WB News Live Updates: পূর্ব বর্ধমানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন
West Bengal News Live Updates: ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।
ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে দিল্লি যাবে বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে দিল্লি যাওয়ার ভাবনা ১০জন বিধায়কের।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় বিজেপির পরিষদীয় দল।বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের ভাবনা
পূর্ব বর্ধমানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন।মঙ্গলকোটের লাকুরিয়ার অসীম দাসকে গুলি করে খুন।কাশেমনগর থেকে বাইকে বাড়ি ফেরার পথে হামলা
অবশেষে দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। শনিবার রাতে দিল্লিতে যান দিলীপ ঘোষ, আজ বিকেলে দেখা হয় সর্বভারতীয় সভাপতির সঙ্গে। ভোটের পর প্রথমবার বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক হয়। দলের ভিতরে যা বলা উচিত, অনেকে তা বাইরে বলছেন। এটা দলের শৃঙ্খলার বাইরে। এতে বিভ্রান্ত হচ্ছেন দলের পুরনো, শৃঙ্খলাবদ্ধ কর্মীরা। এব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। নাড্ডার সঙ্গে বৈঠকের পর জানালেন দিলীপ ঘোষ।
দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক।ভোটের পর প্রথমবার সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক বিজেপির রাজ্য সভাপতির।ভোট পরবর্তী হিংসা থেকে দলে বিদ্রোহ নিয়ে আলোচনা সহ একাধিক সাংগঠনিক বিষয়ে কথা হবে নাড্ডা-দিলীপ ঘোষের। এমনই খবর সূত্রের।
হরিদেবপুরে গ্রেফতার ৩ জেএমবি জঙ্গি, তথ্য সংগ্রহে কাজ শুরু এনআইএ-র।বাড়ির মালিককে ডেকে পাঠাল লালবাজারের এসটিএফ।বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল ১৫জন জেএমবি জঙ্গি!
বিচারপতি শম্পা সরকারের এজলাসে নন্দীগ্রাম মামলা।বিচারপতি কৌশিক চন্দ সরে দাঁড়ানোয় নতুন এজলাসে মামলা।বিচারপতি শম্পা সরকারের এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা। নন্দীগ্রামের ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলনেত্রী।গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইনস্টাগ্রামে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, অবশেষে তদন্ত শুরু পুলিশের । আজই অভিনেত্রী প্রত্যুষা পালের বয়ান রেকর্ড করতে পারে লালবাজার।ইনস্টাগ্রামে হুমকি-পোস্টের স্ক্রিনশট নিয়ে লালবাজারে প্রত্যুষা।মামলা রুজুর পরেও ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ
পুলিশ কর্তার মেয়ে, অভিনেত্রীর পরে এবার আইনের ছাত্রীকে ‘হেনস্থা’।‘অনলাইন ক্লাসের স্ক্রিনশট দিয়ে লাগাতার পোস্টে কটূক্তি’। হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করে লাগাতার কুৎসা।’নির্দিষ্ট একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির অভিযোগ।ছবিতে অশ্লীল কটূক্তি করে লাগাতার হেনস্থার অভিযোগ।রিজেন্ট পার্ক থানায় মে মাসে অভিযোগ দায়ের আইনের ছাত্রীর
করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও। গত বারের মতো এবারও তারা মাকে নিয়ে রথে করে ঘোরানো হবে না। তার বদলে রথে তারা মায়ের প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। রথযাত্রা উপলক্ষ্যে তারাপীঠে ভক্ত সমাগম হলেও, এবার সংখ্যাটা অনেক কম।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তার বাড়িতে পৌঁছল সিআইডির একটি দল। তদন্তকারী অফিসাররা কথা বলবেন মৃত শুভব্রত চক্রবর্তীর পরিবারের সঙ্গে। গত বুধবার শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর স্ত্রী কাঁথি থানায় এফআইআর দায়ের করেন। এরপর শুক্রবার এই ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে কাঁথি থানার পুলিশ।
দিল্লিতে পাকড়াও হাওড়ার জগাছার ভুয়ো সিবিআই অফিসার। রাজধানীর একটি পাঁচতারা হোটেল থেকে অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শুভদীপের বিরুদ্ধে। গতকাল এখবর সম্প্রচারিত হতেই তৎপর হয় পুলিশ। রাতেই দিল্লি পৌঁছয় জগাছা থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল। এরপর ভুয়ো সিবিআই অফিসারের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, তিনদিনের ট্রানজিট রিমান্ডে আজই ধৃতকে রাজ্যে আনা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুরের হিলিতে এক ব্যবসায়ীকে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা। পুলিশের দাবি, ধৃতের বাইক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। যা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। অভিযুক্ত যুব নেতাকে সাসপেন্ড করেছে বিজেপি।
উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে মিছিলে অনুপস্থিত যুব তৃণমূল নেতা। ওই গরহাজিরার সমালোচনায় সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও যুব তৃণমূল নেতা তাতে আমল দিতে নারাজ।
করোনা আবহে বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের চাকা গড়াল না। পুজোপাঠের পর একটি ছোট রথকে টানা হয়। এবার জাঁকজমক না থাকলেও, রথযাত্রা উপলক্ষ্যে ভক্ত সমাগম ভালই হয়েছিল। রথের রশিতে টান দিতে না পারলেও রাধামদন গোপাল জিউকে দর্শন করেন ভক্তরা।
স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আক্রান্ত স্বামী। মারধর করা হয়েছে গৃহবধূ ও তাঁর নাবালক ছেলেকেও। মালদার ইংরেজবাজারের কৃষ্ণপুর এলাকার ঘটনা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
মালদার ইংরেজবাজারের শোভানগরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। এই ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত বাইক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে তৃণমূলকর্মী নেপাল চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। তাদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি কেনাবেচা সংক্রান্ত পুরনো বিবাদের জেরে তৃণমূল কর্মীকে গুলি করা হয়।
কলকাতার হরিদেবপুর থেকে ধৃত তিন জেএমবি জঙ্গি যেখানে আস্তানা গেড়েছিল, তার সন্ধান পেল এবিপি আনন্দ। জানা গেছে, ওই তিন জঙ্গি ২টি ঘর ভাড়া নিয়েছিল। শেখ সাকিল নামে এক ব্যক্তি জঙ্গিদের বাড়ি ভাড়া পেতে সাহায্য করেছিল। হরিদেবপুরে বাড়ি ভাড়া নেওয়ার নেপথ্যে কী ছিল পরিকল্পনা ছিল জঙ্গিদের? তারই উত্তর পেতে চাইছেন গোয়েন্দারা।
সরকারি নির্দেশ উপেক্ষা করে সাগর থেকে ছোট ইলিশ ধরার অভিযোগ ট্রলার মালিকদের বিরুদ্ধে। মৎস দফতরের অভিযানে কাকদ্বীপে উদ্ধার হাজার কেজিরও বেশি ছোট ইলিশ। আটক কয়েকজন ম্যাটাডোর চালক। ছোট ইলিশের বেআইনি কারবার রুখতে বাড়ানো হবে নজরদারি, জানিয়েছে মৎস দফতর।
করোনাকালে রথযাত্রা উৎসবে কাটছাঁট হয়েছে তারাপীঠেও। গতবারের মতো এবারও তারা মাকে নিয়ে রথে করে ঘোরানো হবে না। তার বদলে রথে তারা মায়ের প্রতিকৃতি রেখে বিশেষ পুজো করা হবে। রথযাত্রা উপলক্ষে তারাপীঠে ভক্ত সমাগম হলেও, এবার সংখ্যাটা অনেক কম।
আলিপুরদুয়ারের শামুকতলা চা বাগানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ। পুলিশের উদ্দেশে শ্রমিকরা ইট ছোড়ে বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। হামলার অভিযোগ ২৫ মহিলা সহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সাতসকালে বীরভূমের সিউড়িতে রোমহর্ষক ঘটনা। একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক টোটোচালক হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, থানা থেকে মাত্র দেড়শো মিটার দূরে হানা দেয় ৬ দুষ্কৃতীর একটি দল। প্রত্যেকেই মাস্ক পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ঋণদানকারী সংস্থায় চড়াও হয়। এরপর নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভিতরে ঢোকার সময় অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজে আশপাশ থেকে লোকজন ছুটে এলে, চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। নাকা তল্লাশিও চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
জাকারিয়া স্ট্রিট সংলগ্ন এলাকায় খুনের কিনারা। তিনজনকে গ্রেফতার করল পুলিশ। মাত্র ১০০ টাকার জন্য ওই ব্যক্তিকে খুনের অভিযোগ। খুনে অভিযুক্তরা সকলেই ছিল মৃতের পূর্ব-পরিচিত, খবর পুলিশ সূত্রে।
করোনা আবহে এ বছরও হচ্ছে না মাহেশের রথযাত্রা। তবে বিশেষ পূজার্চনা হবে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার কৃষ্ণনগরে দু’জায়গায় তৃণমূলের কর্মসূচি ঘিরে বিতর্ক মাথাচাড়া দিল। শাসকদলের একপক্ষের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত রাধারানি বিশ্বাসের সঙ্গে যাঁদের ছবি দেখা গিয়েছে, তাঁদের সঙ্গে এক মঞ্চে যাবেন না। অন্য পক্ষের দাবি, কেউ ধোয়া তুলসিপাতা নয়। শাসকদলকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
পার্ক হোটেল পার্টিকাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পুলিশের। লালবাজারে ডেকে পাঠানো হতে পারে হোটেল কর্তৃপক্ষের কয়েকজনকে। কাদের নামে বুক করা ছিল রুম? সেবন করা হয়েছে কী মাদক? তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আসা হবে। চক্রে আর কারা যুক্ত? খোঁজে পুলিশ।
একদিন পর ফের বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা। তবে কিছুটা কমেছে ডিজেলের দাম। লিটারপ্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা। লাগামছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তের।
হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট এলাকায় অগ্নিকাণ্ড। আজ ভোর চারটে নাগাদ আগুন লাগে একটি তুলোর গোডাউনে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতির অনুমান করা হচ্ছে।
মামলা রুজুর পরেও বেপরোয়া অভিযুক্ত। অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে ফের ধর্ষণের হুমকি! লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের তরফে ইনস্টাগ্রামকে মেল করা হয়েছে।
বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল অনুযায়ী, শিলিগুড়ি পুরসভায় এগিয়ে বিজেপি। তাও কেন পুর প্রশাসক পরাজিত তৃণমূলপ্রার্থী? প্রশ্ন বিজেপির। দ্রুত পুরভোটের দাবি গেরুয়া শিবিরের। একই দাবি তুলেছে বামেরাও। সময় এলেই হবে ভোট, পাল্টা মন্তব্য তৃণমূলের।
করোনা পরিস্থিতির জন্য এ রাজ্যে আটকে পড়া অনাবাসী ভারতীয়রা চূড়ান্ত সমস্যায় পড়েছেন। প্রায় দেড় বছর বন্ধ উড়ান। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার কারণে অনেকেই জীবিকা হারানোর আশঙ্কা করছেন।
করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই গমগম করছে দিঘা। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। পাহাড়েও বাড়ছে ভিড়। মাস্ক ছাড়া বেড়ানোর এমন প্রবণতায় চিন্তিত চিকিৎসকরা। কঠোরভাবে বিধি পালনের কথা বলছেন তাঁরা।
প্রেক্ষাপট
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ রথযাত্রা। গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। এই রথযাত্রা ঘিরে রয়েছে নানা কাহিনি, নানা জনশ্রুতি।
পুরীর জগন্নাথ ধাম হল শাক্ত ও বৈষ্ণব ধারার মহামিলন ক্ষেত্র। শ্রীক্ষেত্রে যেমন পুরুষোত্তম জগন্নাথদেব বিরাজ করছেন তেমনি রয়েছেন সতীর ৫১পীঠের অন্যতম দেবী বিমলা। এই দুই জনের সহাবস্থানের পিছনে রয়েছে এক মজার প্রবাদ। পদ্মপুরাণ ও ভগবত পুরাণ অনুসারে পুরীর মন্দির তৈরির পর দেবী বিমলা মন্দির দখল করে রেখেছিলেন। জগন্নাথ-বলরাম-সুভদ্রা মন্দিরের দ্বারে এসে তাঁর কাছে মন্দিরে প্রবেশের অনুমতি চাইলেন। শাস্ত্রে প্রস্তরময়, ধাতুময়, মৃন্ময় এবং দারুময় মূর্তির উল্লেখ পাওয়া যায়। নারায়ণ একমাত্র পুরীধামে দারুব্রহ্মরূপে প্রকাশিত।
সমস্ত ভক্তকুলকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথদেব মন্দির ছেড়ে বছরে একবার পথে নেমে আসেন। এই রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। সেই সুউচ্চ রথে প্রভু স্বয়ং খর্বাকৃতি।তিনি বামনরূপ ধারণ করে বিরাজিত হন, যাতে সহজেই মানুষ তাঁকে টেনে নিয়ে যেতে পারেন।
পুরীধামে যুগ যুগ ধরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা চলে আসছে। বিভিন্ন মানুষের লেখায় তার নানা বর্ণনা পাওয়া যায়। আবার রথ থমকে যাওয়া নিয়েও রয়েছে নানান জনশ্রুতি। ইংরেজ আমলে সাধক কাঠিয়া বাবার দেখা একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভুশ্রী চৈতন্যদেবের অবস্থান এবং রথ-এর সামনে তাঁর প্রেমোন্মত্ত উদ্দাম নৃত্যের বর্ণনা তো অনেকের লেখায় পাওয়া যায়। এভাবেই যুগে যুগে পুরীর রথযাত্রাকে নিয়ে গড়ে উঠেছে নানান প্রবাদ ও জনশ্রুতি।
হুগলি জেলার মাহেশ-এর জগন্নাথ মন্দিরের রথই বাংলার প্রাচীনতম রথ। অনুমান ইতিহাসবিদদের। ঐতিহ্যের সেই রথযাত্রা এবার পা দিল ৬২৫ বছরে।
এই বাংলায় রথযাত্রার ইতিহাস বহুদিনের। মাহেশের রথের কথা তো আমরা সবাই জানি। বাংলার বিভিন্ন প্রান্তের পারিবারিক রথ যাত্রার ইতিহাসও বেশ প্রাচীন। তাদের সবাই যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আসীন করে রথ টানেন এমনটা নয়। অনেকেই পারিবারিক কুলদেবতাকে রথে বসিয়ে রশিতে টান দেন। তবে কলকাতার বিভিন্ন বনেদি বাড়িগুলিতে রথের দিন দুর্গার কাঠামো পুজো করার রীতি রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -