West Bengal News Live: দেহরক্ষীর মৃত্যু তদন্তে সোমবার ভবানীভবনে শুভেন্দুকে তলব

Get the latest West Bengal News and Live Updates: শুভেন্দুর গাড়ির চালক ও ঘনিষ্ঠকেও তলব

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Sep 2021 06:30 PM
WB News Live Updates: চাকরি দেয়ার নাম করে ভুয়ো নিয়োগপত্র বানিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা

পূর্ত দফতরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিরোগপত্র দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সোমদত্ত। বাড়ি হাঁসখালি থানার বগুলা মধ্যপাড়া এলাকায়। কয়েক মাস আগে অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ স্টেশন রোডের বাসিন্দা শান্তনু সাধু  থানায় অভিযোগ জানিয়েছিল৷ তারপর থেকে অভিযুক্ত লুকিয়ে ছিল।

WB News Live Updates: সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা

কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল এক NVF কর্মী। রবিবার সন্ধ্যায় পাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর সাঁওতালডী সড়কের কোল্ডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে ‌। পুরুলিয়া জেলার পাড়া থানায় তিনি কর্মরত ছিলেন।  পুলিশ সূত্রে জানা যায় তার নাম প্রণব মোহান্তি। 

West Bengal News Live Updates: আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে

সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। ফিরে আসতে বলা হয়েছে সমস্ত মৎস্যজীবীদের। ইতিমধ্যেই বেশকিছু ট্রলার কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ফিরে এসেছে। যারা ফেরেনি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন।

WB News Live Updates: হাবড়া পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসকের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

হাবড়া পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসকের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হল জল্পনা। পোস্টে তৃণমূল নেতা বুঝিয়ে দেন,দুঃসময়ে দলের পাশে থাকলেও, মর্যাদা পাননি। দল যে এধরনের পোস্ট সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। শাসক নেতার পোস্ট নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি।

WB News Live Updates: চার নম্বর ম্যাঙ্গো লেনের বহুতলে আগুন

চার নম্বর ম্যাঙ্গো লেনের বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।

WB News Live Updates: কলকাতার ৩টি এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

কলকাতা পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। কলকাতার ৩টি এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ব্রাইট স্ট্রিট, তিলজলা, তপসিয়ায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ‘অগাস্ট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা না বাড়লেও সতর্ক পুরসভা’, জানাল কলকাতা পুরসভা

WB News Live Updates: এলাকার দখল নিয়ে ইসলামপুরে দুই পাড়ার সংঘর্ষ

এলাকার দখল নিয়ে ইসলামপুরে দুই পাড়ার সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় ২ জন জখম, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ইসলামপুর পুলিশ জেলার এসপি জানিয়েছেন, ‘পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে’। 

West Bengal News Live Updates: চারদিনের শিশুকে ফেরানোর অভিযোগ উঠল দুই সরকারি হাসপাতালের বিরুদ্ধে

ফের রেফার রোগ! চারদিনের শিশুকে ফেরানোর অভিযোগ উঠল আরজিকর ও বিসি রায়, দুই সরকারি হাসপাতালের বিরুদ্ধে। স্যালাইনের চ্যানেল, নাকে অক্সিজেনের নল লাগানো একরত্তিকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরল পরিবার। অবশেষে এনআরএসে ভর্তি।

WB News Live Updates: রাজ্যে ফের বাড়ল করোনা

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেতিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছে ৭০৭ জন। শনিবার আক্রান্ত হয়েছিল ৭০০ জন। শুক্রবার এই পরিসংখ্যান ছিল ৬৮৬।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। 

West Bengal News Live Updates: নিউটাউন এলাকায় ড্রোনের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার

নিউটাউন এলাকায় এবার থেকে ড্রোনের মাধ্যমে হবে সরকারি প্রকল্পের প্রচার। ওই এলাকায় একাধিক বহুতল আবাসন রয়েছে। আবাসনের উঁচুতলার বাসিন্দাদের কাছে সরকারি বার্তা ও সচেতনতামূলক প্রচার চালাতে এবার থেকে নেওয়া হবে ড্রোনের সাহায্য। 

WB News Live Updates: ভবানীপুরে উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের

ভবানীপুরে উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের. ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়. জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন, সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। 

WB News Live Updates: দেহরক্ষীর রহস্যমৃত্যুতে সোমবার ভবানীভবনে তলব শুভেন্দু অধিকারীকে

ভেন্দুর গাড়ির চালক ও ঘনিষ্ঠকে তলব। ৭ সেপ্টেম্বর ভবানীভবনে তলব সিআইডির। শুভেন্দুর গাড়ির চালক শম্ভু মাইতি ও শুভেন্দু ঘনিষ্ঠ সঞ্জয় শুক্লাকে তলব। মঙ্গলবার ভবানীভবনে তলব করল সিআইডি

WB News Live Updates: দুয়ারে সরকার এর পর এবার দুয়ারে শিক্ষা

আদিবাসী অধ্যুষিত গ্রামের কাঁচা মাটির বাড়ির দেওয়াল মসৃন করে তাতেই ব্ল্যাকবোর্ড তৈরী করে সেখানেই শুরু করেছেন শিক্ষাদানের কাজ । শিক্ষক দিবসের প্রাক্কালে এই অভিনব পদ্ধতিতে হতদরিদ্র পরিবারের শিক্ষার আলোক ছড়িয়ে দিচ্ছেন জামুরিয়ার তিলকা মাঝি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ন নায়ক। ইতিমধ্যেই লকডাউনের সময় গ্রামে গ্রামে গিয়ে পড়িয়ে নিজেকে রাস্তার শিক্ষক বলে উল্লেখ করেছেন । 

West Bengal News Live Updates: শিক্ষক দিবসে শিক্ষকদের পা ধুইয়ে শ্রদ্ধা জানালেন মদন মিত্র

শিক্ষক দিবসে শিক্ষকদের পা ধুইয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন ভবানীপুরে শিক্ষকদের সম্মান জানান তিনি। একতারা হাতে গানও শোনান। পরে নিজেই তুলি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় তাঁকে।

WB News Live Updates: সোনারপুর দক্ষিণের বিধায়কের সামনেই বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে হামলা

হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুরে। স্কুল কলেজ খোলার দাবি ও বিশ্বভারতীতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে এদিন সোনারপুর স্টেশন থেকে হরিনাভি পর্যন্ত মিছিল করার কথা ছিল SFI-DYFI-এর। সেখানে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। অভিযোগ, তাঁর সামনেই বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, তাঁদের কর্মী-সমর্থকরাই আক্রান্ত হন। SFI-DYFI-এর মিছিলের অনুমতি ছিল না বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডি-র

আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডি-র। আজই দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি।

WB News Live Updates: বিস্ফোরক দাবি কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের

পুলিশের প্রাথমিক এফআইআরে গরমিল ছিল। তাই গ্রেফতার করতে হবে অভিযুক্ত পুলিশ কর্মীদের। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআইয়ের কাছে বিস্ফোরক দাবি কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের। নারকেলডাঙা থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এবার সিবিআইয়ের দ্বারস্থ হলেন মৃত বিজেপি কর্মীর দাদা।

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই। ৩ মে, দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মী হারাধন রায়কে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এই নিয়ে তৃতীয়বার খেজুরির নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই।

WB News Live Updates: ফের উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন-জল্পনা

এবার সাংবাদিক বৈঠক করে সমস্ত রকম দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার বার্তা দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে মতভেদের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। 

WB News Live Updates: গব্বর সিংয়ের পার্টি বিজেপি, কাজ করা অসম্ভব, তাই অনেকে পালিয়ে আসতে চাইছেন, কটাক্ষ ফিরহাদের

গব্বর সিংয়ের পার্টি বিজেপি। কাজ করা অসম্ভব। তাই অনেকে পালিয়ে আসতে চাইছেন। কটাক্ষ ফিরহাদ হাকিমের।

West Bengal News Live: শিক্ষক দিবসে শিক্ষকদের পা ধুইয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র

শিক্ষক দিবসে শিক্ষকদের পা ধুইয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন ভবানীপুরে শিক্ষকদের সম্মান জানান তিনি। একতারা হাতে গানও শোনান। পরে নিজেই তুলি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় তাঁকে। 

WB News Live Updates: চিকিত্সাধীন রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

চিকিত্সাধীন রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, শারীরিক সমস্যার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয় কুলতলির পূর্ব রাধাবল্লভপুরের বাসিন্দা মামুদা সর্দারকে। পরিবারের অভিযোগ, গতকাল রোগিণীকে ওষুধ দেওয়ার পরও জ্বর না কমায় পরীক্ষা করে দেখা যায় চলতি বছরের জানুয়ারি ওই ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এরপরই ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে রোগিণীর পরিবার। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

West Bengal News Live: সোনারপুর দক্ষিণের বিধায়কের সামনেই বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সোনারপুর দক্ষিণের বিধায়কের সামনেই বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুরে। স্কুল কলেজ খোলার দাবি ও বিশ্বভারতীতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে এদিন সোনারপুর স্টেশন থেকে হরিনাভি পর্যন্ত মিছিল করার কথা ছিল SFI-DYFI-এর।সেখানে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। অভিযোগ, তাঁর সামনেই বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, তাঁদের কর্মী-সমর্থকরাই আক্রান্ত হন। SFI-DYFI-এর মিছিলের অনুমতি ছিল না বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। 

WB News Live Updates: বিজেপিতে ভাঙন-জল্পনা উস্কে দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার বার্তা রায়গঞ্জের বিধায়কের

ফের উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন-জল্পনা। এবার সাংবাদিক বৈঠক করে সমস্ত রকম দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার বার্তা দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে মতভেদের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক।

West Bengal News Live: দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই। ৩রা মে, দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মী হারাধন রায়কে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এই নিয়ে তৃতীয়বার খেজুরির নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই। গত ৫ই মে, বাড়িতে ঢুকে বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এলাকায় বোমাবাজিও হয়। সেই অভিযোগের তদন্তে এদিন নির্যাতিতার বয়ান রেকর্ড করে সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সোনারপুরের প্রতাপনগরে দ্বিতীয়বার বিজেপি কর্মীর বাড়িতে গেল সিবিআই। 

WB News Live Updates: শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের আগেই আটক এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্যরা

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর আগেই এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্যদের আটক করল পুলিশ। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকাভুক্ত কর্মশিক্ষা এবং শরীর শিক্ষার চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে যান। বিধান নগরের পুলিশ কমিশনারেট প্রায় ৪০ জনকে আটক করে নিয়ে যায় লেকটাউন থানায়।

West Bengal News Live: ২টি হাসপাতাল ফেরানোর পর চারদিনের শিশুকে নিয়ে চেস্ট এক্স রে-র লাইনে দাঁড়িয়ে পরিবার

২টি হাসপাতাল ফেরানোর পর, চারদিনের শিশুকে নিয়ে চেস্ট এক্স রে-র লাইনে দাঁড়িয়ে পরিবার। সদ্যোজাতর হাতে স্যালাইনের চ্যানেল, নাকে অক্সিজেনের নল। রবিবার এই ছবিই দেখা গেল এনআরএস হাসপাতালে। রেফার-রোগের অভিযোগে এবার কাঠগড়ায় কলকাতার ২টি সরকারি হাসপাতাল। 

WB News Live Updates: নিউটাউন এলাকায় এবার থেকে ড্রোনের মাধ্যমে হবে সরকারি প্রকল্পের প্রচার

নিউটাউন এলাকায় এবার থেকে ড্রোনের মাধ্যমে হবে সরকারি প্রকল্পের প্রচার। এই এলাকায় একাধিক বহুতল আবাসন রয়েছে। আবাসনের উঁচুতলার বাসিন্দাদের কাছে সরকারি বার্তা ও সচেতনতামূলক প্রচার চালাতে এবার থেকে নেওয়া হবে ড্রোনের সাহায্য। আজ থেকেই চালু হল পরিষেবা। ড্রোনের মাধ্যমে মাইকে চলবে সরকারি প্রকল্প ও সচেতনতা প্রচার।

West Bengal News Live: পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি অবিচারের অবসান হোক, শিক্ষক দিবসে কটাক্ষ রাজ্যপালের

পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি স্পষ্টতই যে অবিচার হচ্ছে, তার অবসান হোক। শিক্ষক দিবসে রাজ্য সরকারকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। এর পাশাপাশি ট্যুইটে তিনি লেখেন, শিক্ষক দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এস রাধাকৃষ্ণণকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে যাঁরা সমাজ গড়ার কারিগর সেই শিক্ষক সমাজকে আমার কৃতজ্ঞতা ও অভিবাদন জানাই।

WB News Live Updates: এখানকার প্রধান, বিডিওকে জেল খাটিয়ে ছাড়ব, ময়ূরেশ্বরে দিলীপ ঘোষের হুমকি

বীরভূমের ময়ূরেশ্বরে দিলীপ ঘোষের হুমকি। এখানকার প্রধান, বিডিওকে জেল খাটিয়ে ছাড়ব। ৫ বছরের মধ্যে কড়ায়-গণ্ডায় বুঝে নেব। ইডি-সিবিআই তদন্তের প্রসঙ্গ টেনে আক্রমণাত্মক বিজেপি রাজ্য সভাপতি।

West Bengal News Live: আগামীকাল তলব ইডি-র,আজই দিল্লি যাচ্ছেন অভিষেক

আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডি-র। আজই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামী কাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি।

WB News Live Updates: পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর পরিবারের

পুলিশের প্রাথমিক এফআইআরে গরমিল ছিল। তাই গ্রেফতার করতে হবে অভিযুক্ত পুলিশ কর্মীদের। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআইয়ের কাছে বিস্ফোরক দাবি কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের। নারকেলডাঙা থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এবার সিবিআইয়ের দ্বারস্থ হলেন মৃত বিজেপি কর্মীর দাদা। এদিন সিজিও কমপ্লেক্সে যান তিনি। নথি জমা দিতে বলেছে সিবিআই, দাবি মৃত বিজেপি কর্মীর পরিবারের।

West Bengal News Live: ভ্যাকসিন সেন্টারে দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী, পরে জামিন

ভ্যাকসিন সেন্টারে দাদাগিরির অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। পরে, ধৃতের জামিন মঞ্জুর করে বারাসাত আদালত।

WB News Live Updates: মালদায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে, বাঁশ-লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটল। মারধরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।শুক্রবার এই ঘটনা ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মোটরবাইক চুরির চেষ্টার অভিযোগে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ

West Bengal News Live: বাণিজ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা

জলঙ্গির চরকাকমারীতে অন্তর্দেশীয় বাণিজ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা। শনিবার এলাকা পরিদর্শন করলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ বিষয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন বহরমপুরের সাংসদ।

WB News Live Updates: গরু-ছাগল তো নয় যে আটকে রাখব, দলবদল প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

গরু-ছাগল তো নয় যে আটকে রাখব। দলবদল এখন ফ্যাশন। কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

West Bengal News Live: আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডি ডাকবে,শুভেন্দুকে তলব প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডি ডাকবে, যেমন মুকুল রায়কে ডেকেছিল। তৃণমূলের সঙ্গে হাত মেলানোর পর তাঁকে আর ডেকেছে? শুভেন্দু অধিকারীকে সিআইডি-র তলব প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

WB News Live Updates: আধারকার্ড করার জন্য কয়েকগুণ টাকা নেওয়ার অভিযোগ,গয়েশপুর থেকে গ্রেফতার ৫

আধারকার্ড করার জন্য কয়েকগুণ টাকা নেওয়ার অভিযোগ। কল্যাণী থানায় অভিযোগ দায়ের। তার ভিত্তিতে গয়েশপুর থেকে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal News Live: হুগলির উত্তরপাড়ায় কিশোরের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

হুগলির উত্তরপাড়ায় কিশোরের রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। প্রণয় ঘটিত কারণে খুনের অভিযোগে এক কিশোরীর বাড়ি ভাঙচুর ও মারধর মৃতের পরিজনদের। কী কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ২ নাবালক সহ গ্রেফতার ৫। 

WB News Live Updates:ভেঙে পড়ল বড়বাজারে বাবুলাল লেনে বিপজ্জনক বাড়ির একাংশ

রাতে ভেঙে পড়ল বড়বাজারে বাবুলাল লেনে বিপজ্জনক বাড়ির একাংশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন প্রতিবেশী বৃদ্ধা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ বিপজ্জনক বাড়ির পরিত্যক্ত অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন এক বৃদ্ধা। ঘটনাস্থলে যায় বড়বাজার থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১ ঘণ্টার চেষ্টায় বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়। তিনি অক্ষত রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

প্রেক্ষাপট

কলকাতা:  আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডি-র। আজই দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি।


দেহরক্ষীর রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারীকে সিআইডি তলব। সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ। ২০১৮-য় গুলিবিদ্ধ হয়ে শুভেন্দুর দেহরক্ষী শুভব্রতর মৃত্যু। আড়াই বছর পরে স্ত্রীর এফআইআর। 


পুজোর আগেই ভবানীপুরে উপনির্বাচন। ৩০ সেপ্টেম্বর একই দিনে ভোট সামশেরগঞ্জ, জঙ্গিপুরেও। ৩ অক্টোবর গণনা। ১৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন। প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। 


 ভবানীপুরে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে না জিতলে তৈরি হবে সঙ্কট, জানান মুখ্যসচিব। রাজ্যের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোট, বিবৃতি কমিশনের।


ভবানীপুরে ভোট চেয়ে কমিশনকে মুখ্যসচিবের চিঠি। আইনের শাসন নয়, শাসকের আইনের অভিযোগই প্রমাণিত, আক্রমণে শুভেন্দু। হতাশা নাকি ভয় পেয়েছেন? পাল্টা কটাক্ষ পার্থর। 


 ভোট ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল। ভবানীপুরে শুরু প্রচার। একটি কেন্দ্রে উপনির্বাচন, তামাশা করেছে কমিশন, আক্রমণে বিজেপি। জমি হারিয়ে শুধুই রাজনীতি, পাল্টা ফিরহাদ। 


৩ কেন্দ্রে ভোট ঘোষণার দিনই তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি শুভেন্দুর। 


 রানিনগরে গাড়ি ঘিরে কালো পতাকা। হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। তৃণমূলের বিক্ষোভের মুখে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।


ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই তদন্তের মধ্যেই গোপালনগরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক শিবিরের। 


 হাইকোর্টের কড়া নির্দেশের পরেই অচলাবস্থা কাটার পথে বিশ্বভারতী। আজ থেকে ফের শুরু ভর্তির জন্য কাউন্সেলিং। আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে বোলপুরে মিছিল টিএমসিপির। 


 সিম বক্স প্রযুক্তিতে প্রতারণাকাণ্ডে নতুন তথ্য। ধৃতদের নিয়ে নদিয়ার নাকাশিপাড়ায় রাজ্য পুলিশের এসটিএফের তল্লাশি। উদ্ধার সিম বক্স, মোডেম রাউটার। বিপুল অর্থ কি কাজে লাগত জঙ্গিদের? তদন্তে পুলিশ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.