুও দেখা যাচ্ছে না।

WB News Live Updates: ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল

ভবানীপুর, খড়দা-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। বৃহস্পতিবার কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আগেই ভোট নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এদিকে, দ্রুত পুরভোট চেয়ে ডেপুটেশন দিল বাম-নেতৃত্ব।

West Bengal News Live Updates: লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে কি সরানো হবে অধীর চৌধুরীকে?

লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে কি সরানো হবে অধীর চৌধুরীকে? প্রদেশ কংগ্রেস কি নতুন সভাপতি পাবে? আজ বিকেলে সনিয়া গাঁধীর ভার্চুয়াল বৈঠকে মিলতে পারে উত্তর। পদ থেকে অব্যাহতির বিষয়ে তাঁর কিছু জানা নেই, দাবি অধীর চৌধুরীর।

WB News Live Updates: শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তল্লাশি পুলিশের

প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাতে তল্লাশি জগাছা থানার পুলিশের। জোড়াবাগান থানা এলাকা থেকে বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, এই গাড়ি চড়েই ঘুরতেন শুভদীপ। গাড়ির মালিক রমেশ কায়স্থই ছিলেন চালক।

West Bengal News Live Updates: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত টিটাগড়ের মোহনপুর পঞ্চায়েতের চক কাঁঠালিয়া এলাকা। তৃণমূল সমর্থককে মারধর, পার্টি অফিসের সামনে গুলি চালানোর অভিযোগ। তিনটি দোকানেও চলে ভাঙচুর।

WB News Live Updates: বর্ধমানে দলের নেতার বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ

এবার বর্ধমানে দলের নেতার বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির বৈঠকে ঢুকতে চেয়ে হল্লা বাঁধান বিজেপি যুব মোর্চার নেতা। বিক্ষোভকারীকে ধমক দিয়ে পরিস্থিতি সামাল দেন দিলীপ ঘোষ। দলে বিক্ষোভ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার বাগবাজারে

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার বাগবাজারে। বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসেছিলেন স্ত্রী ও মেয়ে। বেশ কিছুদিন তাঁকে দেখতে পাননি প্রতিবেশীরা। গতকাল রাতে দুর্গন্ধ পেয়ে শ্যামপুকুর থানায় খবর দেন তাঁরা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। মৃতের স্ত্রী ও মেয়েকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

WB News Live Updates: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল সিআইডি। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের ভিসেরা টেস্ট করা হবে। নমুনা পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য।

প্রেক্ষাপট

দীপক ঘোষ, রুমা পাল ও ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুকুল রায়। প্রতিবাদে এবার বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির আট বিধায়ক। পদত্যাগ করলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, কার্শিয়ংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। পদত্যাগের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান বিজেপি বিধায়করা।


বিরোধী দলনেতা বলেন, ‘মুকুল রায় তৃণমূলের উত্তরীয় পরে যোগ দিয়েছেন। এই ভিডিও সবার কাছে আছে। ট্যুইটার অ্যাকাউন্টে নীল টিক। অর্থাত্‍, ভেরিফায়েড। সেখানে এআইটিসি নেতা হিসেবে ট্যুইট করছেন। অধ্যক্ষ ৯ তারিখ মুকুলকে বেছে নেন। দলত্যাগবিরোধী আইনে অভিযুক্ত মুকুল। ১৬ তারিখ শুনানি আছে। এ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষকেও জানাব।’


বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করার পরই সেই ছবি আপলোড করে ট্যুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিরোধী বিধায়কদের প্রতিনিধি দল রাজভবনে দেখা করতে আসে। পিএসি চেয়ারম্যান পদ নিয়ে কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।’


তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে রাজপ্যালের সাক্ষাৎকে গুরুত্ব দিতে নারাজ। এ বিষয়ে বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেছেন, ‘বিধানসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র অধ্যক্ষই। রাজ্যপালের কাছে গিয়ে কী হবে?’


সবমিলিয়ে পিএসি বিতর্ক এখন তুঙ্গে।


অন্যদিকে, ভবানীপুর, খড়দা-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। এই দাবি নিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আগেই ভোট নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এদিকে, দ্রুত পুরভোট চেয়ে ডেপুটেশন দিল বাম-নেতৃত্ব। অবিলম্বে পুরভোট করানোর দাবিতে মঙ্গলবার সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় বামেরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.