West Bengal News Live: মালদার কালিয়াচকে ৪ জনকে খুনের পর কেমিক্যাল ব্যবহার?

Get the latest West Bengal News and Live Updates:কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০ দিনের মধ্যে জবাব তলব। সন্তোষজনক উত্তর না পেলে মেজর পেনাল্টি প্রসিডিংস, বলল কর্মিবর্গ মন্ত্রক।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jun 2021 04:15 PM

প্রেক্ষাপট

কলকাতা: পুজোর আগেই উচ্চ প্রাথমিক, প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। পুজোর পরে নিয়োগ আরও সাড়ে ৭ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর।     কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০...More

WB News Live Updates: এই অমৃতাভ চৌধুরীই কি সরকারি খাতায় ২০১০ সালে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত'

এ যেন সিনেমার চিত্রনাট্য। যাঁর মৃত্যুর জেরে সরকারি চাকরি পেয়েছে পরিবার, আর্থিক সাহায্যও মিলেছে, সেই তাঁরই হঠাৎ‍ জীবিত থাকার চাঞ্চল্যকর তথ্য। কিন্তু, এই কি সেই?এই অমৃতাভ চৌধুরীই কি সরকারি খাতায় ২০১০ সালে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃত অমৃতাভ চৌধুরী? তদন্তকারীরা বলছেন, এই যে সেই, তা মনে করার একাধিক পোক্ত কারণ ও যুক্তি আছে। কিন্তু, তাঁর সঙ্গে বেশকিছু ধোঁয়াশাও রয়েছে!