West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২৪, মৃত ৮
Get the latest West Bengal News and Live Updates: টানা ৯ দিন কলকাতার দৈনিক সংক্রমণ একশো পার।
বছরের পর বছর ত্রিপলের তলাতেই কেটে যাচ্ছে জীবন। এমনই দশা পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার হরিজনপল্লির দুই পরিবারের। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বারবার পুরসভার দারস্থ হয়েছেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। সাধারণের যখন দুর্ভোগের অন্ত নেই, তখন এ নিয়েই শুরু হয়েছে রাজনীতি।
অফিসের বাথরুম থেকে উদ্ধার হল কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১নং পঞ্চায়েত সমিতিতে। খুন নাকি আত্মহত্যা? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁথি থানা।
মালদার কুশলপুরে গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন। পুড়ে ছাই স্থানীয় কৃষকের বাড়ির আসবাবপত্র। আগুনের গ্রাসে চলে গেছে বাড়িতে মজুত প্রায় ১০০ কুইন্টাল পাটও, দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষকের বৃদ্ধা মাকে।
মুর্শিদাবাদ শহরে উদ্বোধনের তিনদিনের মাথায় বন্ধ হয়ে গেল তৃণমূল সাংসদের কার্যালয়। তাকে কেন্দ্র করে নবাবের তালুকে ফের প্রকাশ্যে চলে এল শাসকের গোষ্ঠীকোন্দল। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
দীর্ঘ যানজট। পথে বেরিয়ে কখন গন্তব্যে পৌঁছবেন তার ঠিক নেই! কলকাতা থেকে বনগাঁর পেট্রাপোলে যেতে হলে নিত্যদিন যানজটের সমস্যা এড়ানোর কোনও উপায় নেই! এই পরিস্থিতিতে বারাসাত থেকে দ্রুত বাইপাস চালু করার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। আহত ৩। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে অপর গোষ্ঠী। যদিও তা মানতে নারাজ অভিযুক্ত। সবার সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে জগদ্দলের বিজেপি নেতার মায়ের মৃত্যুর ঘটনায় ফের বাড়িতে গেল সিবিআই। গত ২ মে, ভোটের ফল ঘোষণার দিন জগদ্দলে বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হন কমল মণ্ডলের মা শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়।
NICED-এর রিপোর্টে কামারহাটিতে তিন আক্রান্তের নমুনায় কলেরার ব্যাকটেরিয়া মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। সাগর দত্ত মেডিক্যাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি বহু রোগী। এলাকায় মেডিক্যাল ক্যাম্প। বাড়ি বাড়ি চলছে প্রচার।
মূলত জল থেকে ছড়ায় কলেরার ব্যাকটেরিয়া। পাশাপাশি, দূষিত খাবার থেকেও কলেরা ছড়াতে পারে। চিকিৎসকদের মতে, দ্রুত চিকিৎসা শুরু না হলে, পরিণাম ভয়ঙ্কর হতে পারে।
গতকাল চেতলার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মজা করে বলেছিলেন, মদন একটু কালারফুল ছেলে! এর চব্বিশ ঘণ্টার মধ্যেই রঙিন মেজাজে ধরা দিলেন মদন মিত্র। ‘কালারফুল’ পাঞ্জাবি পরে গাইলেন গানও।
সিপিএম নেতাদের বাড়ি এবং সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনায় বৃহস্পতিবারও উত্তপ্ত ত্রিপুরা। সামনে এসেছে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ভয়াবহ সব ছবি। এর প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলাজুড়ে মিছিল করে সিপিএম। পাল্টা সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামে বিজেপি-ও।
বিজেপি শাসিত ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিসে হামলা ঘিরে উত্তপ্ত বাংলার রাজনীতি। এই ঘটনার পর ত্রিপুরায় আড়াই দশক ক্ষমতায় থাকা সিপিএমকে কার্যত গুরুত্বহীন দেখানোর চেষ্টা করছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে বামেরাও। হামলার ঘটনায় বিজেপির নিন্দায় সরব তৃণমূলও।
তিথি মেনে করোনা আবহে ফের এসে পড়েছে গণেশ পুজো। শুক্রবার গণেশ চতুর্থী। একসময় যা ছিল মহরাষ্ট্রের নিজস্ব উত্সব, তা এখন ধীরে ধীরে বিস্তৃত বাংলাতেও। বাংলার গণেশ পুজোয় এবার করোনা থিমের ছোঁয়া। সেইসঙ্গে রকমারি মোদকে নিজেদের মুন্সিয়ানাও দেখাচ্ছেন কলকাতার মিষ্টি বিক্রেতারা।
স্কুল চত্বরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। এ ছবি পশ্চিম বর্ধমানের পানাগড় হিন্দি হাইস্কুলের। অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা সকলের অভিযোগ, সন্ধে নামলেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে স্কুলে। সমস্যার কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, এ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন তিনি।
৬ দিন পর আজ থেকে ফের ভক্তদের জন্য খুলল তারাপীঠ মন্দিরের দরজা। সকাল থেকেই ভিড় জমালেন পুণ্যার্থীরা। করোনা আবহে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ৩ থেকে ৮ সেপ্টেম্বর ভক্তদের জন্য বন্ধ ছিল মন্দির। মন্দির খোলায় খুশি ভক্তরা।
মালদায় চলন্ত বাসে যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল লুঠের অভিযোগ। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সা চলছে অসুস্থ যাত্রীর। কীভাবে ঘটল এই ঘটনা, তদন্ত করছে পুলিশ।
হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকায় পরপর চুরি। স্থানীয়দের অভিযোগ, গত ১০ দিনে ৭-৮টি চুরির ঘটনা ঘটেছে। মুদির দোকান, মিষ্টির দোকান, স্টেশনারি দোকান ছাড়াও কালী মন্দির ও রাস্তায় দাঁড়ানো গাড়িও চুরি হয়েছে বলে অভিযোগ।চুরির ঘটনা সিসি ক্যামেরাবন্দি হলেও এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকার বাসিন্দারা। পুলিশের অনুমান, চুরির নেপথ্যে কোনও বড়সড় গ্যাং নয়, এটা স্থানীয় দুষ্কৃতীদের কাজ।
ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য গঙ্গার তলা দিয়ে লাইন পাতার কাজ শেষ। হাওড়া ময়দান থেকে ধর্মতলা, কাজের অগ্রগতি দেখতে ট্রলিতে পরিদর্শন মেট্রোর জিএম-এর।
‘১৫ দিনের মধ্যে দোষী গ্রেফতার না হলে ভয়ঙ্কর খেলা হবে। দলের কেউ খুন করলে তাকে গুলি করে মারা উচিত। বিজেপি যদি ভাবে, চুপ থাকব, ভুল ভাবছে।’ আউশগ্রামে নিহত তৃণমূল নেতার ছেলের বাড়িতে গিয়ে হুঙ্কার অনুব্রত মণ্ডলের। পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে দেখাক, পাল্টা কটাক্ষ বিজেপির।
কাঁকসা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। আজ ধৃতকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করান তদন্তকারীরা। কালই শেষ হচ্ছে ধৃত ব্যাঙ্ক অফিসারের পুলিশ হেফাজতের মেয়াদ।
বেহালার পর্ণশ্রীতে মা-ছেলেকে ছক কষে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান পুলিশের। খুনের অস্ত্রও বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উধাও হওয়া মোবাইল ফোনের কল ডিটেলস ও আশপাসের আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
করোনা থেকে বাঁচতে একমাত্র পথ টিকাকরণ। মৃত্যু এড়াতে প্রথম ডোজেই ভাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজের কার্যকারিতা প্রায় ১০০ শতাংশ, দাবি কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পালের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭২৪, আটজনের মৃত্যু। টানা ৯ দিন কলকাতার দৈনিক সংক্রমণ একশো পার। কলকাতায় একদিনে আক্রান্ত ১১৮, দু জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১১, চারজনের মৃত্যু। নদিয়ায় একদিনে সংক্রমিত ৫৪, একজনের মৃত্যু।
সংবাদপত্রের অফিসে হামলার প্রতিবাদে ত্রিপুরায় তৃণমূলের মিছিল। মিছিলে ছিলেন ঋতব্রত, সুস্মিতা দেব। আজ ত্রিপুরায় তৃণমূলে যোগ দেন অন্যান্য দলের নেতা-কর্মীরা।
বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। ধৃতরা মেঘনা মোড় এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা নাবালকের হাতে বিস্ফোরক তুলে দিল তা খতিয়ে দেখা হচ্ছে।
দল ছাড়ার পরেও পিছু ছাড়ছে না বিতর্ক। গত শুক্রবার বিজেপির বনগাঁ উত্তর পৌর মণ্ডলের সহ সভানেত্রী শর্মিষ্ঠা ঘোষ বর্ধন তৃণমূলে যোগ দেন। তাঁর দলত্যাগ নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস বক্সী কটূক্তি করেন বলে অভিযোগ। এ নিয়ে ফেসবুক লাইভে বিজেপি নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন দলত্যাগী নেত্রী। কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। তৃণমূলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গেরুয়া শিবিরের এই হাল।
অসমের জোড়হাটে ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৭০ জন। এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। গতকাল জোড়হাটের নিমাটি ঘাটের কাছে দুটি নৌকার সংঘর্ষ হয়। ১০০ জনের বেশি যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা। উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ও SDRF। পরিস্থিতি জানতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মানস ভুঁইয়ার পদত্যাগের ফলে রাজ্যসভার খালি আসনে উপনির্বাচন ঘোষণা করল কমিশন। ২২শে সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। প্রয়োজনে নির্বাচন হবে আগামী ৪ঠা অক্টোবর। গত ৬ মে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন মানস ভুঁইয়া। একুশের বিধানসভা ভোটে সবং কেন্দ্রে জয়ী হয়ে তিনি বিধায়ক হন।
স্বর্নিভর গোষ্ঠীর নামে মহিলাদের কাজ দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে রণক্ষেত্র কুলটির মানবেড়িয়া। দফায় দফায় উত্তেজনা। এক মহিলা-সহ চারজনকে আটকে রেখে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। উদ্ধারে গেলে পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পরে ওই চারজনকে আটক করে পুলিশ। মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে রোজগারের নামে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলে ওই বেসরকারি সংস্থা। কিন্তু কোনও কাজই হয়নি বলে অভিযোগ। গতকাল রাতে এ নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সংস্থার তরফে দাবি, লকডাউনের জেরে কাজ আটকে যাওয়ায় সমস্যা চলছে।
৩ দিন পার, বেহালার জোড়া খুনে এখনও রহস্য। মা ও ছেলের খুনের ঘটনায় স্বামীকে দফায় দফায় জেরা করছে পুলিশ। গতকাল রাতে ফের গোপাল মিশ্র রোডের ওই ফ্ল্যাটে যান লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। ফের জিজ্ঞাসাবাদের জন্য মহিলার স্বামী তপন মণ্ডলকে লালবাজারে নিয়ে যান তাঁরা। স্বামী দাবি করেন, ঘর থেকে খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী। কী সামগ্রী খোয়া গিয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। পড়ুয়ারাই তাঁকে ভর্তি করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, সুপারের শারীরিক অবস্থা স্থিতিশীল।স্বৈরাচারী মনোভাবের অভিযোগে অধ্যক্ষের ইস্তফা, হস্টেল সমস্যা-সহ ১২ দফা দাবি নিয়ে গতকাল দুপুর থেকে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন মেডিক্যাল পড়ুয়ারা। রাতে ঘটনাস্থলে যান শান্তনু সেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলে দ্রুত আলোচনায় বসার আশ্বাস দেন তৃণমূল সাংসদ। একাধিক দাবি নিয়ে এর আগেও একবার অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন মেডিক্যাল পড়ুয়ারা।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। রবিবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যা ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগোবে এই নিম্নচাপ। যার জেরে রবিবার রাত থেকে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কামারহাটিতে মিলল কলেরায় জীবাণু। সাগর দত্ত মেডিক্যাল থেকে ৩টি নমুনা যায় নাইসেডে। ৩টি নমুনাতেই মিলল কলেরার জীবাণু। ভর্তি সব রোগী কলেরা আক্রান্ত ধরে চিকিৎসা শুরু সাগর দত্ত মেডিক্যালে। পানীয় জল থেকে সংক্রমিত হয়ে এই মুহূর্তে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি ১২০ জন। কামারহাটি ইএসআই-তে ভর্তি রয়েছেন ৫০ জন। কলেরা চিকিৎসায় ৭ সদস্যের চিকিৎসক দল গঠিত হল সাগর দত্তে।
কাঁকুড়াগাছির নিহত বিজেপি কর্মী অভিজিতের শেষযাত্রাতেও তুলকালাম। আলিপুরে ফের পুলিশের সঙ্গে বচসা অভিজিতের পরিবারের। হোমগার্ডকে চড় মারলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। সরকারের গালে থাপ্পড় মারা উচিত, হোমগার্ডকে মেরে ঠিক করেছে, মন্তব্য দিলীপ ঘোষের।
বাড়ি বিক্রি করতে গিয়ে প্রায় ৩ লক্ষ টাকা খোয়ালেন বনগাঁর প্রৌঢ়। ব্যাঙ্কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন প্রতারিত গ্রাহক। প্রৌঢ়ের দাবি, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে অগাস্টের শেষ সপ্তাহে দুই ব্যক্তি তাঁর বাড়িতে এসে ৩ লক্ষ টাকার একটি চেক দেন। অভিযোগ, বাকি টাকা দেওয়ার জন্য নিজেদের কলমে প্রৌঢ়কে ক্যানসেল চেক লিখে দিতে বলে অভিযুক্তরা। দিনদুয়েক পরেই এসবিআইয়ের বনগাঁ শাখায় প্রৌঢ়ের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। অসহযোগিতার অভিযোগে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে লিগাল নোটিস পাঠিয়েছেন প্রতারিত গ্রাহকের আইনজীবী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
গার্ডেনরিচে হুগলি জুট মিলে আগুন। আগুন লাগে দুপুর দুটো নাগাদ। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে।
হাইকোর্টের নির্দেশের পর বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার পড়ুয়াদের। মঞ্চ খোলার কাজ শুরু করল পড়ুয়ারা।
সল্টলেকে রোমা ঝাওয়ার অপহরণকাণ্ডে গুঞ্জন-সহ চারজন দোষী সাব্যস্ত। অপহরণের মুক্তিপণ নিয়ে বচসায় খুনের অভিযোগে দোষী সাব্যস্ত চারজন। অরবিন্দ প্রসাদকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত গুঞ্জন ঘোষ, গুঞ্জন ঘোষ, গুড্ডু যাদব, মুন্না সিংহ ও মুকেশ সিংহ। ২০০৫-এ সল্টলেকে রোমা ঝাওয়ারকে অপহরণ, মুক্তিপণ আদায়। ২০ লক্ষ টাকা মুক্তিপণের ভাগ নিয়ে বচসায় অরবিন্দকে খুনের অভিযোগ। এখনও এই মামলায় পলাতক পাপ্পু নামে আরও এক অভিযুক্ত। সোমবার এই মামলায় সাজা ঘোষণা করবে আলিপুর আদালত। খুন, ষড়যন্ত্র, অস্ত্র আইনে গুঞ্জন-সহ চারজন দোষী সাব্যস্ত।
এখান থেকে নেতা ও মিডিয়ার লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় ওখানকার লোকজন পছন্দ করছে না। ত্রিপুরায় সংবাদমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
ডিএসপি-র পোশাকে নীল বাতি লাগানো গাড়িতে বসে মদ্যপান। অভিযুক্ত-সহ ৩ জনকে হাতেনাতে ধরল চন্দননগর থানার পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ চন্দননগরের রানিঘাট স্ট্র্যান্ড রোডে পশ্চিমবঙ্গ সরকার স্টিকার সাঁটা নীল বাতি লাগানো একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের টহলদারি টিমের। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে দেখা যায়, ডিএসপি-র পোশাক পরে এক ব্যক্তি আরও ২ জনকে নিয়ে গাড়িতে বসে মদ্যপান করছেন। জেরায় জানা যায়, চন্দননগরের বাসিন্দা সিদ্ধার্থ চক্রবর্তী পেশায় গাড়ি চালক। পুলিশ অফিসার পরিচয়ে ওই ব্যক্তি কোনও প্রতারণা করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চন্দননগর থানার পুলিশ।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে জগদ্দলের বিজেপি নেতার মায়ের মৃত্যুর ঘটনায় ফের বাড়িতে গেল সিবিআই। গত ২ মে, ভোটের ফল ঘোষণার দিন, জগদ্দলে, বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হন কমল মণ্ডলের মা শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানের এই তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ। ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
সারদা মামলায় ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কুণাল ঘোষ। ইডি সূত্রে খবর, গত ২৭শে অগাস্ট কুণাল ঘোষ ও তাঁর সংস্থার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়ে। ইডি-র দাবি, ২০শে সেপ্টেম্বর কুণাল ঘোষকে ইডি দফতরে তলব করা হয়। সূত্রের খবর, এদিন ইডি-র বিশেষ আদালতে কুণাল ঘোষের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। আদালতে তাঁর সওয়াল, সারদা কর্তা সুদীপ্ত সেনের মতোই কুণাল ঘোষ সাধারণ মানুষকে প্রতারণা করেন। জামিন পেলে তিনি প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইডি-র আইনজীবী। কুণাল ঘোষের আইনজীবীর তরফে দাবি করা হয়, সিবিআই-সহ সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাই কুণাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করা হোক।
ভবানীপুর উপনির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলার বিষয়বস্তু নিয়ে দৃষ্টি আকর্ষণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস দিতে নির্দেশ। সোমবার জনস্বার্থ মামলার শুনানি, জানাল ডিভিশন বেঞ্চ।
মুরগির মাংস কেনাকে কেন্দ্র করে বচসার জেরে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার দামোদরপুর এলাকায়। অভিযোগ, রাত ১১টা নাগাদ কারখানার এক নিরাপত্তা রক্ষী মত্ত অবস্থায় মাংসের দোকানে যান। অত রাতে মাংস বিক্রি করতে না চাওয়ায় দোকান মালিকের সঙ্গে বচসা বাধে। স্থানীয়রা প্রতিবাদ করায়, কারখানার বাকি নিরাপত্তা রক্ষীরা তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। আজ সকালে কারখানায় চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদালতের নির্দেশে কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ সত্কার ঘিরে এনআরএস হাসপাতালের মর্গে উত্তেজনা। এনওসি নিয়ে টালবাহানার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেহ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলে মৃত বিজেপি কর্মীর পরিবার। হাসপাতালের গেটে এক হোম গার্ডকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। শেষপর্যন্ত থানার তরফে এনওসি দেওয়া হলে বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আদালতের নির্দেশে কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ সত্কার ঘিরে এনআরএস হাসপাতালের মর্গে উত্তেজনা। এনওসি নিয়ে টালবাহানার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেহ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলে মৃত বিজেপি কর্মীর পরিবার। হাসপাতালের গেটে এক পুলিশকর্মীকে চড় মারতে দেখা যায়। শেষপর্যন্ত থানার তরফে এনওসি দেওয়া হলে বিজেপি কর্মীর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রায় সাড়ে ৪ মাস পর, আজ বিজেপি কর্মীর দেহ সত্কার হওয়ার কথা। এনআরএস হাসপাতালের মর্গ থেকে প্রথমে মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে বিজেপি কর্মীর দেহ। সেখানে দিলীপ ঘোষ-সহ একাধিক নেতার উপস্থিত থাকার কথা। কাঁকুড়গাছির বাড়ি ঘুরে এরপর শেষকৃত্য। ২ মে, ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
২০১৪-র টেট-এর ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের অসন্তোষ হাইকোর্টের। নিয়োগের সম্পূর্ণ তালিকা তলব করল হাইকোর্ট। সম্পূর্ণ তালিকা চেয়ে পাঠাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। ধৃতরা মেঘনা মোড় এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা নাবালকের হাতে বিস্ফোরক তুলে দিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। রবিবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যা ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগোবে এই নিম্নচাপ। যার জেরে রবিবার রাত থেকে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কেন্দ্রীয় প্রতিষ্ঠান NILD’র গুরুত্ব কমানোর অভিযোগ। সরব তৃণমূল। এবিষয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও স্বশক্তিকরণ মন্ত্রীকে চিঠি দিয়েছেন সৌগত রায়। সূত্রের খবর, NILD নিয়ে কেন্দ্রের কী ভাবনা রয়েছে, ১৩ সেপ্টেম্বর তা স্পষ্ট করতে পারেন কেন্দ্রীয়মন্ত্রী।
কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে শিয়ালদা আদালত জানিয়েছে, নিহত বিজেপি কর্মীর সঙ্গে তাঁর দাদার ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ডিএনএ ও ময়নাতদন্তের রিপোর্ট।
স্বর্নিভর গোষ্ঠীর নামে মহিলাদের কাজ দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে রণক্ষেত্র কুলটির মানবেড়িয়া। দফায় দফায় উত্তেজনা। এক মহিলা-সহ ৪ জনকে আটকে রেখে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। উদ্ধারে গেলে পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে রোজগারের নামে তাঁদের কাছ থেকে কয়েকলক্ষ টাকা তোলে ওই বেসরকারি সংস্থা। কিন্তু কোনও কাজই হয়নি বলে অভিযোগ। গতকাল রাতে এ নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সংস্থার তরফে দাবি, লকডাউনের জেরে কাজ আটকে যাওয়ায় সমস্যা চলছে।
পুজো-অনুদান নিয়ে বিজেপির বিধিভঙ্গের অভিযোগের পাল্টা এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অনুদানের ঘোষণায় কোনও বিধিভঙ্গ হয়নি। এনিয়ে পাল্টা জবাব এসেছে বিজেপি শিবির থেকে।
ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে গতকাল জেলায় জেলায় পৌঁছে যায় সিবিআই। কিশোরীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের মুর্শিদাবাদের নবগ্রামে যান তদন্তকারীরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় দুই বিজেপি কর্মীর খুনের অভিযোগের তদন্তে যান তাঁরা। শীতলকুচিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই।
অভিনব কায়দায় প্রতারণার ছক! ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ! ঘটনার কথা জানতে পেরে হতবাক অধ্যাপক দেবনারায়ণ সরকার। লালবাজারের সাইবার শাখায় দায়ের হয়েছে অভিযোগ।
পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। পড়ুয়ারাই তাঁকে ভর্তি করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, সুপারের শারীরিক অবস্থা স্থিতিশীল।স্বৈরাচারী মনোভাবের অভিযোগে অধ্যক্ষের ইস্তফা, হস্টেল সমস্যা-সহ ১২ দফা দাবি নিয়ে গতকাল দুপুর থেকে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন মেডিক্যাল পড়ুয়ারা। রাতে ঘটনাস্থলে যান শান্তনু সেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলে দ্রুত আলোচনায় বসার আশ্বাস দেন তৃণমূল সাংসদ। একাধিক দাবি নিয়ে এর আগেও একবার অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন মেডিক্যাল পড়ুয়ারা।
পানীয় জল নিয়ে বিবাদ। মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানো হয়েছে, পাল্টা মন্তব্য তৃণমূলের।
মদন মিত্রর রঙিন মেজাজের কথা এবার খোদ তৃণমূলনেত্রীর মুখে। বুধবারের কর্মিসভায় তিনি রসিকতা করে বলেন, মদন একটু কালারফুল ছেলে। তবে বেশি কালারফুল হলে সমস্যা। একথা শুনে মঞ্চে হাসির রোল ওঠে।
পরিচিত কারও হাতেই দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে বেহালায় খুন মা ও ছেলে। চেনা কাউকে দেখেই উপর থেকে মহিলা চাবি দেন বলে অনুমান পুলিশের। নিহতের স্বামী এবং পরিচিত কয়েকজনকে এদিনও লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পরেই ফের অভিষেককে ইডির তলবে ক্ষুব্ধ মমতা
প্রেক্ষাপট
ত্রিপুরায় সিপিএমের পরপর পার্টি অফিসে আগুন, ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সিপিএমের পার্টি অফিস থেকেই প্রথমে বোমাবাজি, পাল্টা বিজেপি। আগরতলায় সংবাদপত্রের দফতরেও হামলা। চলছে অরাজকতা, ট্যুইট অভিষেকের। বহিরাগতদের ডেকে অশান্তিতে প্ররোচনা দিলে কী হয় ট্রেলার দেখুন, হুঁশিয়ারি বিজেপির।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পরেই ফের অভিষেককে ইডির তলবে ক্ষুব্ধ মমতা। দিল্লিতে ডেকে জিজ্ঞসাবাদের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন। মোদি-অমিত শাহের চক্রান্ত দেখছেন মমতা। দোষ প্রমাণ হবে, তাই ভয়, কটাক্ষ দিলীপের।
নারদকাণ্ডে মমতায় নিশানায় কী শুভেন্দু? জল্পনার মধ্যেই হাইকোর্টের রক্ষাকবচ নিয়েও কটাক্ষ। তৃণমূল হলেই মাফ? পাল্টা দিলীপ।
ইডির পরে এবার আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস। চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে কেন গিয়েছিলেন, জানতে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব। বিনা প্রমাণে তলব, আক্রমণে মমতা।
ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখে ময়দানে নামতে নির্দেশ মমতার। ফের নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ। বিজেপির ফাঁদে পা না দিয়ে মাথা ঠান্ডা রাখতে কর্মীদের বার্তা। লড়াই হবে, পাল্টা দিলীপ।
অনুদান নিয়ে কোনও বিধিভঙ্গ হয়নি, কমিশনকে রিপোর্ট স্বরাষ্ট্রসচিবের। মিটিংয়ে ভবানীপুর, মুর্শিদাবাদের কেউ ছিল না বলে দাবি। পুজোতেও বাধা বিজেপির, খোঁচা মমতার। ওনার থেকে হিন্দুত্ব শিখব না, পাল্টা দিলীপ।
ভবানীপুরে সিপিএম প্রার্থী পেশায় আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বিজেপির কে? আজকের মধ্যে ঘোষণার সম্ভাবনা। পর্যবেক্ষক অর্জুন সিংহ। রাজ্যপালকেই দাঁড় করান, খোঁচা কুণালের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -