West Bengal News Live Updates: বাঁকুড়ায় শিবির বদল, তার জেরে যুব কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে

15 JMB terrorists entered into India from Bangladesh, according the arrested ones. | এদিন বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Jul 2021 10:12 PM
WB News Live Updates: বাঁকুড়ায় শিবির বদল, তার জেরে যুব কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে

শিবির বদল। তার জেরে যুব কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বাঁকুড়ার মেজিয়ার ঘটনা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের। যদিও মারধরের অভিযোগ মানতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

West Bengal News Live Updates: ভাটপাড়ায় প্রাক্তন কাউন্সিলরের সহযোগীকে মারধরের পর গুলি চালানোর অভিযোগ

ফের ভাটপাড়ায় গুলি চালানোর অভিযোগ।ভাটপাড়া পুরসভা চত্বরে গুলি চালানোর অভিযোগ।প্রাক্তন কাউন্সিলরের সহযোগীকে মারধরের পর গুলি চালানোর অভিযোগ।এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি, জানাল পুলিশ।

WB News Live Updates: প্রত্যুষার পরে আরও এক অভিনেত্রীকে হোয়াটসঅ্যাপে ‘ধর্ষণের হুমকি’

প্রত্যুষার পরে সাইবার হামলার শিকার আরও এক অভিনেত্রীকে।ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ‘ধর্ষণের হুমকি’।‘হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর পুরনো ছবি পাঠিয়ে হুমকি’।রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিনেত্রী।তদন্ত শুরু করা হয়েছে, দাবি রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে

West Bengal News Live Updates: ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। দুপুর ৩ আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে। ২৩ জুলাই সকাল ১১টার পর মিলবে মার্কশিট। ২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটেও দেখা যাবে ফল।https://abpananda.abplive.in/ দেখা যাবে উচ্চমাধ্যমিক ফল।

WB News Live Updates: বকেয়া উপ নির্বাচনের দাবিতে কমিশনে যাচ্ছে তৃণমূল

বকেয়া উপ নির্বাচনের দাবিতে কমিশনে যাচ্ছে তৃণমূল।১৫ জুলাই জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল।জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূলের ৬ সাংসদ।ভবানীপুর, খড়দা, শান্তিপুর, দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, গোসাবা।বকেয়া উপনির্বাচন দ্রুত করানোর দাবিতে কমিশনে যাচ্ছে তৃণমূল

West Bengal News Live Updates: পার্ক হোটেলে উইক এন্ড পার্টির আয়োজকদের চিহ্নিত করেছে পুলিশ

পার্ক হোটেলে উইক এন্ড পার্টির আয়োজকদের চিহ্নিত করেছে পুলিশ। আগামীকাল লালবাজারে তলব করা হয়েছে ওই দিন হোটেলে উপস্থিত ফ্লোর ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে। এরইমধ্যে আবগারি দফতর নির্দেশ দিয়েছে, পার্ক হোটেলের ৯টি বার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

WB News Live Updates: খাল সংস্কারে গিয়ে দেখা গেল খালই উধাও! জল সমস্যার সমাধান খুঁজছেন পুর প্রশাসকরা

খাল সংস্কারে গিয়ে দেখা গেল খালই উধাও!মনিখালির সম্প্রসারিত অংশের অস্তিত্ব নেই ২০ বছর আগেই।গার্ডেনরিচ, মহেশতলার জল বেরোয় এই সম্প্রসারিত অংশ দিয়ে।জমা জলের সমস্যা বুঝতে আজ এলাকা পরিদর্শন পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শনে গিয়ে দেখা গেল নিকাশি খালের অস্তিত্বই নেই।খাল বুজিয়ে হয়ে গিয়েছে সারি সারি দোকান।জমা জলের সমস্যা দূর করার উপায় খুঁজছেন পুর প্রশাসকরা

West Bengal News Live Updates: তৃণমূল সরকারের অনৈতিক কাজের প্রতিবাদ গোটা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, বললেন শুভেন্দু

শুভেন্দু বলেছেন, ‘আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সভাপতিকে মুকুল রায় পার্টির পতাকা ধরাচ্ছেন। এই মুহূর্তে মুকুল রায়ের ট্যুইটার অ্যাকাউন্টে তৃণমূল নেতার পরিচয়। নিজেই মুকুল বলছেন আমি তৃণমূলের। দলত্যাগ বিরোধী আইনে এব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি। গোটা দেশে এই প্রতিবাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষের কাছে বিষয়টি জানানোর চেষ্টা করছি।’

WB News Live Updates: প্রথা ভেঙে এবার পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে, মন্তব্য শুভেন্দুর

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বললেন, ‘পিএসি বিতর্কের জেরে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের।  বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রক্ষকের ভূমিকায় রাজ্যপাল। যেভাবে জনগণকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদ বিজেপির। যারা খরচ করবেন, তারাই কীভাবে হিসেব রাখবেন?যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার জন্য বিরোধীদলের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়।বিজেপির দেওয়া তালিকা থেকে একজনকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। প্রথা ভেঙে এবার পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে’

West Bengal News Live Updates:পঞ্চায়েত দফতরে চাকরির নামে সল্টলেকে ‘প্রতারণা’, আটক ৪

পঞ্চায়েত দফতরে চাকরির নামে সল্টলেকে ‘প্রতারণা’। চাকরির রেজিস্ট্রেশনের নামে টাকা তোলার অভিযোগ।সল্টলেকের এজি ব্লকে অফিস খুলে প্রতারণার অভিযোগ।
অভিযোগ পেয়েই অফিসে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।৩ মহিলা-সহ ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

WB News Live Updates: বর্ধমানে দিলীপ ঘোষের সভায় বিশৃঙ্খলা

বর্ধমানে দিলীপ ঘোষের সভায় বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে চিৎকার। এদিন বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ওই ব্যক্তির অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলেও দাবি করেন ওই ব্যক্তি। এ নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: শিক্ষামন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ী

শিক্ষামন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ। গড়িয়ার পাটুলি থেকে গ্রেফতার ব্যবসায়ী। গত ২ জুন, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রাত্য বসু।  কী কারণে মন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য, তা খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: ফের জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন

ফের জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন। এবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল। ২০১৮য় এই পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। ৬টির মধ্যে ৪টি দখল করে বিজেপি। তৃণমূল জয়ী হয় ২টি আসনে। এর মধ্যে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এক সদস্য। এরপরই নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, ভয় দেখিয়ে দলত্যাগ করাচ্ছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, উন্নয়নে সামিল হতেই এই দলবদল। একদিন আগে সাঁকরাইলের রোহিনী গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। গতমাসে ছত্রী গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া হয়।

West Bengal News Live Updates: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেয়ারলি প্লেসে অভিনব প্রতিবাদ তৃণমূলের

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেয়ারলি প্লেসে অভিনব প্রতিবাদ তৃণমূলের। পেট্রোপণ্যের মৃত্যু ঘটেছে, এই মর্মে ছাপানো হয়েছে শ্রাদ্ধের কার্ড।

WB News Live Updates: নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ

ভোট পরবর্তী অশান্তিতে নিহত বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। ৭ দিনের মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে মুখবন্ধ খামে রিপোর্ট। 

West Bengal News Live Updates: জমি-বিবাদের জেরে দুই মেয়ে-সহ গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

জমি-বিবাদের জেরে দুই মেয়ে-সহ গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও উঠেছে। মহারাষ্ট্রের ঠানের বাসিন্দা এক ব্যক্তি মালদার মোথাবাড়ি এলাকায় পৈত্রিক গ্রামে নাবালক পুত্রের নামে জমি কেনেন। গতবছর মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের স্ত্রীর দাবি, সেইসময় গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে তিনি সাড়ে ৪ লক্ষ টাকা ধার নেন। অভিযোগ, ওই টাকার বিনিময়ে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই প্রতিবেশী। রাজি না হওয়ায় ১১ মে, আদালতে যাওয়ার পথে ওই গৃহবধূ ও তাঁর দুই মেয়েকে ওই ব্যক্তি অপহরণ করে। ১১ দিন আটকে রাখার পর ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান বলে দাবি গৃহবধূর। অভিযোগ, কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা নিয়ে মোথাবাড়ি ও ইংরেজবাজার থানার মধ্যে চাপানউতোর শুরু হয়। শেষপর্যন্ত আদালতের নির্দেশে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।

WB News Live Updates: পুলিশের জালে মানবাধিকার সংগঠনের ভুয়ো অফিসার

পুলিশের জালে মানবাধিকার সংগঠনের ভুয়ো অফিসার। গ্রেফতার অভিযুক্ত। আটক আরও চার। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো চারটি গাড়ি ও চারটি মোটরবাইক। রবিবার রাতে নাকা চেকিংয়ের সময় চুঁচুড়ায় জিটি রোড থেকে এক স্কুটার আরোহীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে চুঁচুড়ার বাসিন্দা রঞ্জন সরকারের। পুলিশের দাবি, এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস খোলেন রঞ্জন। অভিযোগ, কখনও মানবাধিকার সংগঠন, কখনও ভিজিল্যান্স অফিসার পরিচয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। নীল বাতি লাগানো গাড়ি ও দেহরক্ষী নিয়ে ওই ব্যক্তি ঘুরতেন বলে অভিযোগ। অফিসে তল্লাশি চালিয়ে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

West Bengal News Live Updates: হাওড়ায় নিয়ে আসা হল প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে

দিল্লি থেকে নেপালে পালানোর ছক কষেছিলেন প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেয়াপ্ত হয়েছে শুভদীপের ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি। আজ রাজ্যে নিয়ে আসা হয় জগাছার বাসিন্দা ওই অভিযুক্তকে। নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। 

WB News Live Updates: বাস ভাড়া বাড়ানোর দাবিতে সই সংগ্রহ অভিযান

রাস্তায় বাস নামলেও, বাড়েনি বাস ভাড়া। এই পরিস্থিতিতে ভাড়াবৃদ্ধির দাবিতে এবার সই সংগ্রহ অভিযানে নামল বাস মালিক সংগঠনের একাংশ। গণস্বাক্ষর অভিযানের পর তা পাঠানো হবে মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর কাছে।

West Bengal News Live Updates: প্রাণ সংশয়ের আশঙ্কা করে যুব তৃণমূল নেতার ফেসবুক পোস্ট

প্রাণ সংশয়ের আশঙ্কা জানিয়ে দলের ব্লক সভাপতিকে দায়ী করে যুব তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে শাসকদ্বন্দ্ব। অঞ্চল সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ব্লক সভাপতি।

WB News Live Updates: হরিদেবপুরে জেএমবি জঙ্গি গ্রেফতারে নতুন তথ্য

হরিদেবপুরে জেএমবি জঙ্গি গ্রেফতারে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত নাজিউর আনসারুল্লা আল-কায়দার শাখা সংগঠনের থেকে প্রশিক্ষণ নিয়েছিল। ২০১৯-এ বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় নাজিউর। পুলিশের দাবি, ধরা পড়ার আশঙ্কায় কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের কোনও দেশে পালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির। তদন্তে উঠে এসেছে এই তথ্য।

West Bengal Live Updates: আজ বিপত্তারিণী পুজো

আজ বিপত্তারিণী পুজো। কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়। করোনা আবহে সকলে মাস্ক পরে মন্দিরে ঢুকলেও, উধাও দূরত্ব বিধি।

WB News Live Updates: হাওড়ায় নিয়ে আসা হল প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে

হাওড়ায় নিয়ে আসা হল জগাছার বাসিন্দা প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জগাছা থানায়। দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে গতকাল শুভদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেছেন। ধৃতকে ৩ দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আজ ধৃতকে হাওড়া কোর্টে তোলা হবে।

West Bengal News Live Updates: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। এদিন সকাল আটটা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে, বাইক থামিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 

WB News Live Updates: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে তৃণমূল বিধায়কের সাক্ষাৎ

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার সাক্ষাৎ। তা নিয়ে কোচবিহারে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তুঙ্গে। লোকসভা ভোটের আগে রাজবংশী ভোটের অঙ্ক মাথায় রেখেই কি ঘুটি সাজাচ্ছে তৃণমূল? উঠছে প্রশ্ন।

West Bengal News Live Updates: দল-বিরোধী কাজের অভিযোগ, সাসপেন্ড পুরুলিয়ার তিন বিজেপি নেতা

দল-বিরোধী কাজের অভিযোগে তিন নেতাকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। যদিও এই অভিযোগ অস্বীকার করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন সাসপেন্ড হওয়া বিজেপি নেতারা। বিজেপির অন্তর্কলহের জের এই ঘটনা, কটাক্ষ শাসকদলের।

WB News Live Updates: জন বার্লার বিরুদ্ধে নয়া অভিযোগ

রাজ্য ভাগ বিতর্কের মধ্যেই নতুন অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বানারহাটে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। এমন অভিযোগ তুলে তদন্তের দাবি জানাল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

West Bengal News Live Updates: শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে সিআইডি

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে সিআইডি। মহিষাদলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলল ৪ সদস্যের প্রতিনিধি দল। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপির। সিআইডি তদন্তে সব বেরিয়ে আসবে, পাল্টা মন্তব্য তৃণমূলের।

WB News Live Updates: পার্ক হোটেলের পার্টিতে থাকা ফ্লোর ম্যানেজারকে লালবাজারে তলব

পার্ক হোটেলের পার্টিতে থাকা ফ্লোর ম্যানেজারকে তলব করল লালবাজারের গোয়েন্দা শাখা। ওই পার্টির ডিজে-কেও তলব করা হয়েছে। একইসঙ্গে খাদ্য-পানীয়ের দায়িত্বে থাকা ম্যানেজারকেও তলব করা হয়েছে। বেআইনি পার্টির আয়োজক এজেন্টদেরও চিহ্নিত করল লালবাজার।

West Bengal News Live Updates: হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কটুক্তি ও অশ্লীল মন্তব্যের অভিযোগ

অনলাইন ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে কটূক্তির অভিযোগ। মে মাসে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের আইনের ছাত্রীর। তারপর থেকে অনলাইন ক্লাস করতেই ভয় পাচ্ছেন তিনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

WB News Live Updates: রাজ্যে ফের চিটফান্ড প্রতারণা?

রাজ্যে ফের চিটফান্ড প্রতারণার অভিযোগ! জনকল্যাণ সেবা সমিতির নামে ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নদিয়ার রানাঘাটে। অভিযুক্ত বেসরকারি সংস্থার অফিসঘরে তালা। বেপাত্তা দুই কর্ণধার। রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের। গচ্ছিত টাকা ফেরত ও দোষীদের গ্রেফতারি চেয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা।

West Bengal News Live Updates: গ্রেফতার উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এমনকী, গাড়িতে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং কমিশনের ভুয়ো বোর্ড লাগিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।

WB News Live Updates: দিল্লির পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়

দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। হাওডার জগাছার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ। তাঁর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেছেন। ধৃতকে ৩ দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

প্রেক্ষাপট

আবীর দত্ত, কলকাতা: বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল বেশ কয়েকজন জন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা JMB জঙ্গি! তাদের মধ্যে কয়েকজন থেকে যায় কলকাতায়। বাকিরা চলে যায় ওড়িশা ও জম্মু-কাশ্মীরে। কলকাতায় ধৃত ৩ সন্দেহভাজন JMB জঙ্গিকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।


পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে আরও দু’জনের নাম। তারা হল শেখ সাকিল ও সেলিম মুন্সি। এই শেখ সাকিলও সন্দেহভাজন JMB জঙ্গি। কয়েকমাস আগে সে ভারতে আসে। কখনও সে নিজের নাম বলত হাবিব, আবার কখনও আবার এরশাদ। কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিচয়ে জঙ্গিদের লুকিয়ে থাকতে সাহায্য করত সে। জঙ্গিদের নকল আধার কার্ডও বানিয়ে দিয়েছিল। জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করত সেলিম মুন্সি। নকল পরিচয় পত্র দিয়ে জঙ্গিদের ঘর ভাড়ার ব্যবস্থা করে দিত সে। দু’জনের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি।


পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশিদিন একজায়গায় থাকত না এই সন্দেভাজন জঙ্গিরা। কয়েকমাস আগে হরিদেবপুরে এই বাড়িতেই আস্তানা গেড়েছিল তারা। গত শনিবার রাতে হরিদেবপুরের একটি বাসস্ট্যান্ড থেকে নাজিউর রহমান, নিখিলকান্ত ওরফে সাবির ও রবিউল ইসলাম, এই তিন সন্দেহভাজন JMB বা জামাত-উল-মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF।


পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। যেখানে ১৫-২০ টি নাম ও মোবাইল ফোনের নম্বর পাওয়া গেছে। যার মধ্যে কিছু ফোন নম্বর বাংলাদেশের। ধৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক এবং JMB-র প্রথম সারির জঙ্গি। ধৃতদের ফেসবুক অ্যাকাউন্টে জঙ্গি সংগঠন IS-এর ভিডিও পাওয়া গেছে। এই বিষয়টিও খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। 


রাজ্যে এর আগেও একাধিক জঙ্গি ধরা পড়েছে। কিন্তু এবারের ঘটনা গোয়েন্দাদের ভাবাচ্ছে। ধৃতদের জেরা করে জঙ্গি সংগঠনের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাজ্যে জামাত কতটা প্রভাব বিস্তার করেছে, সেটাও জানার চেষ্টা চলছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.