কলকাতা: #নদিয়ার মাজদিয়া কলেজের গণনা কেন্দ্রে দুষ্কৃতীদের তাণ্ডব। গণনায় কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রামপঞ্চায়েতে সিপিএম এগিয়েছিল।  অভিযোগ, এই খবর ছড়াতেই গণনা কেন্দ্রে ঢুকে পুলিশের সামনে ব্যালট ছিনতাই করে ছাপ্পা মারতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।  এর জেরে ওই কেন্দ্রে গণনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
#উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া হাইস্কুলের গণনা কেন্দ্রে ডুমা গ্রাম পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের বিজেপি প্রার্থী জিতে যাওয়ায়, গণনা কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে পালালেন তৃণমূলকর্মী। তাঁকে আটক করেছে পুলিশ


#কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা হাইস্কুল গণনা কেন্দ্রে পুলিশের সঙ্গে তৃণমূল সমর্থকদের খণ্ডযুদ্ধ। পুলিশের লাঠিচার্জ। পাল্টা পুলিশের চারটি গাড়ি ভাঙচুর। গণনা কেন্দ্রের উল্টোদিকে একটি বাড়ির সামনে জমায়েত হয় তৃণমূল সমর্থকরা। অভিযোগ, এনিয়ে বাড়ির সদস্যরা আপত্তি জানালে, সেখানে হামলা চালায় তারা। এরপর পুলিশ লাঠিচার্জ করে

#মোট বৈধ ভোটের থেকে ব্যালট বক্সে রাখা ব্যালটের সংখ্যা বেশি। পাওয়া গেল  অতিরিক্ত ব্যালট পেপার।  কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৬-এর ২১৪ নম্বর বুথের ঘটনা।  মোট বৈধ ভোট পড়েছিল ৭৮৪টি।  ব্যালট বক্স খোলার পর পাওয়া গেছে ৭৯৭টি  ব্যালট পেপার

#পুরুলিয়ার কাশীপুর ব্লকের কংগ্রেস সভাপতিকে বল্লম দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পায়ে গুরুতর আঘাত লাগে ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক মালাকারের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মারধরে জখম এক সিপিএম কর্মীও। অভিযোগ অস্বীকার শাসকদলের।

#বীরভূমের মল্লারপুরে বিজেপি ও তৃণমূলকর্মীদের মধ্যে স্লোগান দেওয়া নিয়ে রেষারেষিকে কেন্দ্র করে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ।

#হুগলির তারকেশ্বরের তালপুকুর গ্রামপঞ্চায়েত তৃণমূল জিতে যাওয়ায় পুনরায় গণনার দাবি জানায় সিপিএম। এর জেরে খানিক বিশৃঙ্খলা ছড়ায় গণনা কেন্দ্রে।  পুনরায় গণনার পরেও জয়ী হয়েছে তৃণমূল।

#উত্তর ২৪ পরগনার বারাসতের ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রামপঞ্চায়েতের ৩টি আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে থাকায় পুনর্গণনার জন্য গণনাকর্মীদের চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী আসাদউদ জামানের বিরুদ্ধে। এর জেরে বিশৃঙ্খলা ছড়িয়েছে গণনা কেন্দ্রে।

#দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূলকর্মীদের। এই ঘটনায় ২ তৃণমূলকর্মীকে আটক করেছে পুলিশ

#জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসকদলের

#উত্তর দিনাজপুরের চোপড়া কলেজের গণনা কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা, গাড়ি ভাঙচুর। গুলি চলেছে বলে অভিযোগ কংগ্রেসের। গুলিবিদ্ধ ১। বিজেপির দাবি, ২ রাউন্ড গুলি চলেছে। অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে থানায় বিক্ষোভ, ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ সিপিএম ও কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসকদলের। কেউ গুলিবিদ্ধ হয়নি, ধারাল অস্ত্রের আঘাতে আহত, জানাল পুলিশ।

#উত্তর দিনাজপুরের চোপড়া কলেজের গণনা কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা। গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  প্রতিবাদে থানায় বিক্ষোভ সিপিএম ও কংগ্রেসের।  অভিযোগ অস্বীকার শাসক দলের।

#পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বনমালী কলেজ গণনা কেন্দ্র থেকে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।

#মুর্শিদাবাদের ভগবানগোলা হাইস্কুলের সামনে গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীদের কয়েকজন কাউন্টিং এজেন্টকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের

#উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাইস্কুল গণনা কেন্দ্রের সামনে বহিরাগতদের ভিড়। অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তর নেতৃত্বে তাদের হঠিয়ে দেয় পুলিশ। পাশাপাশি, হাবড়া ১ নম্বর ব্লকের শ্রী চৈতন্য কলেজ গণনা কেন্দ্রে ঢুকতে বাধা বেরগুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী অসীম ঘোষকে। অভিযোগ, তাঁর কাউন্টিং এজেন্টকে ভিতরে ঢুকতে দিলেও, তাঁকে বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। বিডিওর কাছে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সিপিএম প্রার্থীর

#দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে ৫টিতে এগিয়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। এই প্রার্থীরা হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেন

#কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্র থেকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী জ্যোত্স্না রায়কে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।  গণনা কেন্দ্রে উত্তেজনা। গণনা কেন্দ্রের ভিতরেই  নির্দল প্রার্থী ও তৃণমূল প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের মধ্যে হাতাহাতি। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এজেন্টরা। কিছুক্ষণের জন্য গণনা বন্ধ।

#কোচবিহার: মাথাভাঙায় বিজেপি প্রার্থীকে 'বাধা'।

#দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের ৮টি এবং পঞ্চায়েত সমিতির ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির কোনও কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রে আসেননি। পুলিশ আশ্বাস দিলেও তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন

#হাঁসখালিতে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আগ্নেযাস্ত্র নিয়ে বিরোধীদের হুমকির অভিযোগ।

#ভাঙড়ে গণনাকেন্দ্রে নেই নির্দল এজেন্টরা।

#আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসীরাম হাইস্কুলে গণনা কেন্দ্রের সামনে একটি নির্মীয়মাণ বহুতলে জমায়েত করেছিলেন কয়েকটি রাজনৈতিক দলের সমর্থকরা । তাদের সেখান থেকে হঠিয়ে দেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিত‍ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
#উত্তর ২৪ পরগনার রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ১৯১ পার্টের বিজেপি প্রার্থী ঝর্ণা নস্কর ও ১৯৩ পার্টের বিজেপি প্রার্থী প্রণব মণ্ডল এবং তাঁদের কাউন্টি এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিচয়পত্রও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।
#মুর্শিদাবাদের ভগবানগোলা হাইস্কুলের সামনে গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীদের কয়েকজন কাউন্টিং এজেন্টকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের

আজ প্রকাশিত হবে পঞ্চায়েত ভোটের ফল। সকাল ৮টা থেকে গণনা শুরু হবে, সাড়ে ৭টার সময় খোলা হবে স্ট্রং রুম। ২৯১টি কেন্দ্রে ভোট গণনা হবে।

প্রথমে ৩১,৭৮৯টি গ্রাম পঞ্চায়েত আসনের গণনা। এরপর ৬,১১৯টি পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু হবে, তারপর ৬২১টি জেলা পরিষদের ভোট গণনা। প্রতিটি গণনা কেন্দ্রে, প্রতিটি স্তরে, ২-৩ রাউন্ড গণনা হবে।

ভোটের অবজার্ভার ও রিটার্নিং অফিসার ছাড়া কেউ গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। গ্রাম পঞ্চায়েতে গণনাকেন্দ্রে থাকতে পারবেন প্রার্থী কিম্বা তাঁর নির্বাচনী এজেন্ট। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে গণনাকেন্দ্রে থাকতে পারবেন প্রার্থী কিম্বা নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট। ভোট গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে গণনাকেন্দ্রে। থাকছে সশস্ত্র পুলিশ।

সোমবার পঞ্চায়েত ভোটের দিন রাজ্যজুড়ে হিংসায় ২৩ জনের মৃত্যু হয়।