আসানসোল:  কুলটির ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা-বিতর্কের জেরে আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের তরফে গতকাল অভিযোগ জানিয়ে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। 


এদিন ভ্যাকসিন গ্রহীতার বাড়িতে যায় পুরসভার মেডিক্যাল টিম। পুরসভার চিকিৎসক জানিয়েছেন, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে ওই মহিলাকে।গতকাল কুলটির ওই ভ্যাকসিনেশন ক্যাম্পে মহিলাকে টিকা দেন আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরা। তিনি চিকিৎসক বা তাঁর নার্সিং প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তিনি টিকা দেওয়ায় বিতর্ক দানা বাঁধে। 


গতকাল ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নার্সের থেকে কার্যত সিরিঞ্জ কেড়ে নিয়ে তাবাস্সুম ভ্যাকসিন দিলেন এক মহিলাকে। যদিও ক্যামেরায় স্পষ্ট ছবি ধরা পড়লেও বিদায়ী ডেপুটি মেয়রের দাবি, তিনি নাকি শুধু সিরিঞ্জ হাতে নিয়েছিলেন, তিনি টিকা দেননি। শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে ভ্যাকসিনেশন ক্যাম্পে চূড়ান্ত অসচেতনতার ছবি উঠে আসায় শুরু হয় বিতর্ক। 


আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়রের কাণ্ড নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এবার কি তৃণমূলের নেতা হলেই তারা ভ্যাকসিন নিজে হাতে দিতে পারবেন?  আমি যা জানি, ওনার নার্সের ডিগ্রিও নেই৷ দেবাঞ্জন দেব ভুয়ো আইএএস হয়ে শহরের প্রাণ কেন্দ্রে ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প করলেন। এবার তৃণমূলের নেতা নিজে ভ্যাকসিন দিচ্ছেন।


সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, সবাই দেখলেন ফোটানো হয়েছে, অথচ অসত্য বলছেন উনি, কী চলছে। 


যদিও তৃণমূলের আশ্বাস, এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।  তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, প্রাক্তন ডেপুটি মেয়র ভ্যাকসিন দিলে, সেটা প্রশাসন দেখবে। ভ্যাকসিন দেওয়ার আগে ধ্যান ধারণা থাকা উচিত, নাহলে এটা বিপজ্জনক হতে পারে।


আসানসোল পুরসভার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ইঞ্জেকশন দেওয়ার এক্তিয়ার নেই তবস্সুমের। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় বিদায়ী ডেপুটি মেয়রকে শোকজ করেছেন পুর প্রশাসক।