WB News Live Updates: WB News Live Updates: উত্তরবঙ্গে পাওয়া গেল মহা সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ

Get the latest West Bengal News and Live Updates: ২ জন ডেল্টা ও ২ জন ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jul 2021 08:24 PM

প্রেক্ষাপট

কলকাতা:  হেস্টিংসে রুদ্ধদ্বার বৈঠকে কথা কাটাকাটি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বিজেপির যুব মোর্চার সহ সভাপতির মৃত্যু। এসএসকেএম থেকে  অ্যাপোলোয় নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা। অসুস্থ হয়ে নেতার মৃত্যুতে ধাক্কাধাক্কির দাবি খারিজ...More

WB News Live Updates: উত্তরবঙ্গে পাওয়া গেল মহা সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ

জুন মাসের প্রথম সপ্তাহে সোয়াবে পজিটিভ আসা কিছু স্যাম্পেল পাঠানো হয়েছিল কল্যাণীর জেনোমিক্সে। যার রিপোর্টে দেখা যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে শিলিগুড়িতে। ২ জন ডেল্টা ও ২ জন ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত।