West Bengal News Live: পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

West Bengal News Live Updates: মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই সুনীল সিংহকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Jun 2021 11:14 PM
West Bengal News Live:পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

এক প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলেন এক অনাবাসী ভারতীয়।পাথুরিয়াঘাটা স্ট্রিটের বনেদি বাড়ি থেকে থেকে চুরির অভিযোগ।সোনার গয়না, সোনার কয়েন, রুপোর বাসনপত্র, দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ।৩০-৩৫টি সোনার কয়েন, মোগল সম্রাট আকবরের সময়ের মোহর চুরির অভিযোগ।দেহরক্ষী নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাই, এমনই অভিযোগ।জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের অনাবাসী ভারতীয়ের।

West Bengal News Live: সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের

সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে পরিবহণ নিগমগুলিকে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের।বুধবার অফিসে সরকারি পরিবহণ কর্মীদের হাজির থাকার নির্দেশ।আগামীকাল রাজ্যের পরিবহণ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত

West Bengal News Live: এজেসি বোস রোড ফ্লাইওভারে বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশের গাড়ি ও বাইকে, আহত মহিলা কনস্টেবল

এজেসি বোস রোড ফ্লাইওভারের ওপর বেপরোয়া গাড়ির ধাক্কা। বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশের গাড়ি ও একটি বাইকে। পদ্মপুকুরের দিকে যাচ্ছিল গাড়িটি।দুর্ঘটনায় আহত মহিলা কনস্টেবল, ভর্তি করা হয়েছে হাসপাতালে

West Bengal News Live:এবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এবার সুখেন্দুশেখর রায়ের যোধপুর পার্কের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates:লোকাল ট্রেন চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি রেলের

লোকাল ট্রেন চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি রেলের।‘স্টাফ স্পেশালে বাড়ছে ভিড়, আরও ট্রেন চালানো প্রয়োজন।‘করোনা আবহে স্টাফ স্পেশালে ভিড় কমানো প্রয়োজন।’,রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল পূর্ব রেল

West Bengal News Live: রাজ্যের প্রায় ৪ লক্ষ কর্মীর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়নি আধার, জানাল কর্তৃপক্ষ

ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যোগ না করলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির টাকা জমা পড়বে না। গত ১ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও এখনও রাজ্যে ৪ লক্ষের বেশি কর্মীর এই দুটি নম্বর যুক্ত করা হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

West Bengal News Live Updates: অজয়ের জল বাড়ায় বর্ষার শুরুতেই পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা

অজয়ের জল বাড়ায় বর্ষার শুরুতেই পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা। রবিবার থেকেই ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণে স্থায়ী সেতুর তৈরির কাজ কয়েক বছর ধরে চলছে। প্রশাসনের দাবি, করোনা পরিস্থিতির জন্যই ধীর গতিতে কাজ হচ্ছে।

West Bengal News Live: করোনায় রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ

করোনায় রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ৩৯৮৪ জন। গতকালের তুলনায় করোনায় আজ সামান্য বাড়ল মৃতের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মৃত্যু ৮৪ জনের।একদিনে সুস্থ ২৪৯৭ জন।করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ উত্তর ২৪ পরগনা।উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৯৭ জন, মৃত ২০।কলকাতায় একদিনে আক্রান্ত ৪২৬ জন, মৃত ১৫ জন

West Bengal News Live Updates: প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা,শ্রদ্ধা জানাতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর।  শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীরা। গতকাল কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: কাকদ্বীপে জ্বালানি তেলের জাল কারবারের পর্দাফাঁস

আকাশছোঁয়া জ্বালানি তেলের দাম। তার মাঝেই কাকদ্বীপে জ্বালানি তেলের জাল কারবারের পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে, ডিজেলে কেরোসিন মিশিয়ে কম দামে বিক্রির অভিযোগে কাকদ্বীপের অক্ষয়নগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গুদাম থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ ব্যারেল কেরোসিন, ডিজেল। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

West Bengal News Live Updates:বীরভূমের কাঁকরতলায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার ৫ প্রতিবেশী

 বীরভূমের কাঁকরতলায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার ৫ প্রতিবেশী। খুনের বদলা নিতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বিজেপির অভিযোগ, খুনের নেপথ্যে তৃণমূল। অস্বীকার শাসকদলের।

West Bengal News Live:পঞ্জাব পুলিশের এক কনস্টেবলের পরিচয়পত্র ব্যবহার করে গ্যাংস্টারদের কলকাতায় আনেন ভরত কুমার, খবর সূত্রের

নিউটাউন এনকাউন্টারকাণ্ডের তদন্তে উঠে এসেছে পুলিশ-যোগের চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিংহ-র পরিচয়পত্র ব্যবহার করে গ্যাংস্টারদের কলকাতায় আনেন ভরত কুমার। এই বিষয়ে, অমরজিৎ সিংহকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাঞ্জাব পুলিশ।

West Bengal News Live Updates:প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পমন্ত্রীর মা। শেষশ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী।

West Bengal News Live:দলে যোগ্য সম্মান পাননি মুকুল রায়, তাই হয়ত বিজেপি ছেড়ে গেছেন,মন্তব্য ব্যারাকপুরের বিজেপি নেতার

দলে যোগ্য সম্মান পাননি মুকুল রায়। তাই হয়ত বিজেপি ছেড়ে গেছেন। মন্তব্য ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের।

West Bengal News Live Updates:নিউটাউন এনকাউন্টারে ৩৮ রাউন্ড গুলি চালায় এসটিএফ, খবর সূত্রের

নিউটাউন এনকাউন্টারে নতুন তথ্য। ‘৩৮ রাউন্ড গুলি চালায় এসটিএফ। জয়পাল ভুল্লারের শরীরে মিলেছে ৯টি বুলেটের ক্ষত। নাইন এমএম ও জার্মান সাব মেশিনগানের বুলেটের ক্ষত। ২ গ্যাংস্টারের এক পরিচিতকে দিয়ে খোলানো হয় ফ্ল্যাটের দরজা'।এমনই খবর সূত্রের।

West Bengal News Live: তরুণ খুনে অভিযুক্ত মা

তরুণ খুনে অভিযুক্ত মা। মুর্শিদাবাদের কান্দির রুদ্রবাটি গ্রামের ঘটনা। আজ সকালে বাড়ি থেকে উদ্ধার হয় ২১ বছরের দীনবন্ধু ঘোষের দেহ। গলায় ফাঁসের দাগ থাকায় খুন বলে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। তার জেরেই ওই তরুণ মায়ের হাতে খুন হয়েছেন বলে প্রতিবেশীদের অভিযোগ। ছেলেকে খুনের অভিযোগে মাকে আটক করেছে কান্দি থানার পুলিশ।

West Bengal News Live Updates: কলকাতায় মুষলধারে বৃষ্টি, শিয়ালদায় ভেঙে পড়ল গাছ

কলকাতায় মুষলধারে বৃষ্টি। শিয়ালদায় ভেঙে পড়ল গাছ। বিআর সিং হাসপাতালের পাঁচিল ভেঙে বেলেঘাটা মেন রোডের উপর গাছটি পড়ে। যার জেরে রাস্তার একাংশ আটকে যায়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল গাছটি কেটে রাস্তা পরিষ্কার করে।

West Bengal News Live:যাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন, বললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের আক্রমণ করলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তাঁর কটাক্ষ, যাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন

West Bengal News Live Updates: নিউটাউনকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুমিত কুমারের পুলিশ হেফাজত

নিউটাউনকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুমিত কুমারের পুলিশ হেফাজত।৬ দিনের পুলিশ রিমান্ড দিল পঞ্জাবের আদালত।সুমিত কুমারের ডক্যুমেন্ট ব্যবহার করেই নিউটাউনে ফ্ল্যাট ভাড়া।গ্যাংস্টারদের জন্য ভাড়া করা হয়েছিল ফ্ল্যাট

West Bengal News Live:দলত্যাগীরা ফিরতে চাইলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন সায়ন্তিকা

দলত্যাগীরা ফিরতে চাইলে সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। বাঁকুড়া খ্রিস্টান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সম্পাদক, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে কলকাতায় ভারী বৃষ্টি

নিম্নচাপের হাত ধরে রাজ্যে আগেই প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে কলকাতায় ভারী বৃষ্টি। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal News Live Updates: তৃণমূল দলটা হল অক্সিজেন পার্লার, মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের

তৃণমূল দলটা হল অক্সিজেন পার্লার। আর অক্সিজেন সিলিন্ডার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দলে গেলে এই অক্সিজেন মিলবে না। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা খাবি খাওয়া মাছেদের মতো ফিরে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল-সহ একাধিক নেতাদের তৃণমূলে ফেরার জল্পনা প্রসঙ্গে মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। 

West Bengal News Live Updates: মুচিপাড়ায় ভরদুপুরে গুলি চলার অভিযোগ

মুচিপাড়ায় ভরদুপুরে গুলি চলার অভিযোগ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।

West Bengal News Live Updates: ক্যানিংয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা

ক্যানিংয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে হাইস্কুল পাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে ফেলে দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয়রা দেখেন এটিএম ভাঙা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এটিএম থেকে টাকা লুঠ হয়েছে কিনা, এখনও স্পষ্ট করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

West Bengal News Live Updates: যাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন, কটাক্ষ মিহির গোস্বামীর

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের আক্রমণ করলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তাঁর কটাক্ষ, যাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না, তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন। ক্ষমতায় আসবে ভেবে এঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন বলে দাবি নাটাবাড়ির বিজেপি বিধায়কের। এর পাশাপাশি, যে সমস্ত দলীয় কর্মীরা সোশাল মিডিয়ায় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাঁদেরকে সংযত থাকার আবেদন জানিয়েছেন মিহির গোস্বামী। 

West Bengal News Live Updates: শিলিগুড়ির হকার্স কর্নারে উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ

শিলিগুড়ির হকার্স কর্নারে উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় এসজেডিএ-র জমি দখল করে রাতারাতি তৈরি হয় বাড়ি, অস্থায়ী দোকান। স্থানীয় ব্যবসায়ীরা এনিয়ে অভিযোগ জানান। এরপর আজ সকালে পে লোডারের সাহায্যে বেআইনি নির্মাণ ভেঙে দেয় এসজেডিএ। জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 

West Bengal News Live Updates: বর্ষায় অজয়ের জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কা

বর্ষায় অজয়ের জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, কাঁকসার শিবপুর ও ইলামবাজার সংযোগকারী এই অস্থায়ী সেতু প্রতিবার বর্ষায় ভেঙে যায়। সেইসময় ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করেন স্থানীয়রা। গতকাল রাতে অস্থায়ী সেতুর একাংশ অজয়ের জলে তলিয়ে যায়। আজ সকাল থেকে ওই সেতুতে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাশেই স্থায়ী সেতু তৈরির কাজ তিনবছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি। ঢিমেতালে চলছে কাজ। করোনা আবহে ধীর গতিতে কাজ চলছে। আগামী বছরের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হলে সমস্যা মিটবে বলে আশ্বাস প্রশাসনের। 

West Bengal News Live Updates: রাজ্যে ভ্যাকসিন প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা নেওয়ার জন্য বিজেপি নেতাদের নির্দেশ দিল কেন্দ্রীয় নেতৃত্ব

রাজ্যে ভ্যাকসিন প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা নেওয়ার জন্য বিজেপি নেতাদের নির্দেশ দিল কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি দলীয় নেতাদের সংযত আচরণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। গতকাল বিজেপির ভার্চুয়াল বৈঠকে অংশ নেন অনুপম হাজরা, জে পি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নমনীয় ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। 

West Bengal News Live Updates: 'এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে যান', মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে ট্যুইট তথাগত রায়ের

নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ তথাগত রায়ের। একটি ট্যুইটকে রিট্যুইট করে বিজেপি নেতার কটাক্ষ, কিছু যোগ-বিয়োগ করে একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের ট্যুইটের অনুবাদ করেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্টি ও বুয়াজি সম্বোধনে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে তথাগত রায় লেখেন, এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন। ও বোধহয় বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছে। কারণ সারাদিন ওরা দুজনে একসঙ্গে থাকত। মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে ট্যুইট তথাগত রায়ের। 

West Bengal News Live Updates: মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা যুবককে গ্রেফতারির ঘটনায় নতুন তথ্য

পাশাপাশি, পুলিশ জানিয়েছে, হান জুনওয়ের বয়ানে অসঙ্গতি মিলেছে। পুলিশের দাবি, হাজারের বেশি ডেটাবেস চিনে পাচার করেছে হান। সাইবার হানার পরিকল্পনা ছিল বলে অনুমান তদন্তকারীদের। এর পাশাপাশি, বাংলাদেশের বাসিন্দা এক চিনা নাগরিকের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে ওই চিনা নাগরিকের সঙ্গে কিছুদিন থেকেছিলেন হান জুনওয়ে। ওই ব্যক্তি বাংলাদেশেই আত্মগোপন করে রয়েছেন নাকি পালিয়ে গিয়েছেন তার সন্ধান চালাচ্ছে মালদা জেলা পুলিশ। 

West Bengal News Live Updates: চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার হওয়া চিনা যুবক

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা যুবককে গ্রেফতারির ঘটনায় নতুন তথ্য। আইবি সূত্রে খবর, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হান জুনওয়ে। সামরিক বিশ্ববিদ্যালয়ে কেন ইংরেজি নিয়ে পড়াশোনা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। পুলিশ সূত্রে খবর, সূত্র সন্ধানে হানের ল্যাপটপ পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা চলছে।

West Bengal News Live Updates: তুফানগঞ্জে কলেজপড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য

তুফানগঞ্জে কলেজপড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য। একদিন নিখোঁজ থাকার পর রায়ডাক নদী থেকে উদ্ধার দেহ। মৃতের পকেট থেকে উদ্ধার হয়েছে দুটি ছুরি। পরিবার সূত্রে খবর, গতকাল ভোর থেকে নিখোঁজ ছিলেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগত মিশ্র। আজ সকালে বাড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরে বারোকোদালি এলাকায় রায়ডাক নদীতে তাঁর দেহ ভাসতে দেখা যায়। মৃতের পকেট থেকে উদ্ধার হয় দুটি ছুরি ও মোবাইল ফোন। পরিবারের দাবি, অনলাইন গেমে আসক্ত ছিল ওই কলেজ পড়ুয়া। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। 

West Bengal News Live Updates: ঝাড়গ্রামের কলাবনিতে হাতির হানায় মৃত্যু

ঝাড়গ্রামের কলাবনিতে হাতির হানায় মৃত্যু। হাতির হামলার স্থায়ী সমাধানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দলমার দলছুট দাঁতালরা কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। হানা দিচ্ছে গ্রামে। ঘরবাড়ি, ফসলের ক্ষতি করছে। আজ সকালে হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতো নামে এক গ্রামবাসীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘণ্টাতিনেক ধরে চলে রাজ্য সড়ক অবরোধ। পরে পুলিশ ও বন দফতরের আশ্বাসে অবরোধ ওঠে। 

West Bengal News Live Updates: তরুণ খুনে অভিযুক্ত মা

তরুণ খুনে অভিযুক্ত মা। মুর্শিদাবাদের কান্দির রুদ্রবাটি গ্রামের ঘটনা। আজ সকালে বাড়ি থেকে উদ্ধার হয় ২১ বছরের দীনবন্ধু ঘোষের দেহ। গলায় ফাঁসের দাগ থাকায় খুন বলে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। তার জেরেই ওই তরুণ মায়ের হাতে খুন হয়েছেন বলে প্রতিবেশীদের অভিযোগ। ছেলেকে খুনের অভিযোগে মাকে আটক করেছে কান্দি থানার পুলিশ।

West Bengal News Live Updates: আসানসোলে দুর্ঘটনায় মৃত বেড়ে ৩

আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত বেড়ে ৩। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া আর এক পথচারীরও মৃত্যু হয়েছে।

West Bengal News Live Updates: নিউটাউন শ্যুটআউটকাণ্ডে এবার পুলিশ-যোগ, আটক পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং

নিউটাউন শ্যুটআউটকাণ্ডে এবার পুলিশ-যোগ। আটক পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং। পুলিশ সূত্রে খবর, ধৃত সুমিত কুমার ও ভরত কুমারের সঙ্গে অমরজিতের বন্ধুত্ব ছিল। অমরজিতের পুলিশের আইডি কার্ড ভরতের কাছে মিলেছে। পুলিশের দাবি, পালানোর সময় বিভিন্ন টোল প্লাজায় পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিংয়ের পরিচয়পত্র ব্যবহার করে ভরত কুমার। এমনকি গ্বালিয়রের টোল প্লাজাতেও এই আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের দাবি। গাড়িতে তল্লাশি এড়াতেই এই ছক কষা হয় বলে অনুমান তদন্তকারীদের। 

West Bengal News Live Updates: আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, এক পথচারী-সহ ২ জনের মৃত্যু

আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। এক পথচারী-সহ ২ জনের মৃত্যু। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।  ভোর ৫টা নাগাদ আসানসোল উত্তর থানা এলাকার কাল্লা মোড়ে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে উল্টোদিক থেকে আসা ওষুধবোঝাই লরিরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই দুটি গাড়িতে আগুন লেগে যায়। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পথচারী ও লরি চালকের। 

West Bengal News Live Updates: নন্দীগ্রামে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩

নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩। গতকাল রাত  ১১টা নাগাদ হলদি নদীতে এই দুর্ঘটনা ঘটে। মাছ ধরার জন্য মোট ১৩ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে।

প্রেক্ষাপট

নোয়াপাড়া: নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহের তৃণমূলের ফেরা নিয়ে আপত্তি স্থানীয় নেতৃত্তের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ও তাঁর পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। তারপর থেকেই মুকুলের দীর্ঘদিনের ছায়াসঙ্গী নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক সুনীল সিংহকে বেসুরো হতে দেখা যায়। তিনি বলেন, মুকুল রায়ের বিজেপি ছাড়াটা  দলের কাছে অনেক বড় ক্ষতি। তারপরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। শনিবার সন্ধেবেলা নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস। তিনি জানান, ‘নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক যদি দলে ফিরতে চান তাহলে আমরা এর ঘোর বিরোধিতা করব।’ পাল্টা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক বলেছেন, ‘আমি তো একবারও বলিনি যে বিজেপি ছেড়ে চলে যাচ্ছি। যে নিজে কাউন্সিলর ভোটে হেরে যায়, তার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার নেই।’

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.