WB News Live Updates: জীবন দেব, মাথা নত করব না, কয়লাপাচারকাণ্ডে ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: চক্রান্তেই অভিষেককে ইডির তলব, অভিযোগ মুকুল রায়ের। আগে নির্দোষ প্রমাণ করুন, পাল্টা দিলীপ ঘোষ।
করোনা আবহে এখনও রাজ্যে স্কুল-কলেজ বন্ধ। তবে সশরীরে ক্লাস শুরু হয়ে গেল আইটিআই ও পলিটেকনিক কলেজে। পড়াশোনার বেশিরভাগটাই প্র্যাক্টিক্যাল ভিত্তিক। তাই ক্লাস শুরু, জানালেন কারিগরি শিক্ষামন্ত্রী।
হাজরার যোগমায়া দেবী কলেজে ভর্তি-বিভ্রাট। ভর্তি তালিকায় নাম উঠেছে বলে ফোনে মেসেজ এলেও ভর্তি হওয়া যাচ্ছে না বলে অভিযোগ পড়ুয়াদের। এদিকে, স্নাতক স্তরের ফল অসম্পূর্ণ থাকার অভিযোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অন্যদিকে, ফি মকুবের দাবিতে আন্দোলনে দেশবন্ধু কলেজে ছাত্রীরা।
জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে চলছে ভোটের প্রচার। ওয়াকিং স্টিকে ভর দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এক সময় বিস্ফোরণে আহত তৃণমূল প্রার্থী জাকির হোসেন। চায়ে পে চর্চা থেকে দেওয়াল লিখন, পিছিয়ে নেই বিজেপিও। সংযুক্ত মোর্চার বাম প্রার্থীর নামও ফুটে উঠেছে দেওয়ালে।
কংগ্রেসের মতো তৃণমূল নয় যে ভয় পেয়ে বসে যাবে। ইডি-র জিজ্ঞাসাবাদের পরেই কংগ্রেসকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই তো ক’দিনের, কটাক্ষ অধীর চৌধুরীর।
চলতি বছরে কমেছে ম্যালেরিয়ার প্রকোপ। ওষুধের চাহিদাও সেভাবে না থাকায় দোকানে দোকানে ওষুধের স্টক কম। এই পরিস্থিতিতে ওষুধ জোগাড় করতে ভয়ানক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রোগীর আত্মীয়দের।
বেহালার পর্ণশ্রীতে মা-ছেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার। গোপাল মিশ্র রোডের ফ্ল্যাটে মা-ছেলের রক্তাক্ত মৃতদেহ। মা সুস্মিতা মণ্ডলের সঙ্গে ১৩ বছরের ছেলে তমোজিতের মৃতদেহ উদ্ধার। মৃতা সুস্মিতা মণ্ডলের স্বামী তপন মণ্ডল পেশায় ব্যাঙ্ককর্মী। বাড়ি ফিরে দরজা বন্ধ দেখেন তিনি। দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়, খবর সূত্রের। আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ।
সরকারি হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট পেতে বিলম্বের অভিযোগ উঠেছে। গত শনিবার টক টু কেএমসি-তে ফোন করে এই সমস্যার কথা জানান হুগলির এক বাসিন্দা। আজ সমস্যা সমাধানের উপায় খুঁজতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সমস্যার সুরাহার জন্য রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুরসভা।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি পাঠাল সিবিআই। সূত্রের খবর, চাপের কারণে নথিভুক্ত হয়নি এমন ঘটনা সম্পর্কে চিঠিতে জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কতগুলো ঘটনা কোন কোন জেলায় ঘটেছে, তারও বিস্তারিত রিপোর্ট চেয়েছে সিবিআই। জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট পাঠালে সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু হবে, খবর সিবিআই সূত্রে।
উত্তর ২৪ পরগনায় নকল সিমেন্ট কারখানার হদিশ। কারখানার মালিককে গ্রেফতার করেছে আমডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রাজবেড়িয়া বৈকুণ্ঠপুরে অভিযান চালানো হয়। উদ্ধার হয় প্রায় দেড়শো বস্তা নকল সিমেন্ট। পুলিশের দাবি, দামী ব্র্যান্ডের সিমেন্টের সঙ্গে জমে যাওয়া সিমেন্ট গুঁড়ো, মাটি-ছাই মিশিয়ে বস্তাবন্দি করে বাজারে বিক্রি করা হত। কারখানা সিল করে দিয়েছে পুলিশ। এই কারবারে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল এক কোটিরও বেশি টাকার সোনার বিস্কুট। এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে স্বরূপনগরের আমুদিয়া সীমান্তে হানা দিয়ে মোটরবাইক আরোহী এক ব্যক্তিকে আটক করে তারা। উদ্ধার হয় প্রায় ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২৪টি সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লক্ষ ১১ হাজার টাকা। ধৃত সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।কোথা থেকে সোনা আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
মাওবাদী পোস্টার ঘিরে পুরুলিয়ার বরাবাজারে আতঙ্ক ছড়াল। পোস্টারে মানবাজারের মহকুমা শাসককে খুনের হুমকি দেওয়া হয়েছে। এদিন মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকায় বিদ্যুতের খুঁটি ও বাড়ির দেওয়ালে এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। পরে পোস্টারগুলো খুলে নেয় পুলিশ। কে বা কারা পোস্টার লাগাল খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সমস্যা থাকলে সরাসরি প্রশাসনের কাছেই তা জানানো যাবে বলে জানিয়েছেন জেলাশাসক।
ছোট ভাইয়ের নেশার প্রতিবাদ করায় দাদাকে খুনের অভিযোগ উঠল খড়গপুর শহরের রবীন্দ্র পল্লি এলাকায়। পরিবারের দাবি, ছোট ভাই সুমিত নেশায় আসক্ত। বাধা দেওয়ায় দাদার সঙ্গে বচসা লেগেই থাকত। অভিযোগ, গতকাল এক সঙ্গীকে নিয়ে বাড়িতেই নেশার আসর বসান ছোট ভাই। দাদা বাধা দেওয়ার পর তাঁকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সজোরে বাইক চালিয়ে দেন ওই যুবক। বাইকের ধাক্কায় গুরুতর জখম দাদাকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ছোট ভাই-সহ ২ জনকে আটক করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।
ইডি-র জিজ্ঞাসাবাদের পরেই নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রৌঢ়াকে খুন করে থানায় ফোন খুনির! বারাসাতের আপন পল্লিতে ভরদুপুরে প্রৌঢ়াকে কুপিয়ে খুন। ঘর থেকে প্রৌঢ়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ‘শ্যালিকাকে খুন করেছি’, থানায় ফোন এক ব্যক্তির। ফোন পেয়ে পুলিশ গিয়ে ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। পলাতক অভিযুক্তের খোঁজে বারাসাত থানার পুলিশ।
কয়লাকাণ্ডে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। তবে করোনা আবহে দু’বছর ধরে পরিচিত ভিড় উধাও। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।
রাজ্যের সব হাসপাতালকে ভেলোর থেকে শিক্ষা নেওয়ার নির্দেশ। সব হাসপাতালে ভেলোর মেডিক্যালের বিল পাঠানোর নির্দেশ কমিশনের। ‘দুর্ঘটনায় আহতর চিকিৎসা, ১০দিনে ফর্টিসে সাড়ে ৪ লক্ষ টাকা বিল! পা বাদ দিতে হবে, রোগীর পরিবারকে জানায় হাসপাতাল। ফর্টিস থেকে রোগীকে নিয়ে ভেলোর গেল পরিবার। ১৯দিনে ভেলোরে বিল দেড় লক্ষ টাকা, বাদ দিতে হল না পা। ভেলোরে যে টাকায় রোগী সুস্থ, সেই টাকায় শুধু গজ-তুলো ফর্টিসে।’
বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তনের ৬ দিনের মাথায় জনতার ঘরের দুয়ারে হাজির বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বাড়ি বাড়ি গিয়ে শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। সদ্য দল বদলানো বিধায়কের দাবি, মানুষের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য। বিজেপির কটাক্ষ, ভাঁওতাবাজি। দুয়ারে বিশ্বাসঘাতক, বলছে কংগ্রেস।
উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙনের মাঝেই এবার প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
কয়লাপাচারকাণ্ডে দিল্লিতে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা, সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রাক্তন দেহরক্ষীর খুনের মামলায় গ্রেফতারি নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ।
২০১৪-র প্রাথমিক টেটের ভুল প্রশ্নের মামলায় পর্ষদ সভাপতিকে পার্টি করার নির্দেশ হাইকোর্টের। ২০১৮-র নির্দেশ কার্যকরের জন্য শেষবারের জন্য সময়। শেষবারের জন্য প্রাথমিক পর্ষদকে ৩ সপ্তাহ সময় দিল হাইকোর্ট। আদালত অবমাননার মামলায় পর্ষদকে নির্দেশ হাইকোর্টের। আগেই এই সংক্রান্ত অন্য মামলায় পর্ষদ সভাপতিকে জরিমানা। ভুল প্রশ্নের উত্তর দিলেই পুরো নম্বর দেওয়ার নির্দেশ
যোগমায়া দেবী কলেজে ভর্তিতে বিভ্রাট। কলেজে বিক্ষোভ ছাত্রীদের,ঘটনাস্থলে পুলিশ। কলেজের দাবি অতিরিক্ত পাস করলেও আসন সংখ্যা বাড়েনি।
দলীয় কোন্দলের জেরে সোমবার নাগরাকাটায় সাংবাদিক বৈঠক করে দলকে লিখিত ভাবে চিঠি দিয়ে দল ছাড়লেন বিজেপির যুব মোর্চার লড়াকু নেতা জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রমেশ শর্মা। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ ও পরিবারিক সমস্যার কথা জানিয়ে দল ছাড়লেন।
কাঁথিতে প্রাক্তন দেহরক্ষীর খুনের মামলায় তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষের মামলায় মামলার তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। পাঁশকুড়ায় সোনার হার ছিনতাইয়ের মামলার তদন্ত প্রক্রিয়া স্থগিতাদেশ। ‘চাকরি দেওয়ার নামে মানিকতলায় প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদ করা যাবে’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের আগে সম্পূর্ণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। সেই অনুসারে যেসব কেন্দ্রে নির্বাচন কিংবা উপনির্বাচন হচ্ছে সেখানে বন্ধ রাখতে হবে উন্নয়নমূলক কাজ। কোনও কাজের যদি ওয়ার্ক অর্ডার হয়ে গিয়ে থাকে, কিন্তু কাজ শুরু না হয়, তাহলে সেখানেও কাজ শুরু করা যাবে না।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে।
নিজেকে নির্দোষ প্রমাণ করুন। সঙ্গীরা ধরা পড়েছেন, তাই ওঁকেও ডেকে পাঠানো হয়েছে। বদলা নিতেই সিআইডি-কে দিয়ে ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
কয়লা পাচারকাণ্ডে দিল্লির জামনগর হাউসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চার ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ইডির। এদিন নির্দিষ্ট সময়ের ২৫ মিনিট আগেই জামনগর হাউসে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি-র মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। দেশের সমস্ত নাগরিকদেরই তদন্তে সহযোগিতা করা উচিত। সূত্রের খবর, মূলত কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ। বেআইনিভাবে টাকা লেনদেন হয়েছে কিনা, টাকা বিদেশে টাকা পাচার হয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয়। খবর সূত্রের।
চার ঘণ্টা কেটে গিয়েছে। এখনও জামনগরের ইডি অফিসেই রয়েছেন অভিষেক।
‘শুভেন্দুকে কোনও মামলাতেই গ্রেফতার নয়। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও মামলাতে কড়া পদক্ষেপ নয়। কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত চলবে। শুভেন্দু অধিকারী সহযোগিতা করবেন। যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে পুলিশ, তাহলে শুভেন্দুর সুবিধামত জায়গায় জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। শুভেন্দুর বিরুদ্ধে অন্য তিনটি মামলার তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকবে।’ নির্দেশ কলকাতা হাইকোর্টের
স্নাতক স্তরের ফল অসম্পূর্ণ থাকায়, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ। অভিযোগ, প্রায় ৫-৬ হাজার পড়ুয়ার ফাস্ট সেমেস্টার, ফোর্থ সেমেস্টারের ফল এখনও অসম্পূর্ণ রয়েছে। এদিকে, ১৫ই সেপ্টেম্বর স্নাতকোত্তরে ভর্তির শেষ দিন। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা।
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। কাল জরুরি বৈঠক ডাকল স্বাস্থ্য দফতর।৭টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, বসনিয়া।এই ৭টি দেশ থেকে আসা যাত্রীদের নিয়ে কী সিদ্ধান্ত ?
নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে এই ৭টি দেশে। কেন্দ্র জারি করেছে নতুন গাইডলাইন।৭টি দেশে থেকে আসা যাত্রীদের নিয়ে কী সিদ্ধান্ত বাংলায় ?
কাল জরুরি বৈঠক ডাকল স্বাস্থ্য দফতর
জামনগরে ইডি-র অফিসে অভিষেককে জিজ্ঞাসাবাদ শেষ বলে জানা গেছে। খুব শীঘ্রই তিনি ইডি-র অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন বলে মনে করা হচ্ছে।
রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে।
বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা। সোমবার সকাল সোয়া দশটা নাগাদ কলকাতা থেকে হাওড়া গামী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি ভ্যানে ধাক্কা মারে। ওই গাড়িটি সামনের আর একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয় দুজন। তাদের নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।
যোগমায়া দেবী কলেজে ভর্তি নিয়ে সমস্যা। ছাত্রীদের অভিযোগ, ভর্তির তালিকায় নাম রয়েছে বলে এসএমএস পেয়েও ভর্তি হওয়া যাচ্ছে না। কারণ কলেজে অত আসন নেই। দাবি অভিযোগকারী ছাত্রীদের। যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, আসন সংখ্যা বাড়েনি। তুলনায় পাসের সংখ্যা অনেক বেশি। সেই কারণেই আসন সঙ্কট বলে দাবি অধ্যক্ষের। ভর্তির দাবিতে কলেজের সামনে অবস্থানে বসেছেন ছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
যোগমায়া দেবী কলেজে ভর্তি নিয়ে সমস্যা। ছাত্রীদের অভিযোগ, ভর্তির তালিকায় নাম রয়েছে বলে এসএমএস পেয়েও ভর্তি হওয়া যাচ্ছে না। কারণ কলেজে অত আসন নেই। দাবি অভিযোগকারী ছাত্রীদের। যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, আসন সংখ্যা বাড়েনি। তুলনায় পাসের সংখ্যা অনেক বেশি। সেই কারণেই আসন সঙ্কট বলে দাবি অধ্যক্ষের। ভর্তির দাবিতে কলেজের সামনে অবস্থানে বসেছেন ছাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
কাটোয়া ১ নম্বর ব্লক অফিসে আগুনে পুড়ে গেল বহু নথিপত্র।দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহু আধার ও রেশন কার্ডের ফর্ম ও জেরক্স কপি পুড়ে নষ্ট হয়ে যায়। যদিও ব্লক আধিকারি জানিয়েছেন অফিসের কম্পিউটার এ এন্টি হওয়ার পরে এই ফর্ম এবং বিভিন্ন ডকুমেন্ট সেগুলো গোডাউনে রাখা হয়েছিল। সেই গোডাউনে আগুন লেগেছে।
ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি।৩০ সেপ্টেম্বর সকাল ৭ থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত ভোটগ্রহণ।১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন।
১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ।৫ অক্টোবরের আগে সম্পূর্ণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে ডোমজুড়ের রাজীব পল্লিতে গেল সিবিআই। একাধিক বিজেপি কর্মীর বাড়িতে যান সিবিআইয়ের তদন্তকারীরা। এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়। ভোটের ফল ঘোষণার পর ডোমজুড়ের রাজীব পল্লিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, লুঠপাট, আগুন লাগানোর অভিযোগ ওঠে। সেইসমস্ত অভিযোগের প্রেক্ষিতে এদিন তদন্তে যায় সিবিআই
কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে আগুন। সকাল সোয়া ১১টা ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। ছড়িয়েছে আতঙ্ক। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডি-র সমন নিয়ে এখনই পদক্ষেপ প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীর’,মৌখিক নির্দেশে জানাল হাইকোর্ট।দুপুর ২ টোয় পরবর্তী শুনানি। হাইকোর্ট জানিয়েছে, ‘প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে সঠিক সময়ে’।
জামনগরে ইডি-র অফিসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে অভিষেককে তলব করে ইডি। গতকালই রাজধানীতে পৌঁছে যান অভিষেক। বললেন, ‘যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত। দেশের সব নাগরিকদেরই তদন্তে সহযোগিতা করা উচিত।’
হাওড়ার ডোমজুড়ের রাজীবপল্লিতে সিবিআই টিম।একাধিক আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা।
আজ ভবানীভবনে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। দিনভর টানা কর্মসূচি থাকায় যাচ্ছেন না শুভেন্দু।ইমেল মারফত জানালেন শুভেন্দু।ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে, খবর সিআইডি সূত্রে
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি পাঠাল সিবিআই। সূত্রের খবর, চাপের কারণে নথিভুক্ত হয়নি এমন ঘটনা সম্পর্কে চিঠিতে জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কতগুলো ঘটনা কোন কোন জেলায় ঘটেছে, তারও বিস্তারিত রিপোর্ট চেয়েছে সিবিআই। জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট পাঠালে সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু হবে। খবর সিবিআই সূত্রে।
কুকুরের বেল্ট গলায় পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার। কাঁকসার বামুনারা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, কটকের বাসিন্দা বিপ্লব পরিয়াদ সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মরত। ২০১৯-এ বিয়ের পরে কাঁকসার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই দম্পতি। পুলিশ জানিয়েছে, জেরায় ব্যাঙ্ক অফিসারের দাবি, স্ত্রীর উচ্চাশার কারণে দাম্পত্য বিবাদ লেগেই থাকত। গতকালও এ নিয়ে অশান্তি হওয়ায় তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। স্ত্রীকে খুনের অভিযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই আধিকারিককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ।
তিনদিনের মাথায় ফের কালিম্পঙে ধস। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। আজ ভোরে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর। এর আগে শুক্রবার রাতে কালিম্পঙের পেডং বাজারে ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের।
ছোট ভাইয়ের নেশার প্রতিবাদ করায়, দাদাকে খুনের অভিযোগ উঠল খড়গপুর শহরের রবীন্দ্র পল্লি এলাকায়। পরিবারের দাবি, ছোট ভাই সুমিত নেশাসক্ত। বাধা দেওয়ায় দাদার সঙ্গে বচসা লেগেই ছিল। অভিযোগ, গতকাল এক সঙ্গীকে নিয়ে বাড়িতেই নেশার আসর বসান ছোট ভাই। দাদা বাধা দেওয়ার পর, তাঁকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সজোরে বাইক চালিয়ে দেন ওই যুবক। বাইকের ধাক্কায় গুরুতর জখম দাদাকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ছোট ভাই-সহ ২ জনকে আটক করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। তবে করোনা আবহে দু’বছর ধরে পরিচিত ভিড় উধাও। করোনা আবহে এবারও তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। আজ রাতে মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেবায়েতরা এতে অংশ নেবেন।
ভবানীপুর উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। গতকাল আনুষ্ঠানিক ঘোষণা করল তৃণমূল। সময় মতোই প্রার্থী ঘোষণা হবে বলে জানাল বিজেপি। আজ বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলে বৈঠকের ডাক দিয়েছে বামফ্রন্ট।
ভোটের চার মাসের মধ্যেই মোহভঙ্গ! ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে এলাকায় দেখাই যায় না, বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর একাংশ। বিজেপি বিধায়কের পাল্টা দাবি, তৃণমূলের উস্কানিতে এধরনের মন্তব্য করছেন এলাকাবাসী। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।
নদিয়ার চাকদায় বিজেপিতে ভাঙন। বিজেপির মণ্ডল সভাপতি-সহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী ও সমর্থক যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল থেকে আসা নেতা-কর্মীরাই সে দলে ফিরে গেছেন।
প্রেক্ষাপট
দিল্লি গেলেন অভিষেক। কয়লাকাণ্ডে আজ দিল্লিতে তলব ইডি-র। যাবেন দিল্লিতে ইডি দফতরে। খবর তৃণমূল সূত্রে। রাজনৈতিক প্রতিহিংসা। যে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। প্রতিক্রিয়া অভিষেকের। কয়লা পাচারকাণ্ডে দিল্লির জামনগর হাউসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চার ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ইডির। এদিন নির্দিষ্ট সময়ের ২৫ মিনিট আগেই জামনগর হাউসে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি-র মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।
দেহরক্ষীর রহস্যমৃত্যুতে আজ তলব শুভেন্দুকে। মঙ্গলবার তলব শুভেন্দু ঘনিষ্ঠ ও গাড়িচালককে। ভয় পাই না, প্রতিক্রিয়া শুভেন্দুর। ডাকতেই পারে, দাবি ফিরহাদের। বিজেপিতে থাকলেই কেস, কটাক্ষ দিলীপের।
ভবানীপুরে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু দেওয়াল লিখন, তৃণমূল কর্মীদের উৎসাহ মমতার। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেন, সামশেরগঞ্জে আমিরুল ইসলাম।
ভয় পেয়ে ভবানীপুরে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, আক্রমণ ফিরহাদের। দল নির্দেশ দিলে ভবানীপুরে প্রার্থী হব, মন্তব্য শুভেন্দুর। প্রার্থী নিয়ে আজ প্রদেশ কংগ্রেসের বৈঠক। মঙ্গলবার বৈঠক বামফ্রন্টের।
শুধু ভবানীপুর উপনির্বাচন, কেন বাকি চার কেন্দ্রে নয় ? আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতে যেতে পারে বিজেপি। তৃণমূল সব কেন্দ্রেই উপনির্বাচন চায়, পাল্টা কুণাল।
ফের উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন-জল্পনা। এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক। (বাইটঃ)। এখন দলবদল ফ্যাশন। প্রতিক্রিয়া দিলীপের।
বেসুরো বিজেপি বিধায়ক
প্রাথমিক এফআইআরে গরমিল। নারকেলডাঙা থানার অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেফতার করতে হবে। সিবিআইকে নথি জমা কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর পরিবারের। মৃতের মায়ের বয়ান রেকর্ড সিবিআইয়ের।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে দিনহাটা, খেজুরি, সোনারপুরে সিবিআই। খেজুরির নির্যাতিতার বয়ান রেকর্ড। নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা, বয়ান রেকর্ড।
মুনমুন সেনের বালিগঞ্জের আবাসনে নিরাপত্তারক্ষীর সঙ্গে ফুড ডেলিভারি বয়ের বচসা। রক্ষীর সঙ্গে ধাক্কাধাক্কি। আতঙ্কে পুলিশকে ফোন মুনমুন সেনের। গ্রেফতার ৪।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -