সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাত্র ২০ হাজার টাকার জন্য ভাটপাড়ায় যুবককে গুলি করে খুন। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভাটপাড়ার বড় শ্রীরামপুরে সিকান্দর দাস নামে ওই যুবকের বাড়িতে আসে স্কুটার আরোহী দুই যুবক। গন্ডগোলের জেরে যুবককে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, লকডাউনে কাজ ছিল না যুবকের। ২০ হাজার টাকা ধার নেন। টাকা শোধ করতে না পারায় বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
গত শুক্রবার কুলটির বরাকরে ভরসন্ধেয় শ্যুটআউটের ঘটনা ঘটে। এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে দুস্কৃতীরা। এরপর হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। বরাকর বাজার সংলগ্ন এলাকায় নির্মীয়মান বাড়িতে এই ঘটনাটি ঘটে। গতকালই বন্ধুদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিল পরিবার।
বরাকরে যুবক খুনে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কুলটির বরাকর বাজার থেকে কিছুটা দূরে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় ২৪ বছরের শাহবাজ খানের গুলিবিদ্ধ দেহ। মৃতের পরিবার অভিযোগ তোলে শাহবাজকে জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা চলছিল। রাজি না হওয়াতেই খুন করা হয়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বান্টি মজুমদার ও তার সঙ্গী রাকেশ শর্মাকে গতকাল গভীর রাতে বরাকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে কুলটি থানার পুলিশ। অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি।
অন্যদিকে অগাস্টের মাঝামাঝি সময়ে গভীর রাতে খড়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। টিটাগড় পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর অভিযোগ, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।