অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার ও সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে তৈরি হবে নিম্নচাপ। রবিবার সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে। ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।
আরও পড়ুন, অন্ধকারে ভারতের এই সমুদ্র সৈকতে ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছে বহু পর্যটকের
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমান ১২.৭ মিলিমিটার।
বেশ কয়েকটি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন, ছিনতাইবাজদের কবলে স্কুলছাত্র, চোখে স্প্রে করে মোবাইল লুট
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।