কলকাতা: এখনই রাজ্যের আকাশ থেকে দুর্যোগের মেঘ কাটছে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের জন্য প্রবল বর্ষণের সতর্কতা জারি হল। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা রাঁচির পর বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই বৃষ্টিপাত জারি থাকবে রাজ্যে। বিশেষত প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ। বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলবর্তী এলাকায় নিম্মচাপ তৈরি হওয়ায় বাংলার জন্যও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাতাসের গতি থাকবে প্রায় ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে যেখানে যেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি চলবে টানা ৩ দিন। রাজ্যে তাপমাত্রার হেরফের হবে। নিম্নচাপটি ওড়িশা উপকূলে রয়েছে তাই মাঝ সমুদ্রে হাওয়ার গতিবেগ ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকার সম্ভাবনা বেশি।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রাতের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ। মৌসম বিভাগ মধ্য ভারত ও পূর্ব রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ এছাড়া মহারাষ্ট্র ও দক্ষিণের কিছু রাজ্যেও প্রবল বৃষ্টি হবে৷