West Bengal News Live: পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

West Bengal News Live Updates: মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই সুনীল সিংহকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Jun 2021 11:14 PM

প্রেক্ষাপট

নোয়াপাড়া: নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহের তৃণমূলের ফেরা নিয়ে আপত্তি স্থানীয় নেতৃত্তের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ও তাঁর পুত্র...More

West Bengal News Live:পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

এক প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলেন এক অনাবাসী ভারতীয়।পাথুরিয়াঘাটা স্ট্রিটের বনেদি বাড়ি থেকে থেকে চুরির অভিযোগ।সোনার গয়না, সোনার কয়েন, রুপোর বাসনপত্র, দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ।৩০-৩৫টি সোনার কয়েন, মোগল সম্রাট আকবরের সময়ের মোহর চুরির অভিযোগ।দেহরক্ষী নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাই, এমনই অভিযোগ।জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের অনাবাসী ভারতীয়ের।