পশ্চিম বর্ধমান: সম্পত্তি-বিবাদের জেরে ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে।


গত ৯ নভেম্বর পশ্চিম বর্ধমানের লাউদোহায়, বাড়ির অদূরে উদ্ধার হয় বিজেপি কর্মী স্বরূপ শো-এর মৃতদেহ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে বিজেপি। তদন্তে নেমে সোমবার মৃতের প্রতিবেশী সুদয় মোহন্তকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত জানিয়েছে, খুনের জন্য তাঁকে সুপারি দেয় বিজেপি কর্মীর মা ও ভাই। ২ লক্ষ টাকায় রফা হয়। ১ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়। ৮ তারিখ রাতে বাড়ির অদূরে শ্বাসরোধ করে খুন করা হয় বিজেপি কর্মীকে।


অভিযুক্তের দাবি, এ কাজে তাঁকে সাহায্য করেন শেখ ইব্রাহিম নামে আরেক যুবক। এরপরই, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বিজেপি কর্মীর মা সুলোচনা শো ও ভাই, অরূপ শোকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় শেখ ইব্রাহিমকেও।


পুলিশের দাবি, জেরায় খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা কবুল করেছে মৃতের মা ও ভাই। কিন্তু ক্যামেরার সামনে তা মানতে চাননি মৃতের মা।
মৃতের মা সুলোচনা শো যদিও সুপারি দিয়ে খুনের কথা অস্বীকার করেছেন।


আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি জানিয়েছেন, ঘটনায় আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।