মেষ


আজ অনিচ্ছা সত্ত্বেও অনুতাপের কাজ করতে হতে পারে। অন্য দিনের তুলনায় আজ সংসারে বেশি খরচ হতে পারে। প্রতিবেশীর দ্বারা কোনও উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন শত্রুর সঙ্গে আপোস করে চলুন, লাভবান হবেন। মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি হতে পারে। শিশুদের পড়াশোনার জন্য সময়টা শুভ। ভ্রমণের আশা রাখতে পারেন। আজ কোনও ভাল কাজে সময় নষ্ট হতে পারে।

বৃষ


সকাল থেকে কোনও জটিল সমস্যার ভিতর পড়তে হতে পারে। শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। আপনার ভাল কাজে প্রতিবেশীরা হিংসা করবে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণ হতে পারে। সকাল থেকে শারীরিক কোনও যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। আজ ভ্রমণে গিয়ে কোনও বিপদ হতে পারে। কলা বিদ্যায় সাফল্য লাভের সংকেত রয়েছে। পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে। নতুন কোনও ব্যবসার জন্য মানসিক ভয় বাড়তে পারে।

মিথুন


আজ সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু করার চিন্তা করতে পারেন। কারও যেচে উপকার করবেন না। নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। আজ আপনার বুদ্ধি দ্বারা কাউকে উপকার করতে হতে পারে। অলসতার জন্য অশান্তি বাধতে পারে। অন্যের খরচে ভ্রমণ হওয়ার সুযোগ আসতে পারে। পেটের ব্যথায় ভোগান্তি হতে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি পেতে পারে। লোকের কোনও উপকার করলে আজ বিপদে পড়তে পারেন।

কর্কট


আজ অভিজ্ঞ কোনও ব্যক্তির কথা আপনার খুব কাজে লাগবে। বিরোধী মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। সংসারের সব জিনিস খুঁটিয়ে দেখতে যাবেন না, অশান্তি হতে পারে। আজ কোনও কারণে খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। গুরুজনের সঙ্গে কোনও বাজে ব্যবহারের জন্য মন খারাপ থাকবে। ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। পূজা পাঠের জন্য অশান্তি বাড়তে পারে। ব্যবসার দিকে শান্তির পরিবেশ পেতে পারেন।

সিংহ


অতিরিক্ত পরিশ্রমের জন্য খুব ভাল মূল্য পাবেন না। কোনও কাজের ক্ষতির খবর আসতে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর কারণে ক্ষতি হতে পারে। প্রেমের জন্য আনন্দ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যহানির যোগ রয়েছে। আজ অন্যের জন্য ভাল কাজ করেও সুনাম পাবেন না। বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে। অপর কোনও ব্যক্তির সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। গান বাজনার দিকে ভাল কোনও সুযোগ আসতে পারে। কোনও ভাল জিনিস আজ আপনার হাতে নষ্ট হতে পারে।

কন্যা


ব্যবসা ভাল যাবে। নানা দিক থেকে কর্মের যোগ যেমন থাকবে, আবার বাধাও থাকবে। পিতার সঙ্গে মতান্তর বাধতে পারে। দরকারি ব্যাপারে কাজ দ্রুত মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ বিদ্যার্থীদের মনে কোনও কিছুর জন্য খুব ভয় কাজ করবে। বাড়িতে অর্থ আগমনের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় সমানভাবে হতে পারে। গুরুজনের পরামর্শে ভাল কাজ হবে। মানুষের সেবায় মনে শান্তি পাবেন। দুপুরের পরে কোনও ভাল খবর আসতে পারে।

তুলা


ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেবিভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির স্থানে উন্নতির খুব ভাল সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক


আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনার যেচে উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া থাকবে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কোনও শুভ কাজ থাকলে করে ফেলুন।

ধনু


নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। বাড়িতে কোনও খরচ বাড়তে পারে। শত্রুর কারণে সকাল থেকে মানসিক ভয় কাজ করতে পারে।

মকর


চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যাঁরা তাঁরা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। আজ পথে ঘাটে কোনও নতুন বন্ধু পেতে পারেন।

কুম্ভ


মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটবে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ হবে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। ব্যবসার দিকে কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজ সকালের দিকে ভ্রমণের খুব ইচ্ছা হতে পারে।

মীন


প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল করে নেওয়া কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে শুভ কোনও খবর আসতে পারে।