West Bengal News Live: রাজ্যে ফের ৭৫০ ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates:  রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Sep 2021 08:45 PM
West Bengal News Live Updates: ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ৪৮ ঘণ্টা ধরে অশান্তি চলার মধ্যেই ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা। এদিকে, ত্রিপুরাকাণ্ডের প্রতিবাদে আজ দিল্লির যন্তরমন্তরে ধর্না দিয়েছে বামেরাও। 

WB News Live Updates: পড়ুয়াদের ভ্যাকসিনেশনের উদ্যোগ যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের

যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভ্যাকসিনেশনের জন্য তথ্য জমা দিতে বলল কর্তৃপক্ষ। নোটিস জারি করে এ বিষয়ে পড়ুয়াদের ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হল। কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর অবস্থান প্রত্যাহার করেছে প্রেসিডেন্সির পড়ুয়ারা। যদিও দুটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই জানিয়েছেন, দ্রুত ক্লাস চালুর দাবিতে তাঁদের আন্দোলন চলবে।

West Bengal News Live Updates: জলপাইগুড়িতে উদ্ধার প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ

পাচারের আগেই ধরা পড়ল কয়েক কোটি টাকার সাপের বিষ। জলপাইগুড়িতে সাপের বিষ পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল একজন। উদ্ধার হল প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ। গোপন সূত্রে বিষ পাচারের খবর পেয়ে শুক্রবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করেন বনকর্মীরা। ধৃত ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ওই বিষ চিনে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 

WB News Live Updates: সামশেরগঞ্জে প্রার্থী নিয়ে কংগ্রেসের দ্বন্দ্ব

ভোটে লড়বেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। আর এ নিয়ে দলীয় প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অধীর চৌধুরী। কাঠগড়ায় তুলেছেন তৃণমূলকেও। যা শুনে পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

West Bengal News Live Updates: শিক্ষকের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজ আটকে রেখে হেনস্থার অভিযোগ

এক শিক্ষকের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজ আটকে রেখে তাঁকে বছরের পর বছর হেনস্থার অভিযোগ। ওই মামলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। তার আগে বাকযুদ্ধে জড়ালেন দুই শিক্ষক।

WB News Live Updates: গণেশ পুজোয় দিলীপ ঘোষ

দমদম সুভাষ নগরের এক বিজেপি কর্মীর বাড়িতে গণেশ পুজোয় সামিল বিজেপির রাজ্য সভাপতি। বিজেপি কর্মীদের সঙ্গে বেশি কিছুটা সময় কাটালেন দিলীপ ঘোষ।

West Bengal News Live Updates: দিকে দিকে চলছে গণপতি বাপ্পার পুজো

আজ গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনা। মন্দির থেকে বারোয়ারি পুজো মণ্ডপ, দিকে দিকে চলছে গণপতি বাপ্পার পুজো। কলকাতায় মহারাষ্ট্র নিবাসে গিয়ে সিদ্ধি-দাতার পুজো করেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: শান্তিনিকেতনে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

শান্তিনিকেতনে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

West Bengal News Live Updates: জলপাইগুড়িতে লাইটের পোলে রাতে হ্যারিকেন ঝুলিয়ে বিক্ষোভ কংগ্রেসের

দু’বছর ধরে বাতিস্তম্ভে আলো জ্বলছে না। জলপাইগুড়ি পুরসভার নজর কাড়তে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাল কংগ্রেস। লাইটের পোলে রাতে হ্যারিকেন ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। যদিও পুরসভার দাবি, দ্রুত লাইট ঠিক করে দেওয়া হবে।

WB News Live Updates: যানজটে জেরবার পূর্ব মেদিনীপুরের কাঁথি

যানজটে জেরবার পূর্ব মেদিনীপুরের কাঁথি। সামনেই পুজো। এই পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণে কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন কাঁথির উপ পুরপ্রশাসক। রবিবার অটো ও টোটো ইউনিয়নগুলিকে বৈঠক ডেকেছে পুরসভা। যানজট নিয়ে শুরু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: পুরুলিয়ার রঘুনাথপুর-আদ্রা সড়কের বেহাল, প্রতিবাদে বিক্ষোভ

পুরুলিয়ার রঘুনাথপুর-আদ্রা সড়কের বেহাল অবস্থার কারণে চরমে পথচলতি মানুষের দুর্দশা। নতুন রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় নন্দুয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল রঘুনাথপুর শহর কংগ্রেস। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রঘুনাথপুর পুরসভা।

WB News Live Updates: মাঝারি ও ক্ষুদ্রশিল্পের প্রয়োজনেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষের

শুধু বড় শিল্প নয়, এবার মাঝারি ও ক্ষুদ্রশিল্পের প্রয়োজনেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষের। ইউনিট পিছু গড়ে ৪.৮০ টাকা দামে বিদ্যুৎ সরবরাহ করবে সংস্থা। পাশাপাশি পাঞ্চেত ও মাইথনে ২০০০ মেগাওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা নিয়েছে ডিভিসি।

West Bengal News Live Updates: ফ্রি স্কুল স্ট্রিটে ফুটপাথ থেকে বাচ্চা চুরির অভিযোগ

ফ্রি স্কুল স্ট্রিটে ফুটপাথ থেকে বাচ্চা চুরির অভিযোগ। চারমাসের পুত্র সন্তান চুরি গেছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের মহিলার। শুক্রবার ভোররাতে বাচ্চা চুরির অভিযোগ। সংলগ্ন এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: কামারহাটিতে কলেরার উৎস জল

কামারহাটিতে কলেরার উৎস জল। রোগীদের নমুনার পর এবার জলের নমুনা রিপোর্টেও মিলল কলেরার জীবাণু। কামারহাটি থেকে জলের নমুনায় মিলল ভিব্রিও কলেরি, খবর স্বাস্থ্যভবন সূত্রে। ‘কামারহাটিতে কলেরা পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতালে কমছে রোগীর সংখ্যা। আজ নতুন করে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে,’ জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

West Bengal News Live Updates: কুলটির বরাকরে যুবককে গুলি করে খুন

কুলটির বরাকরে ভরসন্ধেয় শ্যুটআউট। যুবককে লক্ষ্য করে গুলি, হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ যুবকের। বরাকর বাজার সংলগ্ন এলাকায় নির্মীয়মান বাড়িতে গুলি। বন্ধুদের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ পরিবারের। 

WB News Live Updates: গণেশ পুজোয় সামিল মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতার। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমার সময় সঙ্গে ছিলেন প্রযোজক নিসপাল রানে, ফিরহাদের স্ত্রী, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর। মনোনয়ন জমার পর মহারাষ্ট্র নিবাসে গণেশ পুজোয় সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কালীঘাটে ঘরের কাছে গণেশ পুজোয় সামিল হন ভবানীপুরের তৃণমূল প্রার্থী।

West Bengal News Live Updates: রাজ্যে ৭৫০ ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

ফের সাড়ে ৭০০ ছাড়াল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। পরপর তিনদিন ৭০০-র উপরে রাজ্যের দৈনিক সংক্রমণ-সংখ্যা। ১৪ অগাস্টের পর করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২৭ জন, মৃত ৫। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৯ জন, মৃত ৩।

WB News Live Updates: দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছেন ৩ কোটির বেশি মানুষ, ট্যুইট মুখ্যমন্ত্রীর

১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছেন ৩ কোটির বেশি মানুষ। সাফল্যের জন্য সমস্ত সরকারি অফিসারকে অভিনন্দন। সরকারি সুবিধা নেওয়ার জন্য বাংলার মানুষকেও ধন্যবাদ, ট্যুইট মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live Updates: নিমতলা ঘাট স্ট্রিটে কাঠের গোলায় ভয়াবহ আগুন

নিমতলা ঘাট স্ট্রিটে কাঠের গোলায় ভয়াবহ আগুন। সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ১৮টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের ইঞ্জিন দেরিতে আসার অভিযোগে সরব হয়েছে সিপিএম। দমকলমন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেছেন।

WB News Live Updates: হোমগার্ডকে চড়, দেবদত্ত মাজির বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ

হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতা দেবদত্ত মাজির বিরুদ্ধে এন্টালি থানায় দায়ের হল অভিযোগ। আক্রান্ত হোমগার্ড অভিযোগ দায়ের করছেন। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। আজও ওই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।

West Bengal News Live Updates: বিধানসভা ভোটের পর প্রথমবার মালদায় পঞ্চায়েত দখল করল বিজেপি

বিধানসভা ভোটের পর প্রথমবার মালদায় পঞ্চায়েত দখল করল বিজেপি। তৃণমূলের হাতছাড়া হল রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের কয়েকজন সদস্য দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। গতকাল ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন বিজেপি সদস্য। মালদায় পঞ্চায়েত দখলকে তৃণমূলের অন্তিম যাত্রা বলে কটাক্ষ করেছে বিজেপি। আগে দলের বিধায়কদের সামলাক, পাল্টা কটাক্ষ শাসক শিবিরের। 

WB News Live Updates: ছাদ থেকে জল ফেলার প্রতিবাদ, ইংরেজবাজারে প্রতিবেশীর হাতে আক্রান্ত একই পরিবারের চারজন

ছাদ থেকে জল ফেলার প্রতিবাদ করায় মালদার ইংরেজবাজারে প্রতিবেশীর হাতে আক্রান্ত একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের খাসখোল মাঝিপাড়ায়। আক্রান্তদের অভিযোগ, বৃষ্টি হলেই প্রতিবেশীর ছাদের জল তাঁদের বাড়িতে পড়ে। এ নিয়ে প্রতিবাদ করায় গতকাল রাতে বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ইংরেজবাজার থানায় ৫ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

West Bengal News Live Updates: টাকার দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

টাকার দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। বারুইপুরের সীতাকুণ্ড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বছর চারেক আগে বিয়ে হয় মগরাহাটের বাসিন্দা সরিফা খাতুনের। মৃতের পরিবারের অভিযোগ, বিয়েতে যৌতুক দেওয়া হলেও, আরও টাকার দাবিতে শুরু হয় অত্যাচার। চলত মারধরও। গত অগাস্ট মাসে ২৫ হাজার টাকা চাওয়ায় গৃহধূর পরিবার ১৫ হাজার টাকা দেয়। অভিযোগ, বাকি টাকার দাবিতে গতকাল বেধড়ক মারধরের পর, শ্বাসরোধ করে খুন করা হয় ওই গৃহবধূকে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাপের বাড়ির সদস্যরা গিয়ে দেহ উদ্ধার করে। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

WB News Live Updates: বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে

নিচুতলার নেতাকর্মীদের প্রস্তাব উপেক্ষা করে কেন তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাসকে বাগদায় প্রার্থী করা হয়েছিল? কেন আমল দেওয়া হয়নি স্থানীয় কর্মীদের কথায়? উত্তর ২৪ পরগনার বাগদায় সাংগঠনিক বৈঠক করতে গিয়ে প্রার্থী অসন্তোষ টের পেল বিজেপির রাজ্য নেতৃত্ব। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: ত্রিপুরায় হামলার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সিপিএমের

ত্রিপুরায় হামলার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সিপিএমের। যন্তরমন্তরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে বৈঠকে সামিল হন প্রকাশ কারাট, বৃন্দা কারাট-সহ সিপিএম নেতৃত্ব।

WB News Live Updates: বিজেপির প্রচার তালিকা নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের

বিজেপির প্রচার তালিকা নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ট্যুইট, এটি যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তা তালিকা হয়, 
১) মোদিজি, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই?
২) কৈলাস বিজয়বর্গীয় কই?
৩) বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? তখনই বলেছিলাম নাটক। নাকি এখানে বিশেষ কোনও কারণ?

West Bengal News Live Updates: রাজারহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ

রাজারহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। চাঁদপুরে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প উত্তেজনা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ। রাজারহাট থানার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের। বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। প্রতিবাদে রাজারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। মৃত সঞ্জয় হুলপাত্র দলের কর্মী বলে দাবি বিজেপির। দুয়ারে সরকারের লাইন থেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছে পুলিশ, দাবি বিজেপির। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি তৃণমূলের। 

WB News Live Updates: প্রিয়ঙ্কার প্রশংসায় দিলীপ, কটাক্ষ ফিরহাদের

‘কেন্দ্রীয় নেতৃত্ব একজন মহিলার বিরুদ্ধে মহিলাকেই প্রার্থী করেছেন। ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন প্রিয়ঙ্কা,’ বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘মানুষের পাশে দাঁড়াতে কী করেছেন ?’ পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের।

West Bengal News Live Updates: উত্তরবঙ্গে সাংসদ-বিধায়ক দ্বৈরথে আরও চওড়া বিজেপির ফাটল

উত্তরবঙ্গে সাংসদ-বিধায়ক দ্বৈরথে আরও চওড়া বিজেপির ফাটল। রায়গঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে সরাসরি তোপ দলেরই বিধায়কের। ‘রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে ভোটে হারাতে চেয়েছিলেন। দেবশ্রী চৌধুরীর ইচ্ছে ছিল বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে দাঁড়ানোর। দেবশ্রী মনে করেছিলেন তিনি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ,’ বিস্ফোরক মন্তব্য রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। ‘কৃষ্ণ কল্যাণীকে জেতাতে অনেক লড়েছি। মানসিক ভারসাম্য হারিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক,’ পাল্টা দেবশ্রী চৌধুরী।

WB News Live Updates: রাজ্যে নির্বাচন ও উপনির্বাচনের জন্য হেভিওয়েট প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি

রাজ্যে নির্বাচন ও উপনির্বাচনের জন্য হেভিওয়েট প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি। প্রচার তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় নেতাদের। রাজ্যে প্রচার করবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও হরদীপ সিংহ পুরী। থাকবেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। রাজ্য থেকে রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। এই প্রচারের হাত ধরেই ফের রাজনীতির আঙিনায় দেখা যাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে। থাকছেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। এছাড়াও রাজ্য থেকে প্রচার তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিন্হার। রাজ্যে নির্বাচনী প্রচার করবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্তও।

West Bengal News Live Updates: হাইকোর্টে অভিযোগের পরেও বেলেঘাটার মইদুলের বাড়ির সামনে পুলিশ

‘আত্মহত্যার প্ররোচনা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক আন্দোলনের নেতা ও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলামের বাড়িতে পুলিশ। মইদুলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ৩০৭ ধারায় মামলা মইদুলের বিরুদ্ধে,’ হাইকোর্টে জানাল পুলিশ। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ‘এর মধ্যে যদি পুলিশ পদক্ষেপ করে, তাহলে আদালতকে জানাতে পারেন মইদুল,’ জানালেন বিচারপতি রাজশেখর মান্থা। 

WB News Live Updates: প্রেসিডেন্সি জেলের সামনে থেকে গ্রেফতার ২৬ জন সশস্ত্র দুষ্কৃতী

ফিল্মি কায়দায় হামলার ছক বানচাল। প্রেসিডেন্সি জেলের সামনে থেকে গ্রেফতার ২৬ জন সশস্ত্র দুষ্কৃতী। জামিনে মুক্ত কুখ্যাত দুষ্কৃতী মুন্না পাণ্ডের উপর হামলার ছক। কসবা এলাকার কুখ্যাত দুষ্কৃতী মুন্না পাণ্ডে। জেল থেকে বেরোতেই হামলার ছক মুন্নার বিপক্ষ শিবিরের। জানতে পেরে প্রেসিডেন্সি জেলের সামনে হানা পুলিশের। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ও হেস্টিংস থানার যৌথ অভিযান। গ্রেফতার ২৬ জন সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। 

West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিন মামলায় দেবাঞ্জন দেবকে ইডি-র জেরা

আদালতের নির্দেশের পর ভুয়ো ভ্যাকসিন মামলায় এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে দেবাঞ্জন দেবকে জেরা করল ইডি। সূত্রের খবর, পুলিশ হেফাজত থেকে একদিনের জন্য দেবাঞ্জনকে প্রেসিডেন্সি জেলে আনা হয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছে যান ইডি-র তদন্তকারীরা। ভুয়ো ভ্যাকসিন মামলায় দেবাঞ্জনকে ৪ ঘণ্টা জেরায় তাঁর বয়ানও রেকর্ড করা হয়। দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখেই জেরা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ভুয়ো ভ্যাকসিন মামলায় ধৃত বাকিদের বয়ান মিলিয়ে দেখে দেবাঞ্জনকে তাদের মুখোমুখি বসিয়ে ফের জেরা করা হবে, খবর ইডি সূত্রে।

WB News Live Updates: বেহালায় মা-ছেলের খুনের ঘটনায় চারদিন পরেও অধরা আততায়ী

বেহালায় মা-ছেলের খুনের ঘটনায় চারদিন পরেও অধরা আততায়ী। সূত্র সন্ধানে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। এলাকায় অনেক অলি-গলি রয়েছে। আততায়ী কোন রাস্তা দিয়ে পালাতে পারে, তা জানতে রোড ম্যাপ তৈরি করেছেন তদন্তকারীরা। ঘটনার দিন উল্লেখযোগ্য অথবা সন্দেহজনক কিছু নজরে এসেছে কি না জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। 

West Bengal News Live Updates: বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট

বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট, বাড়িতে ঢুকে যুবককে গুলি। গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলে শুভ ঘোষ, কার্তিক দাস। বৃহস্পতিবার রাতে প্রোমোটারের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। প্রোমোটারকে না পেয়ে যুবককে গুলি, হাতে গুলি লাগে যুবকের। 

WB News Live Updates: ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক রায়গঞ্জের বিজেপি বিধায়ক

ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক রায়গঞ্জের বিজেপি বিধায়ক। ফের প্রকাশ্যে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। রায়গঞ্জে তাঁকে হারাতে ষড়ষন্ত্র করেছিলেন দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরী। সরাসরি অভিযোগ করলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মানসিক ভারসাম্য হারিয়েছেন কৃষ্ণ কল্যাণী, তাই ভুল বকছেন, প্রতিক্রিয়া রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর। তৃণমূলের কটাক্ষ, এভাবেই অন্তর্দ্বন্দ্বে শেষ হবে বিজেপি।

West Bengal News Live: ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের স্ত্রী ও প্রযোজক নিসপাল সিং রানে। 

WB News Live Updates:  হাইমাস্ট লাইটের পোলে হ্যারিকেন ঝুলিয়ে অভিনব বিক্ষোভ

বছর দুয়েক ধরে বিকল হাইমাস্ট লাইট। জলপাইগুড়ি পুরসভাকে বারবার জানিয়েও ফল মেলেনি বলে অভিযোগ। পুর কর্তৃপক্ষের হুঁশ ফেরাতে রাতে হাইমাস্ট লাইটের পোলে হ্যারিকেন ঝুলিয়ে অভিনব বিক্ষোভ দেখাল কংগ্রেস। সামনেই পুরভোট। তাই আন্দোলনের নামে রাজনীতি হচ্ছে, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। বছর দুয়েক আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের টাকায় জলপাইগুড়ি পুর এলাকায় লাগানো হয় হাইমাস্ট লাইট। অভিযোগ, কয়েকদিন পরেই সেগুলো বিকল হয়ে যায়। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাবেই এই হাল বলে অভিযোগ। টেন্ডার হয়েছে, দ্রুত শুরু হবে মেরামতি, আশ্বাস জলপাইগুড়ি পুরসভার।  

West Bengal News Live: বাগদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জয়প্রকাশ মজুমদারের সামনেই বিক্ষোভ

বাগদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। জয়প্রকাশ মজুমদারের সামনেই বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গতকাল বাগদার হেলেঞ্চায় বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। সূত্রের খবর, বাগদার বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা। বিধানসভা ভোটে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, ভয় ও প্রলোভনের কারণেই তৃণমূলে গিয়েছেন বাগদার বিধায়ক। ব্যর্থতা ঢাকতেই দোষারোপ বিজেপির, প্রতিক্রিয়া বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। গতকালের দলীয় বৈঠকে হাজির হননি বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। অন্য কাজে ব্যস্ত থাকায় গরহাজির, দাবি জয়প্রকাশ মজুমদারের। 

WB News Live Updates: ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল

ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিধানসভা ভোটে প্রিয়ঙ্কা টিবরেওয়াল এন্টালি কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ে হেরে যান। এছাড়াও, সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী হচ্ছেন মিলন ঘোষ, জঙ্গিপুরে সুজিত দাস। মুর্শিদাবাদের এই দুটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায়।

West Bengal News Live: বিধানসভা ভোটের পর প্রথমবার মালদায় পঞ্চায়েত দখল করল বিজেপি

বিধানসভা ভোটের পর প্রথমবার মালদায় পঞ্চায়েত দখল করল বিজেপি। তৃণমূলের হাতছাড়া হল রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের কয়েকজন সদস্য দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। গতকাল ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন বিজেপি সদস্য। মালদায় পঞ্চায়েত দখলকে তৃণমূলের অন্তিম যাত্রা বলে কটাক্ষ করেছে বিজেপি। আগে দলের বিধায়কদের সামলাক, পাল্টা কটাক্ষ শাসক শিবিরের। 

WB News Live Updates: গণেশ চতুর্থীতে অর্গানিক ডায়াবেটিক লাড্ডু

গণেশ চতুর্থী উপলক্ষে অভিনব লাড্ডু তৈরি করল সালকিয়ার এক মিষ্টির দোকান। কম মিষ্টির এই লাড্ডুর নাম অর্গানিক ডায়াবেটিক লাড্ডু। চেটেপুটে এই লাড্ডু খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও। তাই গণেশ পুজোর আগে এর চাহিদা তুঙ্গে।

West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৃতীয় চার্জশিট পেশ সিবিআই-এর

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই। গত ১২ জুন, বীরভূমের কাঁকড়তলার নবাসন গ্রামে খুন হন বিজেপির বুথ সভাপতি মিঠুন বাগদি। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ২ জন জামিনে মুক্ত। বিজেপি নেতাকে খুনের ঘটনায় গতকাল দুবরাজপুর আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। আজ ওই মামলার শুনানি রয়েছে। 

WB News Live Updates:  প্রেসিডেন্সি জেলে গিয়ে দেবাঞ্জন দেবকে জেরা ইডি-র

আদালতের নির্দেশের পর, ভুয়ো ভ্যাকসিন মামলায় এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে দেবাঞ্জন দেবকে জেরা করল ইডি। সূত্রের খবর, পুলিশ হেফাজত থেকে একদিনের জন্য দেবাঞ্জনকে প্রেসিডেন্সি জেলে আনা হয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছে যান ইডি-র তদন্তকারীরা। ভুয়ো ভ্যাকসিন মামলায় দেবাঞ্জনকে ৪ ঘণ্টা জেরায় তাঁর বয়ানও রেকর্ড করা হয়। দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখেই জেরা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ভুয়ো ভ্যাকসিন মামলায় ধৃত বাকিদের বয়ান মিলিয়ে দেখে দেবাঞ্জনকে তাদের মুখোমুখি বসিয়ে ফের জেরা করা হবে। খবর ইডি সূত্রে। 

West Bengal News Live: ভবানীপুরে নির্বাচনী প্রচার নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপের

শিক্ষকদের যেভাবে বদলি করা হয়েছে তাঁরা কষ্টের মধ্যে আছেন। যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদেরকে জব্দ করার চেষ্টা চলছে। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলামের শ্বশুরবাড়িতে গতকাল রাতে পুলিশি হানা নিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 


মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে বিজেপিকে কতটা ভয় পাচ্ছেন। ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

WB News Live Updates:  নিমতলা ঘাট স্ট্রিটে বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল

নিমতলা ঘাট স্ট্রিটে বাড়িতে আগুন। সকাল পৌনে ৮টা নাগাদ বাড়ির দোতলায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live: হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু

কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর মৃতদেহ হস্তান্তর নিয়ে হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এ নিয়ে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন উল্টোডাঙা থানার হোমগার্ড জিতেন্দ্র শর্মা। অভিযোগে উল্লেখ, গতকাল এনআরএস হাসপাতালের অটোপ্সি বিভাগের সামনে তাঁকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। করোনা বিধি মেনে ওই হোমগার্ড ভিড় সরানোর চেষ্টা করায়, হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে হোমগার্ডকে মারধর, সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আক্রান্ত হোমগার্ড এনআরএস হাসপাতালে চিকিত্সাধীন। 

WB News Live Updates:  শিক্ষক আন্দোলনের নেতাকে ঘিরে রাতভর নাটক

শিক্ষক আন্দোলনের নেতা ও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলামকে ঘিরে রাতভর নাটক। গতকাল রাত ১১টা নাগাদ বেলেঘাটায় মইদুলের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করতে যায় বিধাননগর নর্থ ও বেলেঘাটা থানার পুলিশ। শিক্ষক নেতার সঙ্গে পুলিশের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশ কর্তারা। যদিও শিক্ষক নেতার শ্বশুরবাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বিকাশ ভবনের সামনে আন্দোলনরত পাঁচ শিক্ষিকার বিষ খাওয়ার ঘটনায় শিক্ষক আন্দোলনের নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।  

West Bengal News Live: বাঁশদ্রোণীতে বাড়ি ঢুকে যুবককে গুলি দুষ্কৃতীদের

বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট। বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে চলল গুলি। গৃহকর্তা প্রদীপ দেবনাথ প্রোমোটার। তাঁর অভিযোগ, গতকাল রাতে পৌনে ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলের নেতৃত্বে বাড়িতে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা। সেইসময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকরাউন্ড গুলি চলে। যুবকের হাতে গুলি লাগে। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

প্রেক্ষাপট

বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট। বাড়িতে ঢুকে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের।  যুবককে লক্ষ্য করে গুলি। আহত যুবক ভর্তি এসএসকেএমে। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হামলা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


ভবানীপুর কেন্দ্রে আজ মমতার মনোনয়ন। উপনির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। কমিশনে মুখ্যসচিবের চিঠির এক্তিয়ার নিয়ে প্রশ্ন।সব পক্ষকে নোটিস দিতে নির্দেশ আদালতের। সোমবার শুনানি।


ফের দিল্লিতে শুভেন্দু। অমিত শাহের সঙ্গে বৈঠক। বাংলার রাজনৈতিক সন্ত্রাসের তথ্য আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, ট্যুইট শুভেন্দুর। সিআইডির কাছে যাওয়ার সময় নেই, তাও দিল্লি গেলেন! খোঁচা তৃণমূলের। 


কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর দেহ ফেরানো নিয়ে ধুন্ধুমার। এনআরএসে হোমগার্ডকে বিজেপি নেতার চড়। হোমগার্ডকে চড় মারা নিয়ে নেতার পাশে দাঁড়িয়ে দিলীপের হুমকি। কটাক্ষ তৃণমূলের। মামলা দায়ের পুলিশের। 


এনআরএসের পর আলিপুরেও বিজেপি কর্মীর শেষযাত্রায় তুলকালাম। কেওড়াতলায় আসার রুট বদলের অভিযোগে পুলিশের সঙ্গে বচসা। চড় মারার হুমকি বিজেপি নেত্রীর। 


আউশগ্রামে তৃণমূল নেতার ছেলে খুনে এখনও দুষ্কৃতীরা অধরা। পুলিশকে হুঁশিয়ারি অনুব্রতর। বললেন, ১৫দিন সময় দিলাম। ভয়ঙ্কর খেলে দেব। দলের কেউ থাকলে গুলি করে দেব। 


কামারহাটিতে পানীয় জল থেকে সংক্রমণ। নাইসেডে পাঠানো ৩টি নমুনাতেই মিলল কলেরার জীবাণু। ডায়েরিরায় তিনশোরও বেশি অসুস্থ। সাগর দত্ত মেডিক্যাল, কামারহাটি ইএসআইতে শতাধিক ভর্তি। 
কামারহাটিতে কলেরা!


বেহালায় মা-ছেলেকে খুন, ৩দিন পরেও ধোঁয়াশা। রাগের বশে নয়, ঠান্ডা মাথায় ছক কষেই খুন, সম্ভবত অস্ত্র নিয়ে এসেছিল আততায়ী, অনুমান গোয়েন্দাদের। তদন্তে নামল ডাকাতি দমন শাখা।


সল্টলেকে রোমা ঝাওয়ার অপহরণকাণ্ডে মুক্তিপণের টাকার ভাগ নিয়ে বচসায় খুন। মূল অভিযুক্ত গুঞ্জন ঘোষ-সহ ৪জন দোষী সাব্যস্ত। সোমবার আলিপুর আদালতে সাজা ঘোষণা। 


কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় কলকাতা, তার পরেই যাদবপুর। সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। সেরা কলেজের তালিকায় জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। 


যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রাথমিকে শিক্ষক নিয়োগের অভিযোগ। ২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগের সম্পূর্ণ তালিকা তলব হাইকোর্টের। ২২ সেপ্টেম্বরের মধ্যে পেশের নির্দেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.