West Bengal News Live ভ্যাকসিনের জন্য জেলায় জেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা

Get the latest West Bengal News and Live Updates:  রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 31 Aug 2021 11:42 PM
WB News Live Updates: ভ্যাকসিনের জন্য জেলায় জেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা

টিকার লাইনে ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দিতে বললেন মুখ্যসচিব। টিকাকরণের আলাদা আলাদা সময় দিয়ে বিশেষ কুপন করার নির্দেশ। 

West Bengal News Live: ৭৭ থেকে কমে ৪ মাসেই ৭২-এ বিজেপি

'১ সপ্তাহের মধ্যে অবস্থান না জানালে ধরে নেব তৃণমূলে চলে গেছেন', বিষ্ণুপুরের বিধায়ককে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী। 

WB News Live Updates: প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে উদ্যোগী পুত্র

প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে উদ্যোগী প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির ব্যবহার করা চেয়ার থেকে বই সহ বিভিন্ন জিনিস নিয়ে মিউজিয়াম শুরুর ভাবনা। জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতেই তৈরি করা হবে সংগ্রহশালা। প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই সংগ্রহশালা তৈরি নিয়ে চিন্তাভাবনার কথা জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।

West Bengal News Live: বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি উপাচার্যের

বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে জানালেন উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তী চিঠি লিখলেন আচার্য ও নরেন্দ্র মোদিকে বলে সূত্রের খবর। চিঠিতে নিজের নিরাপত্তা চেয়েছেন বলে খবর সূত্রের।

WB News Live Updates: ভ্যাকসিন না মেলার অভিযোগ পুরুলিয়ায়

ভোররাত থেকে অপেক্ষা করেও মিলল না টিকা। এমনই অভিযোগ পুরুলিয়ার ক্ষুব্ধ বাসিন্দাদের। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কর্মীরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় হয়নি ভ্যাকসিনেশন। যদিও অভিযোগ অস্বীকার করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

West Bengal News Live: শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাঁর ড্রাইভারের স্ত্রীর

বিজেপি বিধায়কের জন্যই তাঁর স্বামী এবং গোটা পরিবার পথে বসেছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন তাঁর ড্রাইভারের স্ত্রী। যদিও, বিজেপি বিধায়কের পাল্টা দাবি, তাঁর স্বামীকে ফোন করে উত্যক্ত করছেন ড্রাইভারের স্ত্রী।

WB News Live Updates: অবৈধ বালি খাদান বন্ধ করার নির্দেশ

রুখতে হবে অবৈধ বালি খাদান। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, ওভারলোডিং বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে সব আরটিওকে।

West Bengal News Live: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন। গত ১ দিনে করোনায় মৃত্য হয়েছে ১৩ জনের। 

WB News Live Updates: প্রতারণার অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

এবার চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ করলেন গোসানিমারির বাসিন্দা ফিরদৌস ইসলাম। বিজেপি সাংসদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। 

West Bengal News Live: প্রতিবেশীদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ

প্রেমিক-প্রেমিকার সঙ্গে প্রতিবেশীদের গণ্ডগোল আর তার জেরেই প্রতিবেশীদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল তরুণী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে। আনন্দপুর এলাকায় অ্যাসিড হামলায় আহত তিন মহিলা সহ ৪ জন। 

WB News Live Updates: শান্তিনিকেতন থানায় ই-মেল করে সুরক্ষা চাইলেন উপাচার্য

উপাচার্যের বাসভবনের সামনে ধর্না। নিরাপত্তা চেয়ে থানায় উপাচার্য। শান্তিনিকেতন থানায় ই-মেল করে সুরক্ষা চাইলেন তিনি। 

West Bengal News Live: করোনা আবহেও অশান্ত শান্তিনিকেতন

করোনা আবহেও অশান্ত শান্তিনিকেতন। তিন পড়ুয়ার শাস্তি প্রত্যাহারের দাবিতে রাস্তায় মিছিলে নামল এসএফআই। সামিল হন ঐশী ঘোষ, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ। অবস্থান-বিক্ষোভে এখনও ঘরবন্দি উপাচার্য। 

WB News Live Updates: নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তদন্তে সিআইডি

ঘটনার দিন ডিউটিতে থাকা পুলিশের সঙ্গে কথা বলে সিআইডির প্রতিনিধি দল। ঘটনাস্থলের পাশে মিষ্টির দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

West Bengal News Live: নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তদন্তে সিআইডি

১১ মার্চ বিধানসভা ভোটের প্রচার সেরে ফেরার সময় বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তদন্তে ঘটনাস্থলে সিআইডির ৪ সদস্যের প্রতিনিধি দল। 

WB News Live Updates: রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্য

আজই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, নতুন কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্য।

West Bengal News Live: তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ। বিজেপির হয়েই বিধানসভা ভোটে জয়ের পর তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। 

WB News Live Updates: তৃণমূলে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস

তন্ময় ঘোষের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ‘বিজেপিতে কাজের পরিবেশ নেই, ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলাম’, জানালেন বিশ্বজিৎ দাস। 

West Bengal News Live: আত্মঘাতী সরকারি চিকিৎসক

আত্মহত্যার চেষ্টার আধঘণ্টা আগে ফেসবুক পোস্ট সরকারি চিকিৎসকের। ‘স্বাস্থ্য দফতরের বদলিতে স্বজনপোষণ, তার জেরেই মানসিক অবসাদ থেকে আত্মহত্যা’,
অভিযোগ চিকিৎসক সংগঠনগুলির। 

WB News Live Updates: করোনা টিকার লাইনে চরম বিশৃঙ্খলা

জলপাইগুড়ির ধূপগুড়িতে ভ্যাকসিন নেওয়ার লাইনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। ভোররাত থেকেই টিকার লাইনে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। স্কুলের গেট খুলতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।

West Bengal News Live: করোনা টিকার লাইনে চরম বিশৃঙ্খলা

জলপাইগুড়ির ধূপগুড়িতে ভ্যাকসিন নেওয়ার লাইনে চরম বিশৃঙ্খলা। গেট খুলতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। চরম হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন।

WB News Live Updates: অসম থেকে ওঝা ডেকে ঝাড়ফুঁক

কোমরে চোট পাওয়া ব্যক্তিকে সুস্থ করতে অসম থেকে ওঝা ডেকে ঝাড়ফুঁক করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য।  গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপ। আটক এক ওঝা। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে।

West Bengal News Live: বনগাঁয় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ হাইকোর্টের

বনগাঁর চৌবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ জানালো কলকাতা হাইকোর্ট। এই পঞ্চায়েতে মোট ১৫টি আসন। এরমধ্যে  বিজেপি ৮ টি আসন ও তৃণমূল ৭ টি। এক তৃণমূল সদস্যের মৃত্যু হয়েছে এবং দুজন বিজেপি সদস্য তৃণমূলের সঙ্গে রয়েছেন। সেই কারণে তৃণমূলের সদস্য সংখ্যা এই মুহূর্তে আট।  তৃণমূলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। অপরদিকে বিজেপির দাবি অন্যায় ভাবে বনগাঁর বিডিও অনাস্থা প্রস্তাব ডেকেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল বিজেপি। 

WB News Live Updates: 'SIT যে কাজ করছে না সেটা আমরা জানি', মন্তব্য কলকাতা হাইকোর্টের

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে কেন এখনও SIT কাজ শুরু করল না?  কেন এখনও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল না রাজ্য সরকার। এই প্রসঙ্গ তুলে আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করেন অন্যতম মামলাকারী কাশীনাথ বিশ্বাস।  আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।  

West Bengal News Live: বিজেপি থেকে তৃণমূলে যোগদান, শাসকদলের একাংশের ক্ষোভ প্রকাশ্যে

বিজেপি থেকে তৃণমূলে যোগদান নিয়ে আলিপুরদুয়ারে শাসকদলের একাংশের ক্ষোভ প্রকাশ্যে এল। রবিবার তৃণমূলের নতুন পদাধিকারীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দাবি তোলেন, বুথ, অঞ্চল ও ব্লক সভাপতিকে না জানিয়ে যেন কাউকে দলে যোগদান করানো না হয়।  তাঁর এই দাবিকে সমর্থন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী।  যদিও জেলা সভাপতির দাবি, রাজ্য নেতৃত্বের নির্দেশমতোই দলে যোগদান করানো হয়। সম্প্রতি বিজেপির জেলা সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য সহ একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।   

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরও ৩টি মামলা দায়ের

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কোচবিহারের শীতলকুচির ২টি ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সেইসঙ্গে নতুন করে আরও একটি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে মোট এফআইআর-এর সংখ্যা হল ৩১।  আজই সিবিআইয়ের একটি টিম ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নন্দীগ্রামে যাচ্ছে।   

West Bengal News Live: হোয়াটসঅ্যাপ গ্রুপে নাবালিকা ছাত্রীর অশ্লীল ছবি দিয়ে 'ব্ল্যাকমেল', গ্রেফতার ১

হোয়াটসঅ্যাপ গ্রুপে নাবালিকা ছাত্রীর অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে দেহরাদুন থেকে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযুক্তর নাম রাহুল সিং। উত্তরাখণ্ডের দেহরাদুনের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ কলকাতার বড়বাজারের বাসিন্দা এক ছাত্রীর সঙ্গে অভিযুক্তর ফেসবুকে আলাপ হয়। অভিযোগ, তারপর ছাত্রীকে ভুল বুঝিয়ে তার কিছু অশ্লীল ছবি জোগাড় করে অভিযুক্ত। সম্প্রতি ওই ছাত্রী যুবককে এড়িয়ে যেতে চাইলে, ব্ল্যাকমেল করার জন্য নাবালিকার স্কুলের হোয়াটস অ্যাপ গ্রুপে ছবিগুলি পোস্ট করে অভিযুক্ত।  বড়বাজার থানায় দায়ের হয় অভিযোগ।  এরপর অভিযুক্ত রাহুল সিংকে দেহরাদুন থেকে গ্রেফতার করে পুলিশ।  

WB News Live Updates: খাস কলকাতায় অ্যাসিড হামলা, আহত চার মহিলা হাসপাতালে ভর্তি

খাস কলকাতায় অ্যাসিড হামলা। আনন্দপুর থানা এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ। আহত চার মহিলা হাসপাতালে ভর্তি। একজনের চোখের অবস্থা আশঙ্কাজনক। প্রেমিক-প্রেমিকার কার্যকলাপ নিয়ে আপত্তি তোলেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গতকাল প্রেমিক-প্রেমিকার সঙ্গে বচসা হয় বাসিন্দাদের। আজ সকালে ফের বচসা শুরু হলে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

West Bengal News Live: জগদ্দলে নিহত আকাশ যাদবের পরিবারের লোকজনের বয়ান বদল

ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কোচবিহার, পূর্ব বর্ধমান, বীরভূমে সিবিআই। নিহত বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীর পরিবারের বয়ান রেকর্ড। জগদ্দলে নিহত আকাশ যাদবের পরিবারের লোকজনের বয়ান বদল। গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে  প্রথমে আকাশ তৃণমূল সমর্থক ছিল বললেও পরে তাঁরা জানান ওই মৃত্যুর সঙ্গে রাজনীতির যোগ নেই। 

WB News Live Updates: টানা চারদিন ধরে বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন

টানা চারদিন ধরে চলছে ছাত্র আন্দোলন বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে মঞ্চ তৈরি করে চলছে বিক্ষোভ। গতকাল বোলপুর নাগরিক মঞ্চের উদ্যোগে ছাত্রদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিল করা হয় । মিছিল যখন উপাচার্যের বাড়ির সামনে আসে শুরু হয় ধস্তাধস্তি উত্তেজনা ছড়ায় । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রেয়া চক্রবর্তী ইমেইল মারফত অভিযোগ করে শান্তিনিকেতন থানায় । বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও জনসংযোগ আধিকারিক সরকারের নির্দেশেই ছাত্রীদের শ্রীলতাহানি করা । দিনভর রয়েছে বিভিন্ন কর্মসূচি আন্দোলনে যোগ দেওয়ার কথা রয়েছে অভিনেতা বাদশা মৈত্র , ঐশী ঘোষ সহ আরও অনেকের।

West Bengal News Live: বড়বাজারে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার ১

বড়বাজার এলাকা থেকে ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ১ জনকে গ্রেফতার করল কাস্টমস।  তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বনগাঁ সীমান্ত দিয়ে ওই সোনার বিস্কুট আনা হয়েছে। তবে তা কার কাছে, কোথায় পাচারের ছক ছিল, চক্রে আরও কেউ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্রে খবর।

WB News Live Updates: কলকাতায় আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতার জন্য অস্বস্তিও থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার।

West Bengal News Live: আজ একদিনের পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের

আজ একদিনের পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রোল পাম্প বন্ধ থাকার কথা। অন্যদিকে, ধর্মঘটের বিরোধিতা করছে আর একটি সংগঠন, ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম। তাদের দাবি, সংগঠনের অধীনে থাকা ১ হাজার ৪০০ পেট্রোল পাম্পের বেশিরভাগই খোলা থাকবে।  

WB News Live Updates: বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূল নেতার দাদাগিরি

বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূল নেতার দাদাগিরি। ম্যানেজারকে হুমকি, ছবি তোলায় ব্যাঙ্ক কর্মীকে চড়! তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। বিতর্কের জেরে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা অভিযুক্তের।

West Bengal News Live: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক

মুকুলের পর তন্ময় ঘোষ। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক। এজেন্সি লাগিয়ে বিজেপির ভয় দেখানোর প্রতিবাদ, দাবি তন্ময়ের। শ্যামাপ্রসাদ মামলায় জুড়ে দেওয়ায় দলবদল, পাল্টা দিলীপ।

প্রেক্ষাপট

মুকুলের পর তন্ময় ঘোষ। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক। এজেন্সি লাগিয়ে বিজেপির ভয় দেখানোর প্রতিবাদ, দাবি তন্ময়ের। শ্যামাপ্রসাদ মামলায় জুড়ে দেওয়ায় দলবদল, পাল্টা দিলীপ।


নির্বাচনের আগে বলত, উনিশে হাফ, একুশে সাফ। ভোটের পরে বলছে তিন থেকে সাতাত্তর হয়েছি। হারকে জয় বলে চালাচ্ছে, দায়স্বীকার করবে ? নাম না করে বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের তোপ তথাগত রায়ের। 


বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূল নেতার দাদাগিরি। ম্যানেজারকে হুমকি, ছবি তোলায় ব্যাঙ্ক কর্মীকে চড়! তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। বিতর্কের জেরে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা অভিযুক্তের।


কোচবিহারের পর উত্তর ২৪ পরগনা। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় জগদ্দলে তৃণমূল সমর্থকের খুনের তদন্তে সিবিআই। বীরভূম, কোচবিহারে নিহত ও আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের বয়ান রেকর্ড।


ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে জেলায় জেলায় সিবিআই, কোথায় সিট? কেন কাজ শুরু হল না? কেন বিজ্ঞপ্তি জারি করল না রাজ্য? প্রশ্ন তুলে আজ হাইকোর্টে যাচ্ছেন মামলাকারীদের একাংশ। 


বর্ষা এলেই বন্যা পরিস্থিতি। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে দিল্লি গেলেন রাজ্যের মন্ত্রী, তৃণমূল সাংসদ, বিধায়কদের ১০ জনের দল। আজ কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠক। কাজ হবে না, কটাক্ষ দিলীপের।


বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্তের প্রতিবাদে অব্যাহত উপাচার্যর বাড়ির সামনে অবস্থান। সেন্ট্রাল গেটে ব্যানার টাঙানো নিয়ে বচসা। পড়ুয়া বিক্ষোভের জেরে সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করল বিশ্বভারতী।


তিন দফা দাবিতে আজ রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি। বনধে সামিল নয় ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলি।


হাসপাতাল থেকে ছুটি। ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত। নবজাতককে কোলে নিয়ে গাড়িতে ওঠেন যশ। তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা চিকিত্‍সক-নার্সদের।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.