WB News Live Updates: সোমবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর ডাকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: দুপুর ১টায় রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
প্রেক্ষাপট
কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণ দাবি। ইউনিয়নের সম্পাদকের কাছে অনাস্থা জমা ১১ জন ডিরেক্টরের। ২ অগাস্ট ইউনিয়নের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ইউনিয়নের সম্পাদক।নজরে পঞ্চায়েত ও লোকসভা...More
দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে আউটডোরে এক্স-রে পরিষেবা প্রায় বন্ধ রাখার অভিযোগ। এক্স-রে প্লেট নেই, তাই এক্স হচ্ছে না বলে দাবি, রোগী ও তাঁদের আত্মীয়দের। অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর ডাকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দুপুর ১টায় রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব মন্ত্রীকে ফোন। পাস হতে পারে কোনও গুরুত্বপূর্ণ প্রস্তাব। সাধারণত ১৫ দিন পরপর হয় মন্ত্রিসভার বৈঠক। গত বৃহস্পতিবারই শেষ বৈঠক হয় রাজ্য মন্ত্রিসভার।
নিউটাউনের শিকল মোড়ের ঝুলন্ত অবস্থায় কঙ্কাল উদ্ধার। পাঁচিল ঘেরা ফাঁকা জায়গায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় কঙ্কাল উদ্ধার। স্থানীয়রা কঙ্কালটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। কঙ্কালটি উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।
বিনয় মিশ্রর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। গরু ও কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় এখনও ফেরার। গোয়ন্দাদের সন্দেহ, তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে সেখানে লুকিয়ে আছেন। কলকাতায় বিনয়ের একটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য বিনয়ের বাবা-মাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
শীতলকুচি গুলিকাণ্ডে এবার কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল সিআইডি। দোসরা অগাস্ট জওয়ানদের ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। সিআইডি সূত্রে খবর, কার নির্দেশে কেন বুথ লক্ষ্য করে গুলি চালানো হয় তা জানতে চাওয়া হবে।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৩০, ৮জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে দার্জিলিং, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা।
লেকটাউনে আইনজীবীকে মারধরের অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে। আটক করে থানায় নিয়ে গেলে তদন্তকারীদের হেনস্থা ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলে অভিযোগ পুলিশের। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে রিপোর্ট তলব। দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচের কাছে রিপোর্ট তলব। জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব রাজ্য পরিবার কল্যাণ আধিকারিকের।
বাঁশদ্রোণিতে দশম শ্রেণির ছাত্রর রহস্যমৃত্যু। ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার দেহ। মায়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের।
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রক কমিটি গঠনের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। আপাতত মেটারনিটি বিভাগের অপারেশন থিয়েটার ও লেবার রুমে এই কমিটি কাজ শুরু করবে। পরে অন্যান্য ওটি-তেও সংক্রমণ প্রতিরোধের বিষয়টি দেখবে কমিটি।
উচ্চ মাধ্যমিকে ফেল করেও পাসের দাবিতে রাজ্যজুড়ে পড়ুয়াদের বিক্ষোভ। বৈঠকে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সোমবার থেকে আরও বাড়ছে মেট্রো। সোমবার থেকে আরও ১৮টি বেশি মেট্রো। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে ১৫০টি মেট্রো। নিউ গড়িয়া থেকে দমদম যাবে ২২০টি মেট্রো। সকাল ৮টার বদলে সোমবার থেকে সকাল সাড়ে ৭টা থেকে মেট্রো পরিষেবা। ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
রাজ্যে ভ্যাকসিনের আকাল। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে হয়রানির ছবি।বৃষ্টির মধ্যেই রাত থেকে চেতলায় ভ্যাকসিন গ্রহীতাদের লম্বা লাইন। ছাতা মাথায় রাস্তাতেই বসে পড়েছেন অনেকে। তবে ভ্যাকসিন মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল থেকেই এসএসকেএমে কোভ্যাক্সিনের আকাল। আজও লম্বা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। ভ্যাকসিন নিতে এসে বৃষ্টিতে ভিজে জ্বরে পড়ার সম্ভাবনা। তাই ছাতার পরিবর্তে মাথায় প্লাস্টিক জড়িয়ে নিয়েছেন অনেকে
'কেন ডোমের চাকরির জন্য উচ্চশিক্ষিতদের ভিড়?' প্রশ্ন দিলীপ ঘোষের।
উচ্চমধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে সল্টলেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের সামনে পথ অবরোধ পড়ুয়াদের। বারাসাত ত্রিনাথ বালিকা বিদ্যাপীঠের ছাত্রীদের বিক্ষোভ। ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পাসের দাবিতে কলকাতার পাশাপাশি একাধিক জেলায় অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভ। পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভ। অবরোধ করা হয় কাটোয়া-কালনা রোড। অন্যদিকে, পাস করানোর দাবিতে প্রধান শিক্ষককে ঘিরে দুর্গাপুরের এভিবি স্কুলে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভ। সামিল হন অভিভাবকরাও।
ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়িতে সংঘর্ষ। ইটের আঘাতে মাথা ফাটল এক ব্যক্তির। ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।৪০০ জনের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও লাইনে ছিলেন হাজার জন।আগে যেতে শুরু হয় হুড়োহুড়ি, চলে নিজেদের মধ্যে ইটবৃষ্টি। পরে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ
দিনে-দুপুরে বাজারের মধ্যে খুন হলেন এক যুবক। ঘটনাটি গতকাল ঘটে অশোকনগরের নোটনি বাজারে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুবকের ওপর হামলা চালায় প্রেমিকার স্বামী। ভরা বাজারে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। স্থানীয়রাই অভিযুক্তকে পাকড়াও করে মারধর করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায়।
রাজ্যসভায় জহর সরকারকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। ‘জনসেবায় যুক্ত থাকার ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘উনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও, ওঁকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত’, ট্যুইট করে জানাল তৃণমূল কংগ্রেস।
রাজ্যে ভ্যাকসিনের আকাল। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে হয়রানির ছবি।বৃষ্টির মধ্যেই রাত থেকে চেতলায় ভ্যাকসিন গ্রহীতাদের লম্বা লাইন। ছাতা মাথায় রাস্তাতেই বসে পড়েছেন অনেকে। তবে ভ্যাকসিন মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল থেকেই এসএসকেএমে কোভ্যাক্সিনের আকাল। আজও লম্বা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। ভ্যাকসিন নিতে এসে বৃষ্টিতে ভিজে জ্বরে পড়ার সম্ভাবনা। তাই ছাতার পরিবর্তে মাথায় প্লাস্টিক জড়িয়ে নিয়েছেন অনেকেই।
সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দফতরের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে কোভিশিল্ডের দুটি ভায়াল।
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে FIR-এ নাম থাকা ৮ জনের মধ্যে ৭ অভিযুক্ত গ্রেফতার হল।
প্রধানের সই জাল করে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে কৃষকবন্ধু প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ উঠল দেগঙ্গায়। অভিযোগ, নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই জাল করে মৃত ব্যক্তির বয়স ভাঁড়িয়ে তৈরি করা হয় জাল ডেথ সার্টিফিকেট। এরপর সেই সার্টিফিকেট দেখিয়ে কৃষকবন্ধু প্রকল্প থেকে ২ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলি চালানোর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। নিহত এক মহিলা, আহত হয়েছেন ৪ জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকায়।
করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সতর্ক রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রক কমিটি তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য এই কমিটি জরুরি ভিত্তিতে গঠন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
মেঘলা আকাশ, বৃষ্টি। নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় দিঘায় জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে রাস্তায় জল
লিলুয়ায় জিটি রোড সংলগ্ন বহুতলের নীচে আগুন। বহুতলের মিটার বক্সে আগুন।আগুনের জেরে ঘন ঘন বিস্ফোরণ।আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারা।আতঙ্ক ছড়ায় আসপাশের এলাকাতেও।আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২টি ইঞ্জিন।শর্ট সার্কিট থেকে আগুন, সন্দেহ দমকলের
গরুপাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর বাবা-মা-কে তলব। বাবা তেজবাহাদুর, মা ললিতা মিশ্রকে বুধবার তলব। নিজাম প্যালেসে সিবিআই-এর সদর দফতরে তলব।গতকাল বাড়িতে গিয়ে তাঁদের দেখা পায়নি সিবিআই।বাড়িতে তাই হাজিরার নোটিস দিয়ে এসেছে সিবিআই। বাবা-মায়ের নামে কোম্পানি খুলেছিল বিনয় মিশ্র।সেই কোম্পানির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চায় সিবিআই
৫ দিন পর মালদা সংলগ্ন বিহারের কাটিহার থেকে উদ্ধার হল হরিশ্চন্দ্রপুরের নিখোঁজ তৃণমূল নেতার দেহ। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা ও ইটভাটার মালিক আনেসুর রহমান। পরিবারের দাবি, গতকাল কাটিহারের বাড়সই ও উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের মাঝে রেললাইনের ধারে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ মেলে। বিষয়টি মোবাইলে ফোন করে তৃণমূল নেতার পরিবারকে জানানো হয়। পরে দেহ নিয়ে আসা হয় হরিশ্চন্দ্রপুরে। ব্যবসায়িক কারণে অপহরণ বলে এর আগে আশঙ্কা প্রকাশ করে তৃণমূল নেতার পরিবার। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
এলাকা দখল নিয়ে প্রধান ও উপ প্রধানের স্বামীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের শ্যামবাজার এলাকা। গতকাল ওই এলাকায় বোমাবাজি হয়। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত হন দু পক্ষের ১০-১২ জন। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ।
করোনার কড়াকড়ির মধ্যেই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠের দরজা। সকাল থেকে ভক্তদের ভিড়। কোভিড বিধি মেনে মঠে ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। মন্দির দর্শনের অনুমতি থাকলেও করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ভূখণ্ডের দিকে সরে ওড়িশা, অন্ধ্রমুখী হলেও তার প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টি। কলকাতায় গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। আজ বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। তবে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।