WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার  অভিযুক্ত পলাতক

Get the latest West Bengal News and Live Updates: ‘এসএসসি-র উপর আমার কোনও বিশ্বাস নেই।’এজি-র উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Sep 2021 11:06 PM
West Bengal News Live: ‘দুয়ারে রেশন’ ঘিরে প্রশ্ন

গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছনোর প্রকল্প পরীক্ষামূলক ভাবে শুরুর কথা ১৫ সেপ্টেম্বর থেকে। এই পরিস্থিতিতে ফের পরিকাঠামো প্রস্তুত নেই বলে ফের সরব রেশন ডিলারদের সংগঠন। পরিকাঠামোগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। বুধবার খাদ্য ভবনে ডিলারদের সঙ্গে হবে বৈঠক।

WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার  অভিযুক্ত পলাতক

কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার  অভিযুক্ত পলাতক । ঘটনায ঘিরে চাঞ্চল্য। আজ বিপ্লব বর্মন  নামে অভিযুক্তকে জেল থেকে কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এক্স-রে করাতে গেলে সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। খোঁজ চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার  অভিযুক্ত পলাতক

কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার  অভিযুক্ত পলাতক । ঘটনায ঘিরে চাঞ্চল্য। আজ বিপ্লব বর্মন  নামে অভিযুক্তকে জেল থেকে কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এক্স-রে করাতে গেলে সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। খোঁজ চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: আতঙ্কের নাম ডেল্টা প্লাস, সাত দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে RTPCR পরীক্ষা করা হবে

সাত দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ। ওই সব দেশ থেকে আসাদের বিমানবন্দরেই করোনার RTPCR পরীক্ষা করা হবে। যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে। না হলে যেতে হবে, সিএনসিআইয়ের নিউটাউন ক্যাম্পাসে। জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে জেলায় জেলায় সক্রিয় সিবিআই

কোথাও নিহতের বাড়িতে গিয়ে তথ্য সন্ধান। কোথাও আবার কেস ডায়েরি সংগ্রহ করা।ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে জেলায় জেলায় সক্রিয় সিবিআই। এদিকে, তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন CBI’এর কর্তারা।

WB News Live Updates: বাংলায় চালু কৃষক স্পেশাল ট্রেন

বাংলায় শুরু হল পরিষেবা। মঙ্গলবার সকালে কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে শুভসূচনা হল গেদে স্টেশনে। নদিয়ার গেদে ও শান্তিপুর থেকে ৯ কামরার কৃষক স্পেশাল ট্রেন আসবে শিয়ালদায়। স্পেশাল ট্রেন চালু হওয়ায় সবজি, ফুল ও ছানা কলকাতায় আনতে সুবিধা হবে বলে মনে করছেন কৃষকরা।

WB News Live Updates: জাতীয় সড়কে নাকা চেকিংয়ে  উদ্ধার বিদেশী  প্রজাতির কুকুর ও বেড়াল

জলপাইগুড়িতে  জাতীয় সড়কে নাকা চেকিংয়ে  উদ্ধার হল বিদেশী  প্রজাতির কুকুর ও বেড়াল। উদ্ধার ৮ টি বিড়াল ও ১৫ টি কুকুর। পাচারের আগেই উদ্ধার করল কোতয়ালি থানার পুলিশ। 

West Bengal News Live:তৃণমূলের ‘জনতার দরবার’

ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোট নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন বাঁকুড়া জেলায় পুরভোটের প্রস্তুতি ঘিরে তৎপরতা দেখা গেল তৃণমূল শিবিরে। হারানো জমি ফিরে পেতে জনতার দরবার কর্মসূচি চালু করেছে তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: পর্যটন কেন্দ্র থাকা কয়েকটি জেলায় এখনও উদ্বেগজনক করোনা সংক্রমণের বৃদ্ধির হার!

রাজ্যে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি থাকা কয়েকটি জেলায় এখনও উদ্বেগজনক করোনা সংক্রমণের বৃদ্ধির হার! সূত্রের খবর, এমনটাই উঠে এসেছে করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য দফতরের তৃতীয় সমীক্ষায়।  পুজোর মরসুমে ফের বাড়বে না তো সংক্রমণ! থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই সতর্ক করলেন চিকিত্‍সকরা। 

West Bengal News Live: করোনার ভয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কালিম্পংয়ের চারখোল

করোনার ভয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কালিম্পংয়ের চারখোল। বাড়ছে পর্যটকদের আনাগোণা। করোনা বিধি মেনেই পর্যটকদের জন্য সবরকম ব্যবস্থা করছে এখানকার হোম স্টের মালিকরা। নিরিবিলিতে বেড়ানো উপভোগ করছেন পাহাড়প্রেমীরাও।

WB News Live Updates: ভবানীপুর কেন্দ্রের জন্য ৬টি নাম দিল্লিতে পাঠাল রাজ্য বিজেপি

ভবানীপুর কেন্দ্রের জন্য ৬টি নাম দিল্লিতে পাঠাল রাজ্য বিজেপি।চূড়ান্ত করবে দিল্লি নেতৃত্ব।তালিকায় রুদ্রনীল ঘোষ, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, তথাগত রায়ের নাম।তালিকায় প্রতাপ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম।তালিকায় কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের নাম

West Bengal News Live: দক্ষিণ দিনাজপুরের জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ দিনাজপুরের জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানের বেতন বন্ধের নির্দেশ।দক্ষিণ দিনাজপুরের জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের।‘প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষকদের অবসরকালীন সুবিধা নিয়ে হয়রানি বন্ধ হোক। অবিলম্বে এই হয়রানি বন্ধ হওয়া প্রয়োজন’।
দুই আধিকারিককে ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে হাজিরার নির্দেশ। ‘মামলার খরচও বহন করতে হবে ওই দুই আধিকারিককে। কোনও টাকা দিতে পারবে না রাজ্য অথবা প্রশাসন’।দক্ষিণ দিনাজপুরের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের আবেদনের ভিত্তিতে নির্দেশ

WB News Live Updates:সামনের সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমে যায় কলকাতার কয়েক জায়গায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, সামনের সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

West Bengal News Live:রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু।একদিনে আক্রান্ত ৬০১ জন, মৃত ৭ জন।শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১০৫ জন।
দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দার্জিলিং।

WB News Live Updates: বেহালার জোড়া খুনে পরিচিত কেউই ঘটনার সঙ্গে জড়িত, অনুমান তদন্তকারীদের

বেহালার জোড়া খুনে তদন্তে পুলিশ।   খুনের সময় কেন কোনও চিৎকার শোনা যায়নি ?তাহলে কী ওষুধ খাইয়ে তন্দ্রাচ্ছন্ন করে খুন ? পরিচিত কেউই খুনের ঘটনার সঙ্গে জড়িত, অনুমান তদন্তকারীদের

West Bengal News Live: বেহালার পর্ণশ্রীতে জোড়া খুনে তদন্তভার নিল কলকাতা গোয়েন্দা পুলিশ

বেহালার পর্ণশ্রীতে জোড়া খুন, তদন্তভার নিল কলকাতা গোয়েন্দা পুলিশ।তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ

WB News Live Updates: বেহালা খুনে চাঞ্চল্যকর তথ্য, তথ্যপ্রমাণ লোপাটের জন্য ওই বাড়িতেই স্নান করে আততায়ী

বেহালার পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংসভাবে খুনে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদের জন্য আটক মহিলার স্বামী । খুনের পর আততায়ী ঐ বাড়িতেই বাথরুমে স্নান করেন। তথ্যপ্রমাণ লোপাটের জন্য স্নান করে আততায়ী।জলের পাইপের থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের।স্বামীর আংটিতে মিলল রক্তের দাগ, সূত্রের খবর

West Bengal News Live: পুজোর রাতে বিধিনিষেধে ছাড় থাকবে কিনা, পরে সিদ্ধান্ত নেওয়া হবে, বললেন মুখ্যমন্ত্রী

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,   আগের বছরের মতো কোভিড বিধি মেনে পুজো করতে হবে। সরকার পদক্ষেপ নিয়েছে, নিশ্চিন্তে পুজো করুন। রাজ্যে ৩৬ হাজার ক্লাব, কলকাতায় আড়াই হাজার ক্লাবে পুজো। যত বেশি মাস্ক ব্যবহার করতে পারব, তত বেশি সচেতনতা। পুজোর রাতে ছাড় থাকবে কিনা, পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫-১৮ অক্টোবর থেকে বিসর্জন করা যাবে। পরিস্থিতি বুঝে ১৮ অক্টোবর কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত।

WB News Live Updates:করোনাকালে এবার স্কুলে কমছে সিলেবাসের ভার

করোনাকালে এবার স্কুলে কমছে সিলেবাসের ভার।প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস।কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানাল সিলেবাস কমিটি।কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি সিলেবাস কমিটির।চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস

West Bengal News Live: আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন

আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন।দলীয় কর্মসূচি থেকে পঞ্চায়েত অফিসে ফেরত আসার সময় গুলি।বাইকে ফিরছিলেন তৃণমূল নেতার ছেলে, দুটি বাইকে ৪ দুষ্কৃতীর হামলা।নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের, অস্বীকার গেরুয়া শিবিরের।

WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।  দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে রয়েছেন। স্পেশাল কোর্টে দেবাঞ্জনকে জেরার অনুমতি চেয়ে ইডি আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, যখনই দেবাঞ্জন জেল হেফাজতে যাবেন, তখনই ইডির অফিসাররা তাঁকে জেলে গিয়ে জেরা করতে পারবে। এই নির্দেশ প্রতিটি জেল সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

West Bengal News Live: কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, ২ মহিলার মৃত্যু

কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, ২ মহিলার মৃত্যু।গুরুতর অসুস্থ হয়ে সাগরদত্ত মেডিক্যালে ৯জন ভর্তি ।ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হল ৬৮জনকে। সাগর দত্তের জরুরি বিভাগে রোগীর উপচে পড়া ভিড়। বমি, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে আনা হচ্ছে অসুস্থদের।কামারহাটির ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ।কেএমডিএ না কামারহাটি জুট মিলের জল থেকে সংক্রমণ?ডায়েরিয়ার উৎসের খোঁজে কামারহাটি পুরসভা

WB News Live Updates:ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচুন, পরে বিজেপির বিধায়ক নিয়ে ভাববেন, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির ২৫ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।  এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, আগে তৃণমূলের সাংসদ বিধায়করা ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচুন, পরে বিজেপির বিধায়ক নিয়ে ভাববেন

West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে বৈঠকে বসছে সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১১ দিনে রাজ্যে কী তদন্ত হয়েছে। কোন মামলার কী অবস্থা? কটি চার্জশিট দাখিল হয়েছে, ক’জন গ্রেফতার হয়েছেন, এ সব তথ্য নিয়ে দিল্লিতে তলব করা হয় সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে। তিনি কলকাতা থেকে দিল্লি গেছেন। 

WB News Live Updates: শুভেন্দু অধিকারীর মামলার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

শুভেন্দু অধিকারীর মামলার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য।বিচারপতি মান্থার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য।শুভেন্দুর রক্ষাকবচের বিরোধিতায় রাজ্যের মামলা।
বিচারপতিদের অনুমতি নিয়ে দায়ের হল মামলা।আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।

West Bengal News Live: শিলিগুড়িতে জল যন্ত্রণার প্রতিবাদে পুরসভায় সিপিএমের বিক্ষোভ

শিলিগুড়িতে জল যন্ত্রণার প্রতিবাদে পুরসভায় সিপিএমের বিক্ষোভ। 

WB News Live Updates: শীতলকুচির পর মাথাভাঙা মহকুমা হাসপাতালে সিবিআইয়ের ৩ সদস্যের প্রতিনিধিদল

শীতলকুচির পর মাথাভাঙা মহকুমা হাসপাতালে সিবিআইয়ের ৩ সদস্যের প্রতিনিধিদল। 

West Bengal News Live: দুপুরে একপশলা জোরাল বৃষ্টির জের, জল জমেছে শহরের বিভিন্ন জায়গায়

দুপুরে একপশলা জোরাল বৃষ্টিতে জল জমেছে শহরের বিভিন্ন জায়গায়। উত্তর কলকাতার ঠনঠনিয়া এবং কলেজ স্ট্রিট এলাকায় জমেছে জল। জল জমে রয়েছে রবীন্দ্রসদনের আশপাশেও। 

WB News Live Updates: ‘এসএসসি-র উপর আমার কোনও বিশ্বাস নেই,’ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়

স্কুল সার্ভিস কমিশনের কড়া সমালোচনায় হাইকোর্ট। ‘এসএসসি-র উপর আমার কোনও বিশ্বাস নেই।’এজি-র উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। কমিশনের কাজে বিরক্ত হয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে গভীর রাত পর্যন্ত চলে FETSU-র অবস্থান বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে গভীর রাত পর্যন্ত চলে FETSU-র অবস্থান বিক্ষোভ।  আটকে পড়েন উপাচার্য ও শিক্ষকরা।  সমস্যা নিয়ে দফায় দফায় আলোচনা হয়।  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গভীর রাতে ঠিক হয়, কর্তৃপক্ষ এ বিষয়ে আলোচনায় বসবে। আগামীকাল বৈঠক হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির। দাবি খতিয়ে দেখার আশ্বাসের পর গভীর রাতে অবস্থান ওঠে।

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার বারাসাতে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার এক

উত্তর ২৪ পরগনার বারাসাতে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর ভগ্নিপতিকে গ্রেফতার করল পুলিশ। গতকাল দুপুরে বারাসাতের আপন পল্লির বাড়ি থেকে ৪০ বছরের শম্পা সরকারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।  অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। পুলিশ সূত্রে দাবি, গতকাল রাতেই মহিলার ভগ্নিপতি জয়দেব সাহাকে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

West Bengal News Live: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১১ দিনে রাজ্যে কী তদন্ত হয়েছে। কোন মামলার কী অবস্থা? কটি চার্জশিট দাখিল হয়েছে, ক’জন গ্রেফতার হয়েছেন, এ সব তথ্য নিয়ে দিল্লিতে তলব করা হয় সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে। তিনি কলকাতা থেকে দিল্লি গেছেন।  সিবিআইয়ের সদর দফতরে ওই বৈঠক হবে।  সূত্রের খবর, রাজ্যের কোথাও কাজ করতে অসুবিধা হয়েছে কি না, তাও লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে অখিলেশের থেকে। 

WB News Live Updates: কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূলজুড়ে জলোচ্ছ্বাস

কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূলজুড়ে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে।  কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে বলে দাবি গ্রামবাসীদের। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে আসা একট ট্রলার ডুবে গেছে দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে।  ট্রলারের ৬ মত্‍স্যজীবীকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। 

West Bengal News Live: দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা

দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২২২। 

WB News Live Updates: আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।  উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।  সেইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে। তাই মত্‍স্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। 

West Bengal News Live: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি । বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন।

WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।  দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে রয়েছেন। স্পেশাল কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবাঞ্জনকে জেরার করার অনুমতি চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, যখনই দেবাঞ্জন জেল হেফাজতে যাবেন, তখনই ইডি জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। এই নির্দেশ প্রতিটি জেল সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।  

West Bengal News Live: বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের ঘটনায় নতুন তথ্য

বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের ঘটনায় নতুন তথ্য। দুপুরে দুঘণ্টা বন্ধ ছিল মহিলার স্বামীর ফোন। মহিলার স্বামী কয়েকজন অচেনা লোকের সঙ্গে কথাবার্তাও বলেছেন। কী কারণে, কার সঙ্গে কথা বলেছেন খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবিতে অবস্থান পড়ুয়াদের একাংশের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়াদের একাংশ।  গতকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে অবস্থান। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কমিটি গড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক।  পাশাপাশি পড়ুয়াদের দাবি, ইচ্ছুক ছাত্রছাত্রীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ।  সেইসঙ্গে লাইব্রেরি এবং ল্যাবরেটরি খোলারও দাবি জানিয়েছেন তাঁরা। 

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর খুনের অভিযোগের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর খুনের অভিযোগের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার ৩ বছর পরে মামলাকারীর কেন মনে হল, যে তাঁর স্বামী খুন হয়েছেন? প্রশ্ন বিচারপতির। সিআইডির তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ নিয়ে মৃত পুলিশ কর্মীর স্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে চলছে ভোটের প্রচার

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে চলছে ভোটের প্রচার। ওয়াকিং স্টিকে ভর দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এক সময় বিস্ফোরণে আহত তৃণমূল প্রার্থী জাকির হোসেন। চায়ে পে চর্চা থেকে দেওয়াল লিখন, পিছিয়ে নেই বিজেপিও। সংযুক্ত মোর্চার বাম প্রার্থীর নামও ফুটে উঠেছে দেওয়ালে।

West Bengal News Live: পুরো কলেজ না খুললেও, রাজ্যে কাজ শুরু কারিগরি শিক্ষায়

পুরো কলেজ না খুললেও, রাজ্যে কাজ শুরু কারিগরি শিক্ষায়। সশরীরে পঠনপাঠন শুরু হয়ে গেল রাজ্যে  ITI এবং পলিটেকনিক কলেজগুলিতে। সিংহভাগ পঠনপাঠন প্র্যাকটিক্যাল ভিত্তিক। তাই ক্লাস শুরু। প্রতিক্রিয়া কারিগরি শিক্ষামন্ত্রীর। এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ যাদবপুর, প্রেসিডেন্সিতে। 

WB News Live Updates: বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলেকে হত্যা, চপার দিয়ে কুপিয়ে খুনের অনুমান পুলিশের

বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে তমোজিত্‍ ঘরে ছিলেন। মহিলার স্বামী, বেসরকারি ব্যাঙ্কের কর্মী তপন মণ্ডল ছিলেন অফিসে।  প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ২টি আলাদা ঘরে পড়ে ছিল মা ও ছেলের মৃতদেহ।  পুলিশের অনুমান, একজনের বেশি আততায়ী থাকার সম্ভাবনা প্রবল। কারণ, ঘরে ধাক্কাধাক্কির চিহ্ন মেলেনি। প্রতিবেশীরা কেউ চিত্‍কারও শুনতে পাননি।  পুলিশ সূত্রে খবর, মহিলা অতিরিক্ত সতর্ক ছিলেন।  আই হোল দিয়ে না দেখে তিনি দরজা খুলতেন না। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলেছিলেন মহিলা? স্বামী যখন ফ্ল্যাটে আসেন, তখন ঘরের দরজা ভেজানো ছিল। ঘর থেকে কিছু সোনার গয়না, মোবাইল ফোন ও চাবি খোয়া গেছে বলে তদন্তকারীদের দাবি।  এই ঘটনায় মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

West Bengal News Live: হাওড়ার ডোমজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল CBI

হাওড়ার ডোমজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল CBI। ধৃতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। আদলত জামিন দেওয়ার পরও কেন আটক-গ্রেফতার? চক্রান্তের অভিযোগ তুলেছেন কলাণ বন্দ্যোপাধ্যায়। নিষ্ক্রিয় ছিল পুলিশ, ব্যবস্থা নিচ্ছে সিবিআই, পাল্টা মন্তব্য বিজেপির।

WB News Live Updates: ভবানীপুরে তুঙ্গে তৃণমূলের প্রচার

ভবানীপুরে তুঙ্গে তৃণমূলের প্রচার। তবে চার কেন্দ্র বাদ দিয়ে কেন শুধু ভবানীপুরেই উপনির্বাচন? এ নিয়ে অব্যাহত রয়েছে তৃণমূল-বিজেপির তরজা। অন্যদিকে, এই কেন্দ্রে প্রার্থী দেওয়ার পক্ষেই মত উঠে এল কংগ্রেসের বৈঠকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC। 

West Bengal News Live: কয়লাপাচারকাণ্ডে ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কয়লাপাচারকাণ্ডে ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

প্রেক্ষাপট

কয়লাপাচারকাণ্ডে ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। মাথা উঁচু করেই লড়ুন, পাল্টা বিজেপি। অভিষেকের কাছে বিনয়-অনুপ লালা সম্পর্কে জানতে চাইল ইডি।


কংগ্রেসের মতো তৃণমূল নয় যে ভয় পেয়ে বসে যাবে। ইডির জিজ্ঞাসাবাদের পরেই কংগ্রেসকে আক্রমণে অভিষেক। বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই তো ক’দিনের, কটাক্ষ অধীরের।


চক্রান্তেই অভিষেককে ইডির তলব, অভিযোগ মুকুলের। আগে নির্দোষ প্রমাণ করুন, পাল্টা দিলীপ। বদলা নিতেই শুভেন্দুকে সিআইডি নোটিসের দাবি। বাঘের সঙ্গে বিড়ালের তুলনা টেনে কটাক্ষ কুণালের।


প্রাক্তন দেহরক্ষীর খুনের মামলায় শুভেন্দুকে হাইকোর্টের রক্ষাকবচ। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। নন্দীগ্রাম-পাঁশকুড়ার ২টি মামলার তদন্ত বন্ধের নির্দেশ। তমলুক, মানিকতলার মামলায় চলতে পারে তদন্ত।


কোর্টের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না শুভেন্দু অধিকারীকে, তদন্তে করতে হবে সহযোগিতা। জিজ্ঞাসাবাদ করা যাবে বিরোধী দলনেতার সুবিধেমতো জায়গায়। নির্দেশ হাইকোর্টের।


৩ বছর পরে কেন জেগে উঠলেন শুভেন্দুর দেহরক্ষীর স্ত্রী? কেন মনে হল খুন? প্রশ্ন আদালতের। সাক্ষী হিসেবে তলব, কেন ভাবছেন গ্রেফতার হবেন? সওয়াল এজির। বলতে চাইছেন ঠাকুরঘরে কে? প্রশ্ন বিচারপতির।


সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভবানীপুরে ভোট। ৫ অক্টোবরের আগে শেষ করতে হবে ভোট প্রক্রিয়া। ডাল মে কুছ কালা হ্যায়, কটাক্ষ দিলীপের।দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, পাল্টা সৌগত।


দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরা। ধনপুর বাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ।থামানোর চেষ্টা মানিকের।


২০১৪-র প্রাথমিক টেটের ভুল প্রশ্নের মামলা। জরিমানার পরে এবার পর্ষদ সভাপতিকে পার্টি করার নির্দেশ হাইকোর্টের। ২০১৮-র নির্দেশ কার্যকরের জন্য শেষবারের জন্য ৩ সপ্তাহ সময়।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.